ETV Bharat / politics

বিজেপিকে ‘টাইট’ দিতে ‘পলিটিক্যাল ফাইট’ করতে পারে একমাত্র তৃণমূল, মমতার নিশানায় সিপিএম-কংগ্রেস

Mamata Banerjee: বুধবার মালদায় প্রশাসনিক সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ সেই সভার মঞ্চ থেকে তিনি নিশানা করেন সিপিএম ও কংগ্রেসকে ৷ পাশাপাশি দাবি করলেন যে একমাত্র তৃণমূলই বিজেপির বিরুদ্ধে লড়তে পারে ৷

Mamata Banerjee
Mamata Banerjee
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 31, 2024, 1:12 PM IST

Updated : Jan 31, 2024, 2:20 PM IST

মালদা, 31 জানুয়ারি: মালদা বরাবর কংগ্রেসের শক্তঘাঁটি বলে পরিচিত ছিল ৷ তাছাড়া বামেদেরও প্রভাব একটা সময় পর্যন্ত সেখানে ছিল ৷ বুধবার মালদায় প্রশাসনিক সভার মঞ্চ থেকে সেই বাম ও কংগ্রেসকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর অভিযোগ, সিপিএম ও কংগ্রেস বিজেপির হাত শক্ত করার জন্য লড়াই করে ৷ কিন্তু বিজেপির বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা আছে একমাত্র তৃণমূল কংগ্রেসের রয়েছে ৷

গত রবিবার থেকে উত্তরবঙ্গ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কোচবিহার থেকে একের পর এক জেলায় সভা করছেন তিনি ৷ বুধবার তিনি রয়েছেন মালদায় ৷ সেখানে পদযাত্রা করেন তিনি ৷ পরে প্রশাসনিক সভায় অংশগ্রহণ করেন তিনি ৷ সেই সভা থেকে একাধিক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেন তিনি ৷

ওই প্রশাসনিক সভার মঞ্চ থেকেই তিনি একসুরে বিজেপি, কংগ্রেস ও সিপিএমকে নিশানা করেন ৷ মালদায় যে একসময় কংগ্রেস শক্তিশালী ছিল এবং সেই কারণে মালদার মানুষ কংগ্রেসকে বারবার ভোট দিয়েছে, সেই প্রসঙ্গও উঠে আসে মুখ্যমন্ত্রীর ভাষণে ৷ তিনি জানতে চান, ‘‘পর পর দু’টো সিটে কংগ্রেস জিতেছে ৷ বারবার জিতেছে ৷ আপনাদের জন্য কী করেছে ?’

উল্লেখ্য, মালদার রাজনীতিতে কংগ্রেসের প্রয়াত নেতা বরকত গণি খান চৌধুরীর প্রভাব অপরিসীম ছিল একটা সময় ৷ সেই প্রসঙ্গও এ দিন উঠে আসে মুখ্যমন্ত্রীর বক্তব্যে ৷ তিনি বলেন, ‘‘বরকতদা যখন ছিলেন একটা গৌর ভবন করেছিলেন, সেই গৌরভবনের সিরিয়াস সিচুয়েশন ৷’’

এর পর সরাসরি একসুরে সিপিএম ও কংগ্রেসকে আক্রমণ করেন তিনি ৷ মমতা বলেন, ওরা (কংগ্রেস) সিপিএমের সঙ্গে লড়বে বিজেপির হাত শক্ত করার জন্য ৷’’ তার পর তিনি জানান যে বিজেপির বিরুদ্ধে একমাত্র লড়াই করতে পারে তৃণমূল ৷ মুখ্যমন্ত্রী বলেন, ‘‘বিজেপিকে টাইট দিতে গেলে পলিটিক্যাল ফাইট আমরাই করতে পারব ৷ অন্য কেউ করতে পারবে না ৷’’

এ দিন আরও একাধিক ইস্যুতে মুখ্য়মন্ত্রী আক্রমণ করেন বিজেপি ও কেন্দ্রীয় সরকারকে ৷ গঙ্গা ভাঙন রোধে কেন্দ্র কোনও পদক্ষেপ করে না বলে তিনি অভিযোগ করেন ৷ বিজেপিকে নিশানা করে তিনি আরও বলেন, ‘‘যারা দেশকে পথ দেখাতে পারে না, তারা অপপ্রচার করে, কুৎসা করে, বড় বড় কথা বলে ৷ যারা পথ দেখায় কাজ করে দেখায় ৷ আমরা কাজ করে দেখাই ৷’’

বিজেপির বিরুদ্ধে ইতিহাস বিকৃত করে দেওয়ার অভিযোগও তিনি করেন ৷ পাশাপাশি বিএসএফ সীমান্ত এলাকায় ইনার লাইন পারমিট দিতে চাইছে বলে তিনি অভিযোগ করেন ৷ সেই কার্ড যাতে কেউ না নেন, সেই বিষয়ে সাবধানবাণী শোনান তিনি ৷ মমতার অভিযোগ, ওই কার্ড নিলে এনআরসি-তে নাম বাদ চলে যাবে ৷

আরও পড়ুন:

  1. মালদার দু’টি আসন দিতে চেয়েছিলাম, কিন্তু কংগ্রেসের অনেক চাই, বললেন মমতা
  2. অধীরের জন্যই রাহুলের ন্যায় যাত্রায় বাধা সৃষ্টি, তৃণমূল বললেই সরে দাঁড়ানোর চ্যালেঞ্জ বহরমপুরের সাংসদের
  3. মধ্যপ্রদেশ-রাজস্থানে ক্ষমতায় এসে মাছ-মাংস-ডিম খাওয়া বন্ধ করে দিয়েছে বিজেপি, অভিযোগ মমতার

মালদা, 31 জানুয়ারি: মালদা বরাবর কংগ্রেসের শক্তঘাঁটি বলে পরিচিত ছিল ৷ তাছাড়া বামেদেরও প্রভাব একটা সময় পর্যন্ত সেখানে ছিল ৷ বুধবার মালদায় প্রশাসনিক সভার মঞ্চ থেকে সেই বাম ও কংগ্রেসকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর অভিযোগ, সিপিএম ও কংগ্রেস বিজেপির হাত শক্ত করার জন্য লড়াই করে ৷ কিন্তু বিজেপির বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা আছে একমাত্র তৃণমূল কংগ্রেসের রয়েছে ৷

গত রবিবার থেকে উত্তরবঙ্গ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কোচবিহার থেকে একের পর এক জেলায় সভা করছেন তিনি ৷ বুধবার তিনি রয়েছেন মালদায় ৷ সেখানে পদযাত্রা করেন তিনি ৷ পরে প্রশাসনিক সভায় অংশগ্রহণ করেন তিনি ৷ সেই সভা থেকে একাধিক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেন তিনি ৷

ওই প্রশাসনিক সভার মঞ্চ থেকেই তিনি একসুরে বিজেপি, কংগ্রেস ও সিপিএমকে নিশানা করেন ৷ মালদায় যে একসময় কংগ্রেস শক্তিশালী ছিল এবং সেই কারণে মালদার মানুষ কংগ্রেসকে বারবার ভোট দিয়েছে, সেই প্রসঙ্গও উঠে আসে মুখ্যমন্ত্রীর ভাষণে ৷ তিনি জানতে চান, ‘‘পর পর দু’টো সিটে কংগ্রেস জিতেছে ৷ বারবার জিতেছে ৷ আপনাদের জন্য কী করেছে ?’

উল্লেখ্য, মালদার রাজনীতিতে কংগ্রেসের প্রয়াত নেতা বরকত গণি খান চৌধুরীর প্রভাব অপরিসীম ছিল একটা সময় ৷ সেই প্রসঙ্গও এ দিন উঠে আসে মুখ্যমন্ত্রীর বক্তব্যে ৷ তিনি বলেন, ‘‘বরকতদা যখন ছিলেন একটা গৌর ভবন করেছিলেন, সেই গৌরভবনের সিরিয়াস সিচুয়েশন ৷’’

এর পর সরাসরি একসুরে সিপিএম ও কংগ্রেসকে আক্রমণ করেন তিনি ৷ মমতা বলেন, ওরা (কংগ্রেস) সিপিএমের সঙ্গে লড়বে বিজেপির হাত শক্ত করার জন্য ৷’’ তার পর তিনি জানান যে বিজেপির বিরুদ্ধে একমাত্র লড়াই করতে পারে তৃণমূল ৷ মুখ্যমন্ত্রী বলেন, ‘‘বিজেপিকে টাইট দিতে গেলে পলিটিক্যাল ফাইট আমরাই করতে পারব ৷ অন্য কেউ করতে পারবে না ৷’’

এ দিন আরও একাধিক ইস্যুতে মুখ্য়মন্ত্রী আক্রমণ করেন বিজেপি ও কেন্দ্রীয় সরকারকে ৷ গঙ্গা ভাঙন রোধে কেন্দ্র কোনও পদক্ষেপ করে না বলে তিনি অভিযোগ করেন ৷ বিজেপিকে নিশানা করে তিনি আরও বলেন, ‘‘যারা দেশকে পথ দেখাতে পারে না, তারা অপপ্রচার করে, কুৎসা করে, বড় বড় কথা বলে ৷ যারা পথ দেখায় কাজ করে দেখায় ৷ আমরা কাজ করে দেখাই ৷’’

বিজেপির বিরুদ্ধে ইতিহাস বিকৃত করে দেওয়ার অভিযোগও তিনি করেন ৷ পাশাপাশি বিএসএফ সীমান্ত এলাকায় ইনার লাইন পারমিট দিতে চাইছে বলে তিনি অভিযোগ করেন ৷ সেই কার্ড যাতে কেউ না নেন, সেই বিষয়ে সাবধানবাণী শোনান তিনি ৷ মমতার অভিযোগ, ওই কার্ড নিলে এনআরসি-তে নাম বাদ চলে যাবে ৷

আরও পড়ুন:

  1. মালদার দু’টি আসন দিতে চেয়েছিলাম, কিন্তু কংগ্রেসের অনেক চাই, বললেন মমতা
  2. অধীরের জন্যই রাহুলের ন্যায় যাত্রায় বাধা সৃষ্টি, তৃণমূল বললেই সরে দাঁড়ানোর চ্যালেঞ্জ বহরমপুরের সাংসদের
  3. মধ্যপ্রদেশ-রাজস্থানে ক্ষমতায় এসে মাছ-মাংস-ডিম খাওয়া বন্ধ করে দিয়েছে বিজেপি, অভিযোগ মমতার
Last Updated : Jan 31, 2024, 2:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.