ETV Bharat / politics

টিভিতে রামমন্দির উদ্বোধনের দর্শন আটকানোর চেষ্টা করছে মমতার সরকার, অভিযোগ সুকান্তর - রামমন্দির

Sukanta Majumdar: আজ উদ্বোধন নবনির্মিত রামমন্দিরের ৷ অযোধ্যায় তৈরি হওয়া ওই মন্দিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে হবে রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান ৷ সেই অনুষ্ঠান যাতে বাংলার মানুষ দেখতে না পান, তার জন্য চেষ্টা চালাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার ৷ সোমবার এই অভিযোগ করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷

Sukanta Majumdar
Sukanta Majumdar
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 22, 2024, 12:16 PM IST

Updated : Jan 22, 2024, 12:41 PM IST

কলকাতা, 22 জানুয়ারি: রামলালার প্রাণ প্রতিষ্ঠা ও রামমন্দিরের উদ্বোধনের সাক্ষী যাতে বাংলার মানুষ হতে না পারেন, তার জন্য মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকার চক্রান্ত করছে বলে অভিযোগ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ তাঁর অভিযোগ, ইচ্ছাকৃতভাবে সোমবারই বিভিন্ন জায়গায় বিদ্যুতের রক্ষণাবেক্ষণের কাজ করানো হচ্ছে ৷ যাতে বিদ্যুৎসংযোগ না থাকার কারণে মানুষ টিভিতে অযোধ্যার অনুষ্ঠান দেখতে না পারেন ৷ এ দিন সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেন সুকান্ত মজুমদার ৷ সেখানেই তিনি এই অভিযোগ করেছেন ৷

এ দিন সোশাল মিডিয়ায় করা ওই পোস্টে সুকান্ত মজুমদার লিখেছেন, রামলালার প্রাণ প্রতিষ্ঠা দিবসে ইচ্ছাকৃতভাবে ও পরিকল্পনা করে ‘রক্ষণাবেক্ষণের কাজ করানো হচ্ছে ৷ তৃণমূল কংগ্রেস হিন্দু বিরোধী ৷ আর তৃণমূলের সেই নীতি নিয়ে চলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ৷ তার প্রমাণও রয়েছে বলে দাবি করেন বঙ্গ বিজেপির সভাপতি ৷

কী সেই প্রমাণ ? সুকান্ত সোশাল মিডিয়ায় করা নিজের পোস্টে একটি ছবি দিয়েছেন ৷ আসলে সেটি মোবাইলে আসা একটি মেসেজের স্ক্রিনশট ৷ সেই মেসেজে দেখা যাচ্ছে যে কলকাতা ও সংলগ্ন অঞ্চলে বিদ্যুৎ পরিষেবা দেওয়া সংস্থা জানিয়েছে যে রক্ষণাবেক্ষণের কাজের জন্য কোনও কোনও অংশে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হতে পারে ৷ এর জন্য সংস্থার তরফে আগাম ক্ষমাও চেয়ে নিয়েছে ওই সংস্থা ৷

কিন্তু সুকান্ত মজুমদার এই পোস্টের মাধ্যমে বোঝাতে চেয়েছেন যে এই কাজ ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে ৷ যাতে অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন ও রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান দেখা থেকে সাধারণ মানুষকে বঞ্চিত করা যায় ৷

আরও পড়ুন:

  1. রামলালার প্রাণ প্রতিষ্ঠায় অযোধ্যা পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, দেখুন সরাসরি
  2. রামরাজ্যে তারকার সমাগম, অমিতাভ-সচিন থেকে ক্যাটরিনার উজ্জ্বল উপস্থিতি
  3. রামমন্দির উদ্বোধনের আঁচ কলকাতা বইমেলায়, বিনামূল্যে দেওয়া হবে হনুমান চালিশা

কলকাতা, 22 জানুয়ারি: রামলালার প্রাণ প্রতিষ্ঠা ও রামমন্দিরের উদ্বোধনের সাক্ষী যাতে বাংলার মানুষ হতে না পারেন, তার জন্য মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকার চক্রান্ত করছে বলে অভিযোগ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ তাঁর অভিযোগ, ইচ্ছাকৃতভাবে সোমবারই বিভিন্ন জায়গায় বিদ্যুতের রক্ষণাবেক্ষণের কাজ করানো হচ্ছে ৷ যাতে বিদ্যুৎসংযোগ না থাকার কারণে মানুষ টিভিতে অযোধ্যার অনুষ্ঠান দেখতে না পারেন ৷ এ দিন সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেন সুকান্ত মজুমদার ৷ সেখানেই তিনি এই অভিযোগ করেছেন ৷

এ দিন সোশাল মিডিয়ায় করা ওই পোস্টে সুকান্ত মজুমদার লিখেছেন, রামলালার প্রাণ প্রতিষ্ঠা দিবসে ইচ্ছাকৃতভাবে ও পরিকল্পনা করে ‘রক্ষণাবেক্ষণের কাজ করানো হচ্ছে ৷ তৃণমূল কংগ্রেস হিন্দু বিরোধী ৷ আর তৃণমূলের সেই নীতি নিয়ে চলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ৷ তার প্রমাণও রয়েছে বলে দাবি করেন বঙ্গ বিজেপির সভাপতি ৷

কী সেই প্রমাণ ? সুকান্ত সোশাল মিডিয়ায় করা নিজের পোস্টে একটি ছবি দিয়েছেন ৷ আসলে সেটি মোবাইলে আসা একটি মেসেজের স্ক্রিনশট ৷ সেই মেসেজে দেখা যাচ্ছে যে কলকাতা ও সংলগ্ন অঞ্চলে বিদ্যুৎ পরিষেবা দেওয়া সংস্থা জানিয়েছে যে রক্ষণাবেক্ষণের কাজের জন্য কোনও কোনও অংশে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হতে পারে ৷ এর জন্য সংস্থার তরফে আগাম ক্ষমাও চেয়ে নিয়েছে ওই সংস্থা ৷

কিন্তু সুকান্ত মজুমদার এই পোস্টের মাধ্যমে বোঝাতে চেয়েছেন যে এই কাজ ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে ৷ যাতে অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন ও রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান দেখা থেকে সাধারণ মানুষকে বঞ্চিত করা যায় ৷

আরও পড়ুন:

  1. রামলালার প্রাণ প্রতিষ্ঠায় অযোধ্যা পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, দেখুন সরাসরি
  2. রামরাজ্যে তারকার সমাগম, অমিতাভ-সচিন থেকে ক্যাটরিনার উজ্জ্বল উপস্থিতি
  3. রামমন্দির উদ্বোধনের আঁচ কলকাতা বইমেলায়, বিনামূল্যে দেওয়া হবে হনুমান চালিশা
Last Updated : Jan 22, 2024, 12:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.