ETV Bharat / politics

একজন 80, অন্য দু'জন 70-75; সুদীপ-তাপস-প্রদীপকে নিয়ে কী বলছে উত্তর কলকাতা? - Lok Sabha Election 2024

North Kolkata Lok Sabha: উত্তর কলকাতায় এবার সাংসদ হওয়ার জন্য যাঁরা লড়ছেন তাঁরা সকলেই প্রবীণ ৷ ভোটে জিতলে তাঁরা আগামী 5 বছর কী কী কাজ করতে পারবেন ? বয়সের নিরিখে কাকে এগিয়ে রাখছেন নবীন ভোটাররা ? সেই খোঁজ নিল ইটিভি ভারত ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 31, 2024, 10:39 PM IST

Updated : Apr 1, 2024, 9:49 AM IST

সুদীপ-তাপস-প্রদীপকে নিয়ে কী বলছে উত্তর কলকাতা?

কলকাতা, 31 মার্চ: এবারের লোকসভা নির্বাচনে উত্তর কলকাতা আসন থেকে লড়ছেন তিন প্রবীণ নেতা ৷ সুদীপ বন্দ্যোপাধ্যায়, প্রদীপ ভট্টাচার্য ও তাপস রায়- এই তিনজনই কখনও না কখনও কংগ্রেস করেছেন ৷ প্রথম দু'জন দল-নীতি বদলে তৃণমূল আর বিজেপিতে গিয়েছেন। তৃতীয় জন 50 বছর ধরে কংগ্রেসেই আছেন। প্রত্যেকের বয়স সত্তর ও আশির ঘরে । ফলে, তাঁদের গ্রহণযোগ্যতা ও ভবিষ্যতে কাজ নিয়ে আলোচনা চলছে । একইভাবে প্রশ্ন উঠছে যে, দীর্ঘদিনের সমালোচনা সামলে বামেরা নতুন প্রজন্মকে প্রার্থী করলেও এই তিন রাজনৈতিক দল কেন যুবদের মধ্যে কাউকে প্রার্থী করল না ! এই নিয়ে সাধারণ ভোটার বা নতুন প্রজন্ম কী বলছেন তার খোঁজ নিয়েছিল ইটিভি ভারত ।

উত্তর কলকাতা লোকসভা আসনে বামফ্রন্ট সমৰ্থিত কংগ্রেস প্রার্থী হয়েছেন প্রদীপ ভট্টাচার্য । তাঁর বয়স 80। প্রায় 50 বছর ধরে কংগ্রেসে আছেন । বিধানসভা-লোকসভা-রাজ্যসভা ঘুরে আবার লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন । তৃণমূল আবারও আস্থা রেখেছে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের উপর। তাঁর বয়স 75 ছাড়িয়েছে । অন্যদিকে, সুদীপ-সহ তৃণমূলের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে দলত্যাগে করে ওই একই আসনে বিজেপি থেকে প্রার্থী হয়েছেন তাপস রায় । তিনিও কংগ্রেস ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন । বাকি দু'জনের চেয়ে তাপস রায় বয়সে কিছুটা ছোট। তবুও আছেন 70-এর ঘরেই। সবমিলিয়ে প্রবীণ 'তিন কংগ্রেসি' পরস্পরের মুখোমুখি উত্তর কলকতায় ।

উত্তর কলকাতার বাসিন্দা ও পৌরনিগমের 40 নম্বর ওয়ার্ডের ভোটার বিভেশ্বর ভট্টাচার্য বলেন, "নতুন প্রজন্মের প্রার্থী হলে ভালো হত । কিন্তু, রাজনৈতিক দলগুলি তা দেয়নি । যাঁরা আছেন তাঁদের মধ্য থেকেই কাউকে বেছে নিতে হবে । সেদিক থেকে বলতে গেলে সুদীপ বন্দোপাধ্যায় অনেকটাই এগিয়ে রয়েছেন । তিনি চেনা মুখ এলাকায় । যে কোনও ছোটখাটো অনুষ্ঠানেও তাঁর উপস্থিতি লক্ষ্য করা যায় । স্বাভাবিকভাবে তাঁর দিকেই ভোটাররা বেশি ঝুঁকবেন বলেই আমি মনে করি।"

এবারে প্রথম ভোট দেবেন 38 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সৌমাল্য চৌধুরী । ইংরেজি সাহিত্যের দ্বিতীয় বর্ষের এই ছাত্রের কথায়, "ইয়ং ক্যান্ডিডেট হলে ছাত্রদের সুবিধা-অসুবিধা অনেকটাই বুঝতেন। তবে বয়স্করা প্রার্থী হয়েছেন বলেই সমস্যা হবে, এমনটাও ভাবা ভুল । অবশ্য শারীরিক দিক থেকে কর্মক্ষমতা তরুণ প্রজন্মের বেশি । আমাদের দেখতে হবে কারা জাতপাতের রাজনীতির উর্দ্ধে উঠে ভাতের রাজনীতি করছেন। চারিদিকে এখন ধর্ম নিয়ে রাজনীতি চলছে । অথচ, পেটে টান পড়লে মানুষ ধর্মের কথা ভুলে যায় । তাই, সাধারণ মানুষের হয়ে কথা বলা, দাবি আদায় করাটাই বড় ব্যাপার।"

উত্তর কলকাতার আরেক বাসিন্দা তরুণ পাত্র । তিনিও এবার প্রথম ভোট দেবেন। তাঁর বক্তব্য, "উত্তর কলকাতায় তরুণ প্রজন্মের প্রার্থী না থাকলেও রাজ্যের বেশ কয়েকটি আসনে তরুণ প্রজন্মের মুখ রয়েছে । দিপ্সীতা ধর, সৃজন ভট্টাচার্যরা প্রার্থী হয়েছেন। ধর্মের রাজনীতি বাদ দিয়ে মানুষের সমস্যা-সমাধান নিয়ে যিনি সোচ্চার হবেন, তাঁকেই ভোট দেওয়া উচিত । তাই, প্রবীণ হলেও প্রদীপ ভট্টাচার্যকে সাধারণ মানুষ বেছে নেবেন বলে আমি মনে করি। এতদিন ধরে সুদীপ বন্দ্যোপাধ্যায় উত্তর কলকাতার সাংসদ । কিন্তু, সেরকম কোনও কাজ করেছেন বলে মনে হয় না । এমনকী সংসদে তাঁর বলার মতো কোনও অবদান নেই।"

আরও পড়ুন :

  1. ঊনআশির সমর্থনে পথে তিরাশি, প্রদীপের পাশে দাঁড়িয়ে প্রচারে ঝড় বিমানের
  2. কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী হয়েই সুদীপের বিরুদ্ধে সুর চড়ালেন তাপস রায়
  3. প্রার্থী নিয়ে কংগ্রেসে ক্ষোভ চরমে, বিক্ষোভের আঁচ পড়তে পারে প্রদেশ দফতরেও

সুদীপ-তাপস-প্রদীপকে নিয়ে কী বলছে উত্তর কলকাতা?

কলকাতা, 31 মার্চ: এবারের লোকসভা নির্বাচনে উত্তর কলকাতা আসন থেকে লড়ছেন তিন প্রবীণ নেতা ৷ সুদীপ বন্দ্যোপাধ্যায়, প্রদীপ ভট্টাচার্য ও তাপস রায়- এই তিনজনই কখনও না কখনও কংগ্রেস করেছেন ৷ প্রথম দু'জন দল-নীতি বদলে তৃণমূল আর বিজেপিতে গিয়েছেন। তৃতীয় জন 50 বছর ধরে কংগ্রেসেই আছেন। প্রত্যেকের বয়স সত্তর ও আশির ঘরে । ফলে, তাঁদের গ্রহণযোগ্যতা ও ভবিষ্যতে কাজ নিয়ে আলোচনা চলছে । একইভাবে প্রশ্ন উঠছে যে, দীর্ঘদিনের সমালোচনা সামলে বামেরা নতুন প্রজন্মকে প্রার্থী করলেও এই তিন রাজনৈতিক দল কেন যুবদের মধ্যে কাউকে প্রার্থী করল না ! এই নিয়ে সাধারণ ভোটার বা নতুন প্রজন্ম কী বলছেন তার খোঁজ নিয়েছিল ইটিভি ভারত ।

উত্তর কলকাতা লোকসভা আসনে বামফ্রন্ট সমৰ্থিত কংগ্রেস প্রার্থী হয়েছেন প্রদীপ ভট্টাচার্য । তাঁর বয়স 80। প্রায় 50 বছর ধরে কংগ্রেসে আছেন । বিধানসভা-লোকসভা-রাজ্যসভা ঘুরে আবার লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন । তৃণমূল আবারও আস্থা রেখেছে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের উপর। তাঁর বয়স 75 ছাড়িয়েছে । অন্যদিকে, সুদীপ-সহ তৃণমূলের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে দলত্যাগে করে ওই একই আসনে বিজেপি থেকে প্রার্থী হয়েছেন তাপস রায় । তিনিও কংগ্রেস ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন । বাকি দু'জনের চেয়ে তাপস রায় বয়সে কিছুটা ছোট। তবুও আছেন 70-এর ঘরেই। সবমিলিয়ে প্রবীণ 'তিন কংগ্রেসি' পরস্পরের মুখোমুখি উত্তর কলকতায় ।

উত্তর কলকাতার বাসিন্দা ও পৌরনিগমের 40 নম্বর ওয়ার্ডের ভোটার বিভেশ্বর ভট্টাচার্য বলেন, "নতুন প্রজন্মের প্রার্থী হলে ভালো হত । কিন্তু, রাজনৈতিক দলগুলি তা দেয়নি । যাঁরা আছেন তাঁদের মধ্য থেকেই কাউকে বেছে নিতে হবে । সেদিক থেকে বলতে গেলে সুদীপ বন্দোপাধ্যায় অনেকটাই এগিয়ে রয়েছেন । তিনি চেনা মুখ এলাকায় । যে কোনও ছোটখাটো অনুষ্ঠানেও তাঁর উপস্থিতি লক্ষ্য করা যায় । স্বাভাবিকভাবে তাঁর দিকেই ভোটাররা বেশি ঝুঁকবেন বলেই আমি মনে করি।"

এবারে প্রথম ভোট দেবেন 38 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সৌমাল্য চৌধুরী । ইংরেজি সাহিত্যের দ্বিতীয় বর্ষের এই ছাত্রের কথায়, "ইয়ং ক্যান্ডিডেট হলে ছাত্রদের সুবিধা-অসুবিধা অনেকটাই বুঝতেন। তবে বয়স্করা প্রার্থী হয়েছেন বলেই সমস্যা হবে, এমনটাও ভাবা ভুল । অবশ্য শারীরিক দিক থেকে কর্মক্ষমতা তরুণ প্রজন্মের বেশি । আমাদের দেখতে হবে কারা জাতপাতের রাজনীতির উর্দ্ধে উঠে ভাতের রাজনীতি করছেন। চারিদিকে এখন ধর্ম নিয়ে রাজনীতি চলছে । অথচ, পেটে টান পড়লে মানুষ ধর্মের কথা ভুলে যায় । তাই, সাধারণ মানুষের হয়ে কথা বলা, দাবি আদায় করাটাই বড় ব্যাপার।"

উত্তর কলকাতার আরেক বাসিন্দা তরুণ পাত্র । তিনিও এবার প্রথম ভোট দেবেন। তাঁর বক্তব্য, "উত্তর কলকাতায় তরুণ প্রজন্মের প্রার্থী না থাকলেও রাজ্যের বেশ কয়েকটি আসনে তরুণ প্রজন্মের মুখ রয়েছে । দিপ্সীতা ধর, সৃজন ভট্টাচার্যরা প্রার্থী হয়েছেন। ধর্মের রাজনীতি বাদ দিয়ে মানুষের সমস্যা-সমাধান নিয়ে যিনি সোচ্চার হবেন, তাঁকেই ভোট দেওয়া উচিত । তাই, প্রবীণ হলেও প্রদীপ ভট্টাচার্যকে সাধারণ মানুষ বেছে নেবেন বলে আমি মনে করি। এতদিন ধরে সুদীপ বন্দ্যোপাধ্যায় উত্তর কলকাতার সাংসদ । কিন্তু, সেরকম কোনও কাজ করেছেন বলে মনে হয় না । এমনকী সংসদে তাঁর বলার মতো কোনও অবদান নেই।"

আরও পড়ুন :

  1. ঊনআশির সমর্থনে পথে তিরাশি, প্রদীপের পাশে দাঁড়িয়ে প্রচারে ঝড় বিমানের
  2. কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী হয়েই সুদীপের বিরুদ্ধে সুর চড়ালেন তাপস রায়
  3. প্রার্থী নিয়ে কংগ্রেসে ক্ষোভ চরমে, বিক্ষোভের আঁচ পড়তে পারে প্রদেশ দফতরেও
Last Updated : Apr 1, 2024, 9:49 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.