ETV Bharat / politics

'যে বাচ্চা জন্মায়নি তার নামেও জবকার্ড', 100 দিনের কাজে তৃণমূলকে বিঁধলেন মোদি

Narendra Modi Hits Back TMC: 100 দিনের কাজের প্রকল্পে অন্তত 25 লক্ষ ভুয়ো জব কার্ড বানিয়েছে রাজ্য সরকার। কৃষ্ণনগরের সভা থেকে তৃণমূল এবং রাজ্য সরকারকে তোপ দাগলেন নরেন্দ্র মোদি ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 2, 2024, 12:57 PM IST

Updated : Mar 2, 2024, 3:28 PM IST

কৃষ্ণনগর, 2 মার্চ: 100 দিনের কাজ নিয়ে বার বার সরব হয়েছেন তৃণমূলের নেতারা ৷ খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে ধরনাতেও বসেছিলেন ৷ এমনকী শেষ পর্যন্ত, কেন্দ্রের ঘাড়ে দোষ চাপিয়ে মমতা সাফ জানিয়ে দিয়েছেন, প্রায় 21 লক্ষ লোকের 100 দিনের প্রাপ্য সেই টাকা রাজ্য সরকারই মিটিয়ে দেবে ৷ সেই প্রসঙ্গে, এবার মুখ খুললেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ভুয়ো জব কার্ড তৈরি করে রাজ্যের শাসকদল 'মনরেগা'য় দুর্নীতি করছে বলে এবার সরাসরি অভিযোগ করলেন প্রধানমন্ত্রী ৷ একই সঙ্গে, ঠারেঠোরে তিনি এও বুঝিয়ে দিলেন 100 দিনের কাজের টাকা কেন্দ্র দেয়নি, তার মূল কারণই সেই ভুয়ো জব কার্ড ৷

শনিবার কৃষ্ণনগরের সভা থেকে তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে নরেন্দ্র মোদি বলেন, "কেন্দ্রের প্রকল্পের লাভ বা সুবিধা কে পাবে, তাও তৃণমূলের তোলাবাজরা ঠিক করে ৷ 100 দিনের কাজে 25 লক্ষ ভুয়ো জবকার্ড বানানো হয়েছিল ৷ যাদের জন্ম হয়নি তাদের নামেও কার্ড তৈরি হয়েছে। যে পয়সা গ্রামের গরিব শ্রমিকদের পাওয়ার কথা ছিল, তাও তৃণমূলের তোলাবাজরা লুট করেছে ৷"

এখানেই শেষ নয়, এদিন প্রধানমন্ত্রী বলেন, "এখানে তৃণমূল সরকার সব স্কিমকে স্ক্যামে পরিণত করে দিয়েছে ৷ স্কিমকে স্ক্যামে পরিণত করতে তৃণমূল মাস্টারি করেছে ৷ এরা গরিবের রেশন লুট করছে ৷ আগামী পাঁচ বছরে বিজেপি সরকার কর্মসংস্থানে নয়া দিশা তৈরি করবে ৷ যার লাভ পশ্চিমবঙ্গের মানুষও পাবে ৷ আর এর শুরু লোকসভা ভোট থেকেই শুরু করতে হবে ৷"

এদিন ছত্রে-ছত্রে তৃণমূলকে আক্রমণ করেন প্রধানমন্ত্রী ৷ তিনি বলেন, "পাটশিল্পকে তৃণমূল শেষ করে দিয়েছে রাজ্যে ৷ কেন্দ্র সরকার পাটের ব্যাগ বাধ্যতামূলক করেছে ৷ বাংলার সরকার এখানে চালু করতে দেয়নি ৷ কেন্দ্রের প্রকল্পের লাভ, সুবিধা কে পাবে তাও তৃণমূলের তোলাবাজরা ঠিক করে ৷ যে পয়সা গ্রামের গরিব শ্রমিকদের পাওয়ার কথা ছিল তাও তৃণমূলের তোলাবাজরা লুট করেছে ৷ এরা গরিবের রেশন লুট করছে ৷ বাংলার বিকাশ হবে, তবেই দেশের বিকাশ হবে ৷"

লোকসভা ভোটে টার্গেট বেঁধে দিয়ে মোদি বলেন, "তৃণমূল-এর অর্থ বদলে গিয়েছে ৷ এখন টিএমসি মানে তুমি-আমি-(কোরাপশন) দুর্নীতি আর দুর্নীতি ৷ কেন্দ্রীয় সরকার দরিদ্রদের 5 লক্ষ টাকার চিকিৎসা সহায়তা দেয়, কিন্তু টিএমসি সরকার এই কেন্দ্রীয় উদ্যোগ থেকে বাংলার মানুষকে উপকৃত হতে দেয় না। আমরা পশ্চিমবঙ্গের চিকিৎসা অবস্থার উন্নতির জন্য প্রচেষ্টা চালিয়েছি। 2014 সালের আগে, বাংলায় মাত্র 14টি সরকারি মেডিকেল কলেজ ছিল। গত 10 বছরে, সংখ্যাটি প্রায় দ্বিগুণ হয়ে 26-এ দাঁড়িয়েছে ৷"

আরও পড়ুন

বাংলায় মোদির বিয়াল্লিশই টার্গেট, মতুয়া এলাকায় সিএএ নিয়ে চুপ প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে সুকান্ত-শুভেন্দু, ভোটের গাইডলাইন বেঁধে দিলেন মোদি

কৃষ্ণনগর, 2 মার্চ: 100 দিনের কাজ নিয়ে বার বার সরব হয়েছেন তৃণমূলের নেতারা ৷ খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে ধরনাতেও বসেছিলেন ৷ এমনকী শেষ পর্যন্ত, কেন্দ্রের ঘাড়ে দোষ চাপিয়ে মমতা সাফ জানিয়ে দিয়েছেন, প্রায় 21 লক্ষ লোকের 100 দিনের প্রাপ্য সেই টাকা রাজ্য সরকারই মিটিয়ে দেবে ৷ সেই প্রসঙ্গে, এবার মুখ খুললেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ভুয়ো জব কার্ড তৈরি করে রাজ্যের শাসকদল 'মনরেগা'য় দুর্নীতি করছে বলে এবার সরাসরি অভিযোগ করলেন প্রধানমন্ত্রী ৷ একই সঙ্গে, ঠারেঠোরে তিনি এও বুঝিয়ে দিলেন 100 দিনের কাজের টাকা কেন্দ্র দেয়নি, তার মূল কারণই সেই ভুয়ো জব কার্ড ৷

শনিবার কৃষ্ণনগরের সভা থেকে তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে নরেন্দ্র মোদি বলেন, "কেন্দ্রের প্রকল্পের লাভ বা সুবিধা কে পাবে, তাও তৃণমূলের তোলাবাজরা ঠিক করে ৷ 100 দিনের কাজে 25 লক্ষ ভুয়ো জবকার্ড বানানো হয়েছিল ৷ যাদের জন্ম হয়নি তাদের নামেও কার্ড তৈরি হয়েছে। যে পয়সা গ্রামের গরিব শ্রমিকদের পাওয়ার কথা ছিল, তাও তৃণমূলের তোলাবাজরা লুট করেছে ৷"

এখানেই শেষ নয়, এদিন প্রধানমন্ত্রী বলেন, "এখানে তৃণমূল সরকার সব স্কিমকে স্ক্যামে পরিণত করে দিয়েছে ৷ স্কিমকে স্ক্যামে পরিণত করতে তৃণমূল মাস্টারি করেছে ৷ এরা গরিবের রেশন লুট করছে ৷ আগামী পাঁচ বছরে বিজেপি সরকার কর্মসংস্থানে নয়া দিশা তৈরি করবে ৷ যার লাভ পশ্চিমবঙ্গের মানুষও পাবে ৷ আর এর শুরু লোকসভা ভোট থেকেই শুরু করতে হবে ৷"

এদিন ছত্রে-ছত্রে তৃণমূলকে আক্রমণ করেন প্রধানমন্ত্রী ৷ তিনি বলেন, "পাটশিল্পকে তৃণমূল শেষ করে দিয়েছে রাজ্যে ৷ কেন্দ্র সরকার পাটের ব্যাগ বাধ্যতামূলক করেছে ৷ বাংলার সরকার এখানে চালু করতে দেয়নি ৷ কেন্দ্রের প্রকল্পের লাভ, সুবিধা কে পাবে তাও তৃণমূলের তোলাবাজরা ঠিক করে ৷ যে পয়সা গ্রামের গরিব শ্রমিকদের পাওয়ার কথা ছিল তাও তৃণমূলের তোলাবাজরা লুট করেছে ৷ এরা গরিবের রেশন লুট করছে ৷ বাংলার বিকাশ হবে, তবেই দেশের বিকাশ হবে ৷"

লোকসভা ভোটে টার্গেট বেঁধে দিয়ে মোদি বলেন, "তৃণমূল-এর অর্থ বদলে গিয়েছে ৷ এখন টিএমসি মানে তুমি-আমি-(কোরাপশন) দুর্নীতি আর দুর্নীতি ৷ কেন্দ্রীয় সরকার দরিদ্রদের 5 লক্ষ টাকার চিকিৎসা সহায়তা দেয়, কিন্তু টিএমসি সরকার এই কেন্দ্রীয় উদ্যোগ থেকে বাংলার মানুষকে উপকৃত হতে দেয় না। আমরা পশ্চিমবঙ্গের চিকিৎসা অবস্থার উন্নতির জন্য প্রচেষ্টা চালিয়েছি। 2014 সালের আগে, বাংলায় মাত্র 14টি সরকারি মেডিকেল কলেজ ছিল। গত 10 বছরে, সংখ্যাটি প্রায় দ্বিগুণ হয়ে 26-এ দাঁড়িয়েছে ৷"

আরও পড়ুন

বাংলায় মোদির বিয়াল্লিশই টার্গেট, মতুয়া এলাকায় সিএএ নিয়ে চুপ প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে সুকান্ত-শুভেন্দু, ভোটের গাইডলাইন বেঁধে দিলেন মোদি

Last Updated : Mar 2, 2024, 3:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.