কলকাতা, 22 ফেব্রুয়ারি: নবান্নে বৃহস্পতিবার কুরমি জনজাতিকে আবারও মিথ্যা প্রতিশ্রুতি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এমনটাই অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ৷ একই সঙ্গে, আগামী 26 ফেব্রুয়ারি জেলিয়াখালি যাওয়া থেকে তাঁকে রাজ্যের প্রশাসন আটকাতে চায় বলেও এদিন দাবি করেন শুভেন্দু ।
এদিন আবারও সন্দেশখালিতে 144 ধারা বাড়িয়ে আগামী 24 ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছে। এই বিষয় এদিন শুভেন্দু অধিকারী বলেন, "সোমবার জেলিয়াখালি দ্বীপে যাওয়ার কথা রয়েছে। সেখানে মানুষদের উপর অন্যায় অবিচার চলছে। তাই আগামী শনিবার পর্যন্ত জেলিয়াখালি দ্বীপেও 144 ধারা জারি রাখা হয়েছে।" তিনি দাবি করেন, "উদ্দেশ্যটা খুব পরিষ্কার, যাতে আগামী সোমবার জেলিয়াখালিতে যেতে না পারে বিজেপি তাই 144 ধারা আগামী 27 তারিখ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। যেহেতু সপ্তাহান্তে আদালত বন্ধ থাকে তাই এখন সেখানে আবেদন করাও সম্ভব নয়। তবে ওদের মনে রাখা উচিত বিগত দিনেও আমাকে আটকানো যায়নি। আগামীতেও যাবে না।"
এদিন বিরোধী দলনেতা অভিযোগের সুরে বলেন, "রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার সন্দেশখালিতে শেখ শাহজাহানকে ধরতে যাননি। উনি কীভাবে এবং কতখানি ডেমেজ কন্ট্রোল করতে হবে সেটাই দেখতে গিয়েছিলেন।" একই সঙ্গে, শিবু হাজরার ম্যানেজার নিতাই মণ্ডলের খোঁজে রাজীব কুমার জেলিয়াখালিতে গিয়েছিলেন বলেও দাবি করেন শুভেন্দু।
তিনি বলেন, "নিতাই মণ্ডলের খোঁজ পাওয়া যায়নি। তবে রাজিব কুমার বা মমতা বন্দ্যোপাধ্যায় শেখ শাহজাহানকে ধরতে চান না। কারণ শেখ শাহজাহান না-থাকলে নির্বাচন হবে না। এটাই আসল কারণ। যখন আইনের উপর থেকে মানুষের আস্থা উঠে যায় তখনই মানুষ আইন নিজের হাতে তুলে নেয়। শুধু সন্দেশ খালিতেই নয় সর্বত্র মানুষ জোট বাঁধছে। নিজেরাই রুখে দাঁড়াবে এবার।"
এর পাশাপাশি এদিন নবান্নে কুরমি সম্প্রদায়ের প্রধানদের সঙ্গে বৈঠক নিয়ে শুভেন্দু অধিকারী বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সালের নির্বাচনের আগে একদিকে কুরমি সমাজ অন্যদিকে রাজ্যের অধিবাসী সমাজকে একে অপরের বিরুদ্ধে উত্তেজিত করেছিলেন। নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায় কুরমি সমাজের নেতৃত্বকে ডেকেছিলেন। তাঁদের আবারও মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছেন এবং ভুল তথ্য দিয়েছেন।"
তিনি আরও বলেন, "কেন কুরমি সামাজকে তপশিলি উপজাতির তকমা দিতে হবে সেই বিষয় রাজ্যের থেকে তথ্য জানতে চেয়েছিল কেন্দ্র। কিন্তু রাজ্য থেকে সেই তথ্য কেন্দ্রকে দেয়নি। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে একদিকে কুরমি সমাজের ভোট নিতে হবে অন্যদিকে জনজাতির ভোটও নিতে হবে।"
এদিন সন্দেশখালিতে সুকান্ত মজুমদারকে আটক করা নিয়ে শুভেন্দু অধিকারী বলেন, "144 ধারা মেনে এবং পুলিশের অনুমতি নিয়েই তিনি আজ সন্দেশখালি গিয়েছিলেন। তিনি একজন সাংসদয তাই ওখানে পুলিশের উচিত ছিল ওঁর সঙ্গে কথা বলা। ওঁকে অনুরোধ করা ৷ কিন্তু যেভাবে তাঁকে টেনে হিঁচড়ে ওখান থেকে সরানো হয়েছে তাতে প্রমাণ হয়েছে যে এখন ভক্ষকের রক্ষক হচ্ছে পুলিশ ৷" অন্যদিকে এদিন সন্দেশখালি থেকে ফিরে রাজভবনে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।
আরও পড়ুন
তিনদিন পরও কেউ এল না রাজভবনের সেফ হোমে, তরজায় শাসক-বিরোধী
সন্দেশখালি থানার অবস্থান থেকে টেনে-হিঁচড়ে সরিয়ে গ্রেফতার করা হল সুকান্তকে
'সন্দেশখালির নির্যাতিতাদের প্রধানমন্ত্রীর মুখোমুখি বসানো হবে', দাবি সুকান্ত মজুমদারের