ETV Bharat / politics

10-20 দিনের মধ্যে হত্যার রাজনীতি করতে পারে বিজেপি, আশঙ্কা ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Lok Sabha Election 2024: ঘাটাল লোকসভা আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিনেতা তথা স্থানীয় সাংসদ দেব ৷ তাঁর বিরুদ্ধে বিজেপির হয়ে লড়ছেন আরেক অভিনেতা তথা বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় ৷ বুধবার হিরণের বিরুদ্ধে তোপ দাগেন দেব ৷ আশঙ্কা করেন যে ঘাটালে জিততে বিজেপি খুনের রাজনীতি করতে পারে ৷

Lok Sabha Election 2024
ঘাটালের তৃণমূলের প্রার্থী দেব (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 8, 2024, 2:45 PM IST

Updated : May 8, 2024, 5:23 PM IST

10-20 দিনের মধ্যে হত্যার রাজনীতি করতে পারে বিজেপি, আশঙ্কা ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের (ইটিভি ভারত)

কেশপুর, 8 মে: ঘাটাল লোকসভা আসনে জেতার চেষ্টায় বিজেপি খুনের রাজনীতি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করলেন স্থানীয় সাংসদ তথা ওই আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেব ওরফে দীপক অধিকারী ৷ তাঁর আশঙ্কা, ‘‘বিজেপি প্রার্থী (হিরণ চট্টোপাধ্যায়) উঠে পড়ে লেগেছে কেশপুরে সন্ত্রাস করে ভোটে জিততে । আমি পুলিশ-প্রশাসনকে বলবো সতর্ক থাকতে । কারণ, ওরা নিজেদের কর্মীকে মেরে তৃণমূলের ঘাড়ে দোষ চাপাতে চাইছে ।’’ পুলিশের বিরুদ্ধে হিরণের হুমকি দেওয়া প্রসঙ্গে তিনি বুধবার এই কথা বলেন ৷ তিনি আরও বলেন, ‘‘আমার আশঙ্কা হচ্ছে 10-20 দিনের মধ্যে হত্যার রাজনীতি করবে বিজেপি ।’’

2014 সাল থেকে ঘাটাল লোকসভা আসনের সাংসদ অভিনেতা দেব ৷ এবার তিনি নেমেছেন জয়ের হ্যাটট্রিক করার লক্ষ্যে ৷ তাঁর মূল প্রতিপক্ষ বিজেপির হিরণ চট্টোপাধ্যায় ৷ হিরণ নিজেও অভিনেতা ৷ নির্বাচনী ময়দানে নামার অনেক আগে থেকেই হিরণকে দেবের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে ৷ ঘাটালের প্রার্থী হওয়ার পর হিরণ আরও বেশি সরব হয়েছেন দেবের বিরুদ্ধে ৷ কিন্তু দেবকে সেভাবে হিরণের বিরুদ্ধে মন্তব্য করতে দেখা যায়নি ৷

Lok Sabha Election 2024
নির্বাচনী প্রচারে ঘাটালের তৃণমূল প্রার্থী দেব৷ (নিজস্ব চিত্র)

সেই আবহে দেব মঙ্গলবার যা বলেছেন, তা বিস্ফোরক বলা যেতেই পারে ৷ ওই দিন প্রথমে দেবকে প্রশ্ন করা হয় ঘাটালের ভাইরাল কল রেকর্ড নিয়ে এই বিষয়ে দীপক অধিকারী বলেন, ‘‘কেশপুরের মানুষ আমাদের সঙ্গে রয়েছে । ঘাটাল লোকসভায় যেভাবে তৃণমূল কংগ্রেসের সরকার উন্নয়ন করেছে, তাতে আমরা জিতব ।’’ এরপর হিরণের পুলিশকে হুমকি দেওয়া প্রসঙ্গে প্রশ্ন করা হলে দেব বলেন, "বিজেপি যেভাবে হোক ঘাটাল জিততে চাইছে । তাই জন্য ছেলেটা পুলিশকেও উলটোপালটা বলে বেড়াচ্ছে । বিজেপি প্রার্থী এবং তাঁর দল কেশপুরে একটা কোনও কিছু গন্ডগোল বাঁধিয়ে সন্ত্রাস সৃষ্টি করে জিততে চাইছে ।’’

Lok Sabha Election 2024
নির্বাচনী প্রচারে ঘাটালের তৃণমূল প্রার্থী দেব৷ (নিজস্ব চিত্র)

এর পরই তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘‘আমার আশঙ্কা বিজেপি তাঁর এক কর্মীদের খুন করে তৃণমূলের উপর দোষ চাপাতে চাইছে । পুলিশকে আমি এখন থেকে বলবো সতর্ক ভাবে থাকতে । দশ বছর ধরে যেভাবে আমি কেশপুরকে শান্ত করে রেখেছি ৷ কোনোভাবেই তা নষ্ট করতে দেব না ।’’

Lok Sabha Election 2024
নির্বাচনী প্রচারে ঘাটালের তৃণমূল প্রার্থী দেব৷ (নিজস্ব চিত্র)

মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের ঘাটাল সাংগঠনিক জেলার পদাধিকারীদের নিয়ে কেশপুর ব্লকের তিন নম্বর অঞ্চলে পাঁচখুরি ক্রিয়েটিভ টাওয়ারে এক বিশেষ সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয় । সেই বৈঠকে উপস্থিত ছিলেন ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আশিস হুদাইত, ঘাটালের তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপক অধিকারী, কেশপুরের বিধায়ক শিউলি সাহা, কেশপুরের ব্লক সভাপতি প্রদ্যুৎ পাঁজা-সহ সাতটি বিধানসভার দায়িত্বপ্রাপ্ত নেতা ও ব্লকের সভাপতিরা । সেই বৈঠকের পরই এই কথা বলেন দেব ৷

Lok Sabha Election 2024
নির্বাচনী প্রচারে ঘাটালের তৃণমূল প্রার্থী দেব৷ (নিজস্ব চিত্র)

যদিও এই ঘটনায় পালটা রাজনৈতিক গন্ধ পাচ্ছে বিজেপি । বিজেপি জেলা মুখপত্র অরূপ দাস বলেন, ‘‘তৃণমূল প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব আগেই হেরে বসে আছেন প্রায় লক্ষাধিক ভোটে । তাই তিনি এইসব উলটোপালটা বকে বেড়াচ্ছেন । এরই সঙ্গে আমরা পুলিশ সুপার ধৃতিমান সরকারকে আবেদন জানাবো যেন অবিলম্বে এই বিষয়ে সতর্ক থাকতে, না হলে হয়তো হত্যার রাজনীতি করে ওরা বিজেপির ঘাড়ে চাপিয়ে দেবে ।’’

পাশাপাশি তিনি পুলিশ সুপারকে হুমকি দিয়ে বলেন, ‘‘এরপর ক্ষমতায় আসবে বিজেপি ৷ ওঁর চাকরি এখনও বাকি রয়েছে ৷ তাই বলব সঠিকভাবে কাজ করতে ।’’

আরও পড়ুন:

  1. দেব-জুন জিতলে মেদিনীপুরকে ঘাটাল মাস্টার প্ল্যান উপহার, পিংলায় প্রতিশ্রুতি মমতার
  2. দেব মিথ্যুক ও 'হাঁটু ছেঁড়া' সাংসদ, কটাক্ষ শুভেন্দুর
  3. তৃণমূলকে ভোট দিলেই আবাস যোজনার কিস্তি, বছর শেষেই ঘাটাল মাস্টার-প্ল্যান; প্রতিশ্রুতি অভিষেকের

10-20 দিনের মধ্যে হত্যার রাজনীতি করতে পারে বিজেপি, আশঙ্কা ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের (ইটিভি ভারত)

কেশপুর, 8 মে: ঘাটাল লোকসভা আসনে জেতার চেষ্টায় বিজেপি খুনের রাজনীতি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করলেন স্থানীয় সাংসদ তথা ওই আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেব ওরফে দীপক অধিকারী ৷ তাঁর আশঙ্কা, ‘‘বিজেপি প্রার্থী (হিরণ চট্টোপাধ্যায়) উঠে পড়ে লেগেছে কেশপুরে সন্ত্রাস করে ভোটে জিততে । আমি পুলিশ-প্রশাসনকে বলবো সতর্ক থাকতে । কারণ, ওরা নিজেদের কর্মীকে মেরে তৃণমূলের ঘাড়ে দোষ চাপাতে চাইছে ।’’ পুলিশের বিরুদ্ধে হিরণের হুমকি দেওয়া প্রসঙ্গে তিনি বুধবার এই কথা বলেন ৷ তিনি আরও বলেন, ‘‘আমার আশঙ্কা হচ্ছে 10-20 দিনের মধ্যে হত্যার রাজনীতি করবে বিজেপি ।’’

2014 সাল থেকে ঘাটাল লোকসভা আসনের সাংসদ অভিনেতা দেব ৷ এবার তিনি নেমেছেন জয়ের হ্যাটট্রিক করার লক্ষ্যে ৷ তাঁর মূল প্রতিপক্ষ বিজেপির হিরণ চট্টোপাধ্যায় ৷ হিরণ নিজেও অভিনেতা ৷ নির্বাচনী ময়দানে নামার অনেক আগে থেকেই হিরণকে দেবের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে ৷ ঘাটালের প্রার্থী হওয়ার পর হিরণ আরও বেশি সরব হয়েছেন দেবের বিরুদ্ধে ৷ কিন্তু দেবকে সেভাবে হিরণের বিরুদ্ধে মন্তব্য করতে দেখা যায়নি ৷

Lok Sabha Election 2024
নির্বাচনী প্রচারে ঘাটালের তৃণমূল প্রার্থী দেব৷ (নিজস্ব চিত্র)

সেই আবহে দেব মঙ্গলবার যা বলেছেন, তা বিস্ফোরক বলা যেতেই পারে ৷ ওই দিন প্রথমে দেবকে প্রশ্ন করা হয় ঘাটালের ভাইরাল কল রেকর্ড নিয়ে এই বিষয়ে দীপক অধিকারী বলেন, ‘‘কেশপুরের মানুষ আমাদের সঙ্গে রয়েছে । ঘাটাল লোকসভায় যেভাবে তৃণমূল কংগ্রেসের সরকার উন্নয়ন করেছে, তাতে আমরা জিতব ।’’ এরপর হিরণের পুলিশকে হুমকি দেওয়া প্রসঙ্গে প্রশ্ন করা হলে দেব বলেন, "বিজেপি যেভাবে হোক ঘাটাল জিততে চাইছে । তাই জন্য ছেলেটা পুলিশকেও উলটোপালটা বলে বেড়াচ্ছে । বিজেপি প্রার্থী এবং তাঁর দল কেশপুরে একটা কোনও কিছু গন্ডগোল বাঁধিয়ে সন্ত্রাস সৃষ্টি করে জিততে চাইছে ।’’

Lok Sabha Election 2024
নির্বাচনী প্রচারে ঘাটালের তৃণমূল প্রার্থী দেব৷ (নিজস্ব চিত্র)

এর পরই তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘‘আমার আশঙ্কা বিজেপি তাঁর এক কর্মীদের খুন করে তৃণমূলের উপর দোষ চাপাতে চাইছে । পুলিশকে আমি এখন থেকে বলবো সতর্ক ভাবে থাকতে । দশ বছর ধরে যেভাবে আমি কেশপুরকে শান্ত করে রেখেছি ৷ কোনোভাবেই তা নষ্ট করতে দেব না ।’’

Lok Sabha Election 2024
নির্বাচনী প্রচারে ঘাটালের তৃণমূল প্রার্থী দেব৷ (নিজস্ব চিত্র)

মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের ঘাটাল সাংগঠনিক জেলার পদাধিকারীদের নিয়ে কেশপুর ব্লকের তিন নম্বর অঞ্চলে পাঁচখুরি ক্রিয়েটিভ টাওয়ারে এক বিশেষ সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয় । সেই বৈঠকে উপস্থিত ছিলেন ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আশিস হুদাইত, ঘাটালের তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপক অধিকারী, কেশপুরের বিধায়ক শিউলি সাহা, কেশপুরের ব্লক সভাপতি প্রদ্যুৎ পাঁজা-সহ সাতটি বিধানসভার দায়িত্বপ্রাপ্ত নেতা ও ব্লকের সভাপতিরা । সেই বৈঠকের পরই এই কথা বলেন দেব ৷

Lok Sabha Election 2024
নির্বাচনী প্রচারে ঘাটালের তৃণমূল প্রার্থী দেব৷ (নিজস্ব চিত্র)

যদিও এই ঘটনায় পালটা রাজনৈতিক গন্ধ পাচ্ছে বিজেপি । বিজেপি জেলা মুখপত্র অরূপ দাস বলেন, ‘‘তৃণমূল প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব আগেই হেরে বসে আছেন প্রায় লক্ষাধিক ভোটে । তাই তিনি এইসব উলটোপালটা বকে বেড়াচ্ছেন । এরই সঙ্গে আমরা পুলিশ সুপার ধৃতিমান সরকারকে আবেদন জানাবো যেন অবিলম্বে এই বিষয়ে সতর্ক থাকতে, না হলে হয়তো হত্যার রাজনীতি করে ওরা বিজেপির ঘাড়ে চাপিয়ে দেবে ।’’

পাশাপাশি তিনি পুলিশ সুপারকে হুমকি দিয়ে বলেন, ‘‘এরপর ক্ষমতায় আসবে বিজেপি ৷ ওঁর চাকরি এখনও বাকি রয়েছে ৷ তাই বলব সঠিকভাবে কাজ করতে ।’’

আরও পড়ুন:

  1. দেব-জুন জিতলে মেদিনীপুরকে ঘাটাল মাস্টার প্ল্যান উপহার, পিংলায় প্রতিশ্রুতি মমতার
  2. দেব মিথ্যুক ও 'হাঁটু ছেঁড়া' সাংসদ, কটাক্ষ শুভেন্দুর
  3. তৃণমূলকে ভোট দিলেই আবাস যোজনার কিস্তি, বছর শেষেই ঘাটাল মাস্টার-প্ল্যান; প্রতিশ্রুতি অভিষেকের
Last Updated : May 8, 2024, 5:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.