ETV Bharat / politics

ঈদে দমদমে সৌজন্যের রাজনীতি ! হাসিমুখে সুজন-সৌগত - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

EID 2024: ঈদ মিলিয়ে দিল শাসক-বিরোধী দুই শিবিরকে ৷ একে অপরের কাছাকাছি দেখা গেল দমদম কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায় ও সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী ৷

সৌজন্যতার রাজনীতি সুজন ও সৌগতর , EID 2024
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 11, 2024, 5:16 PM IST

দমদমে সৌজন্যের রাজনীতি

কামারহাটি, 11 এপ্রিল: বাংলার রাজনীতিতে সচরাচর অশালীন মন্তব্য ও কটু কথা দেখতেই অভ‍্যস্ত বঙ্গবাসী ! এমতাবস্থায় দুই মেরুর রাজনীতির লোক হয়েও ঈদে কাছাকাছি দেখা গেল দমদম কেন্দ্রের দুই প্রার্থী সুজন চক্রবর্তী এবং সৌগত রায়কে । ঈদের দিন হাত মিলিয়ে সৌজন্যের পরিচয় দিলেন দু'জনেই । হাসিমুখে বেশ কিছুক্ষণ কথাও হল একে অপরের ।

দু'জনেই বর্ষীয়ান রাজনীতিবিদ ৷ আসন্ন লোকসভা নির্বাচনে দমদম লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে লড়ছেন তিনবারের সাংসদ সৌগত রায় ৷ অন্যদিকে, সুজন চক্রবর্তী ছিলেন যাদবপুর কেন্দ্রের প্রাক্তন সাংসদ । একসময় বাম বিধায়ক দলের নেতাও নির্বাচিত করা হয়েছিল তাঁকে। স্বভাবতই সিপিএমের পরিচিত মুখ তিন । বর্তমানে দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ৷ তবে, এবার যাদবপুর কেন্দ্রের পরিবর্তে তিনি দমদম লোকসভা কেন্দ্রে সিপিএম প্রার্থী ৷

লড়বেন সৌগত রায়ের বিরুদ্ধে ৷ দুই রাজনৈতিক দলের বর্ষীয়ান দুই নেতার নির্বাচনী লড়াইয়ে জমে উঠেছে উত্তর 24 পরগনার হাইভোল্টেজ এই দমদম কেন্দ্রটি । সুজন-সৌগত, দু'জনেই ইতিমধ্যে প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন । কেউ কাউকে একচুলও জায়গা ছাড়তে নারাজ । তারই মধ্যে ঈদের দিনে দুই প্রার্থীর সৌজন্যের ছবি দেখল দমদমবাসী ।

দুই রাজ্য ছাড়া বৃহস্পতিবার গোটা দেশেই খুশির ঈদ পালিত হচ্ছে । সকাল থেকে শাসক-বিরোধী দু'দলের নেতা থেকে মন্ত্রী এমনকি প্রার্থীরাও সামিল হন ঈদ উৎসবে । সেই উৎসবে যোগ দিতে কামারহাটিতে গিয়েছিলেন দমদম লোকসভা কেন্দ্রের সিপিএম ও তৃণমূল প্রার্থী তথা প্রবীণ দুই নেতা সুজন চক্রবর্তী ও সৌগত রায় । সেখানেই দেখা হয়ে যায় দু'জনের । তবে এড়িয়ে না গিয়ে দুই রাজনীতিকই এগিয়ে যান একে অপরের দিকে । এরপর, হাত মিলিয়ে হাসিমুখে দুই প্রবীণ নেতাকেই দেখা গিয়েছে কথা বলতে । এই ছবি সাধারণত অমিল বঙ্গ রাজনীতিতে । যা সম্ভব হল সুজন-সৌগত'র পারস্পরিক মেলবন্ধনে ।

আরও পড়ুন :

  1. 'ঠিকানা বদলান, আসব'; সৌজন্য সাক্ষাতে তৃণমূলের উজ্জ্বলকে বার্তা বিজেপি'র জিতেন্দ্রর! কীসের ইঙ্গিত
  2. নেতাজিনগরে মৃতের বাড়িতে সৃজন-সায়নী,পাশে থাকার আশ্বাস

দমদমে সৌজন্যের রাজনীতি

কামারহাটি, 11 এপ্রিল: বাংলার রাজনীতিতে সচরাচর অশালীন মন্তব্য ও কটু কথা দেখতেই অভ‍্যস্ত বঙ্গবাসী ! এমতাবস্থায় দুই মেরুর রাজনীতির লোক হয়েও ঈদে কাছাকাছি দেখা গেল দমদম কেন্দ্রের দুই প্রার্থী সুজন চক্রবর্তী এবং সৌগত রায়কে । ঈদের দিন হাত মিলিয়ে সৌজন্যের পরিচয় দিলেন দু'জনেই । হাসিমুখে বেশ কিছুক্ষণ কথাও হল একে অপরের ।

দু'জনেই বর্ষীয়ান রাজনীতিবিদ ৷ আসন্ন লোকসভা নির্বাচনে দমদম লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে লড়ছেন তিনবারের সাংসদ সৌগত রায় ৷ অন্যদিকে, সুজন চক্রবর্তী ছিলেন যাদবপুর কেন্দ্রের প্রাক্তন সাংসদ । একসময় বাম বিধায়ক দলের নেতাও নির্বাচিত করা হয়েছিল তাঁকে। স্বভাবতই সিপিএমের পরিচিত মুখ তিন । বর্তমানে দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ৷ তবে, এবার যাদবপুর কেন্দ্রের পরিবর্তে তিনি দমদম লোকসভা কেন্দ্রে সিপিএম প্রার্থী ৷

লড়বেন সৌগত রায়ের বিরুদ্ধে ৷ দুই রাজনৈতিক দলের বর্ষীয়ান দুই নেতার নির্বাচনী লড়াইয়ে জমে উঠেছে উত্তর 24 পরগনার হাইভোল্টেজ এই দমদম কেন্দ্রটি । সুজন-সৌগত, দু'জনেই ইতিমধ্যে প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন । কেউ কাউকে একচুলও জায়গা ছাড়তে নারাজ । তারই মধ্যে ঈদের দিনে দুই প্রার্থীর সৌজন্যের ছবি দেখল দমদমবাসী ।

দুই রাজ্য ছাড়া বৃহস্পতিবার গোটা দেশেই খুশির ঈদ পালিত হচ্ছে । সকাল থেকে শাসক-বিরোধী দু'দলের নেতা থেকে মন্ত্রী এমনকি প্রার্থীরাও সামিল হন ঈদ উৎসবে । সেই উৎসবে যোগ দিতে কামারহাটিতে গিয়েছিলেন দমদম লোকসভা কেন্দ্রের সিপিএম ও তৃণমূল প্রার্থী তথা প্রবীণ দুই নেতা সুজন চক্রবর্তী ও সৌগত রায় । সেখানেই দেখা হয়ে যায় দু'জনের । তবে এড়িয়ে না গিয়ে দুই রাজনীতিকই এগিয়ে যান একে অপরের দিকে । এরপর, হাত মিলিয়ে হাসিমুখে দুই প্রবীণ নেতাকেই দেখা গিয়েছে কথা বলতে । এই ছবি সাধারণত অমিল বঙ্গ রাজনীতিতে । যা সম্ভব হল সুজন-সৌগত'র পারস্পরিক মেলবন্ধনে ।

আরও পড়ুন :

  1. 'ঠিকানা বদলান, আসব'; সৌজন্য সাক্ষাতে তৃণমূলের উজ্জ্বলকে বার্তা বিজেপি'র জিতেন্দ্রর! কীসের ইঙ্গিত
  2. নেতাজিনগরে মৃতের বাড়িতে সৃজন-সায়নী,পাশে থাকার আশ্বাস
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.