ETV Bharat / politics

15 আসনও জিততে পারবে না তৃণমূল, দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির - PM Narendra Modi

author img

By ETV Bharat Bangla Team

Published : May 3, 2024, 1:33 PM IST

Updated : May 3, 2024, 2:08 PM IST

PM Narendra Modi: শুক্রবার নদিয়ার কৃষ্ণনগরে নির্বাচনী জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেই সভা থেকে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি ৷ তাঁর দাবি, 15 আসনও জিততে পারবে না তৃণমূল কংগ্রেস ৷

PM Narendra Modi
PM Narendra Modi (File)

কৃষ্ণনগর, 3 মে: এতদিন তরজা চলছিল বিজেপি বাংলা থেকে কতগুলি আসনে জিতবে, তা নিয়ে ৷ শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে একেবারে অন্য কথা শোনা গেল ৷ এ দিন কৃষ্ণনগরে আয়োজিত এক নির্বাচনী জনসভা থেকে তিনি দাবি করলেন তৃণমূল কংগ্রেস 15টি আসনও জিততে পারবে না ৷

গত একবছর ধরেই বাংলায় তিরিশের বেশি আসন জয়ের দাবি করে আসছে বিজেপি ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহের মুখে এই দাবি বারবার শোনা গিয়েছে ৷ এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলার 42টি আসনে বিজেপি প্রার্থীদের জেতানোর ডাক দিয়েছিলেন ৷ এবার তিনি সরাসরি না বললেও তাঁর বক্তব্যে স্পষ্ট যে বিজেপি এই নির্বাচনে বাংলা থেকে 27টি বা তার বেশি আসনে জয়ের আশা করছে ৷

যদিও এ দিন প্রধানমন্ত্রীর বক্তব্য সারা দেশের নিরিখে ছিল ৷ তাঁরা কথায়, এই নির্বাচন দেশের সরকার তৈরির জন্য হচ্ছে ৷ তৃণমূল তো সারা দেশে 15টা আসনও জিততে পারবে না ৷ 15 আসন নিয়ে কি কেন্দ্রে সরকার তৈরি করতে পারবে তৃণমূল ? এই নিয়ে কংগ্রেসকে নিশানা করেন প্রধানমন্ত্রী ৷ তাঁর দাবি, কংগ্রেসও এবার 50 আসন জিততে পারবে না ৷ প্রশ্ন তোলেন, তাহলে ভোটের পর কংগ্রেস সরকার কিভাবে তৈরি করবে ?

এই প্রসঙ্গে বামেদের সমালোচনাও শোনা যায় মোদির মুখে ৷ তিনি জানান, বামদের সূর্য এখানে কখনও অস্ত যেত না ৷ এখন তো লাল ঝান্ডা খুঁজে পাওয়া যায় না ৷ তারা কি কেন্দ্রে সরকার তৈরি করতে পারবে ? এর পর তিনি দাবি করেন যে একমাত্র বিজেপির নেতৃত্বাধীন এনডিএ পারবে কেন্দ্রে সরকার তৈরি করতে ৷

বিজেপি চারশো আসনে জয়ের লক্ষ্য নিয়ে ময়দানে নেমেছে ৷ কেন চারশো আসনে বিজেপি জিততে চায়, সেই ব্যাখ্যাও দিয়েছেন প্রধানমন্ত্রী ৷ জানিয়েছেন যে লোকসভায় এনডিএ-র সাংসদ যত বেশি হবে, তত উন্নয়নের কাজ তরান্বিত হবে ৷

আরও পড়ুন:

  1. ভয় পেয়ে আমেঠি থেকে রায়বরেলিতে পালিয়েছেন ‘শাহজাদা’, বর্ধমানের সভায় রাহুলের বিরুদ্ধে সরব মোদি
  2. ‘যোগ্য’ চাকরিহারাদের আইনি সাহায্য করবে বিজেপি, ঘোষণা মোদির
  3. ‘মহব্বত কি দুকান’-এ এখন ভুয়ো ভিডিয়ো বিক্রি হচ্ছে, মোদির নিশানায় কংগ্রেস

কৃষ্ণনগর, 3 মে: এতদিন তরজা চলছিল বিজেপি বাংলা থেকে কতগুলি আসনে জিতবে, তা নিয়ে ৷ শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে একেবারে অন্য কথা শোনা গেল ৷ এ দিন কৃষ্ণনগরে আয়োজিত এক নির্বাচনী জনসভা থেকে তিনি দাবি করলেন তৃণমূল কংগ্রেস 15টি আসনও জিততে পারবে না ৷

গত একবছর ধরেই বাংলায় তিরিশের বেশি আসন জয়ের দাবি করে আসছে বিজেপি ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহের মুখে এই দাবি বারবার শোনা গিয়েছে ৷ এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলার 42টি আসনে বিজেপি প্রার্থীদের জেতানোর ডাক দিয়েছিলেন ৷ এবার তিনি সরাসরি না বললেও তাঁর বক্তব্যে স্পষ্ট যে বিজেপি এই নির্বাচনে বাংলা থেকে 27টি বা তার বেশি আসনে জয়ের আশা করছে ৷

যদিও এ দিন প্রধানমন্ত্রীর বক্তব্য সারা দেশের নিরিখে ছিল ৷ তাঁরা কথায়, এই নির্বাচন দেশের সরকার তৈরির জন্য হচ্ছে ৷ তৃণমূল তো সারা দেশে 15টা আসনও জিততে পারবে না ৷ 15 আসন নিয়ে কি কেন্দ্রে সরকার তৈরি করতে পারবে তৃণমূল ? এই নিয়ে কংগ্রেসকে নিশানা করেন প্রধানমন্ত্রী ৷ তাঁর দাবি, কংগ্রেসও এবার 50 আসন জিততে পারবে না ৷ প্রশ্ন তোলেন, তাহলে ভোটের পর কংগ্রেস সরকার কিভাবে তৈরি করবে ?

এই প্রসঙ্গে বামেদের সমালোচনাও শোনা যায় মোদির মুখে ৷ তিনি জানান, বামদের সূর্য এখানে কখনও অস্ত যেত না ৷ এখন তো লাল ঝান্ডা খুঁজে পাওয়া যায় না ৷ তারা কি কেন্দ্রে সরকার তৈরি করতে পারবে ? এর পর তিনি দাবি করেন যে একমাত্র বিজেপির নেতৃত্বাধীন এনডিএ পারবে কেন্দ্রে সরকার তৈরি করতে ৷

বিজেপি চারশো আসনে জয়ের লক্ষ্য নিয়ে ময়দানে নেমেছে ৷ কেন চারশো আসনে বিজেপি জিততে চায়, সেই ব্যাখ্যাও দিয়েছেন প্রধানমন্ত্রী ৷ জানিয়েছেন যে লোকসভায় এনডিএ-র সাংসদ যত বেশি হবে, তত উন্নয়নের কাজ তরান্বিত হবে ৷

আরও পড়ুন:

  1. ভয় পেয়ে আমেঠি থেকে রায়বরেলিতে পালিয়েছেন ‘শাহজাদা’, বর্ধমানের সভায় রাহুলের বিরুদ্ধে সরব মোদি
  2. ‘যোগ্য’ চাকরিহারাদের আইনি সাহায্য করবে বিজেপি, ঘোষণা মোদির
  3. ‘মহব্বত কি দুকান’-এ এখন ভুয়ো ভিডিয়ো বিক্রি হচ্ছে, মোদির নিশানায় কংগ্রেস
Last Updated : May 3, 2024, 2:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.