ETV Bharat / politics

বিজেপি কর্মী খুন নিয়ে হিরণকে পালটা কটাক্ষ কুণালের - Kunal Ghosh taunts Hiran - KUNAL GHOSH TAUNTS HIRAN

Kunal Ghosh taunts BJP candidate Hiran: পিংলা নিয়ে হিরণের বক্তব্যের পালটা দিলেন কুণাল ৷ দেবের সঙ্গে পাল্লা দিতে না পেরেই এসব বলছেন বিজেপি প্রার্থী, এমনটাই কটাক্ষ করেন কুণাল ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 24, 2024, 11:02 PM IST

কলকাতা, 24 মার্চ: "রিল এবং রিয়েল কোনও লাইফেই দেবের সঙ্গে পাল্লা দিতে পারছে না হিরণ। তাই হতাশা থেকে উলটোপালটা বলছেন ঘাটালের বিজেপি প্রার্থী।" রবিবার এভাবেই বিজেপি প্রার্থী হিরণের দেবকে নিয়ে তোলা যাবতীয় অভিযোগের জবাব দিলেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। নির্বাচনের আবহে পিংলায় বিজেপি কর্মী খুন নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি।

এদিন প্রয়াত বিজেপি কর্মীর বাড়িতে গিয়েছিলেন হিরণ। সেখানে গিয়ে এই ঘটনার জন্য দেবকে কড়া ভাষায় আক্রমণও করেন তিনি। সরাসরি এই ঘটনায় দেবের যুক্ত থাকার অভিযোগও করেছেন অভিনেতা তথা বিজেপি প্রার্থী। যদিও এই নিয়ে পালটা কোনও জবাব দেননি তৃণমূল কংগ্রেসের প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব। তাঁর হয়ে জবাব দিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

এদিন সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে এই প্রসঙ্গে কুনাল ঘোষ বলেন, "দেবের নাম শুনলেই হিরণ কেমন যেন রেগে যায় ! হতে পারে ওটা ওদের কোনও পেশাগত সমস্যা রয়েছে। তবে এটা কোনও কথা হলো, একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে তার সঙ্গে তৃণমূল কংগ্রেসকে জড়ানো তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে জড়ানো ! রিল লাইফে হিরন দেবকে পাল্লা দিতে পারেননি। রিয়েল লাইফেও পারছেন না। আমি গভীরভাবে সহানুভূতি এবং সহমর্মিতা প্রকাশ করছি ওই পরিবারের প্রতি। এর সঙ্গে তৃণমূলের কোনও যোগাযোগ নেই। ভালো বিজেপি, খারাপ বিজেপি, সুস্থ বিজেপি আর সন্ধ্যের পরে মাতাল বিজেপি এই লিস্টগুলো নিজের কাছে রাখলেই এর সঙ্গে কারা যুক্ত বুঝে যাবেন বিজেপি প্রার্থী।"

ঠিক কী বলেছিলেন হিরন ? এদিন পিংলায় প্রয়াত বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে তিনি বলেন, "যত বড় বড় নেতা আছে এই জেলার, সবাইকে সিবিআই-এর জালে আমরা ধরব। বাংলার মা-বোনেরা লাঠি, ঝাঁটা হাতে নিয়ে এর বিরুদ্ধে রুখে দাঁড়ান। না হলে এই দলদাস পুলিশকে আটকানো যাবে না।" তিনি আরও বলেন, "দীপক অধিকারীর হাতে রক্ত। চিনুন আপনাদের ফিল্মস্টারকে। দেখুন কীভাবে বোমা-গুলি-খুনের রাজনীতি করেন তিনি।"
এদিন এরই পালটা জবাব দিলেন কুণাল ঘোষ ৷

কলকাতা, 24 মার্চ: "রিল এবং রিয়েল কোনও লাইফেই দেবের সঙ্গে পাল্লা দিতে পারছে না হিরণ। তাই হতাশা থেকে উলটোপালটা বলছেন ঘাটালের বিজেপি প্রার্থী।" রবিবার এভাবেই বিজেপি প্রার্থী হিরণের দেবকে নিয়ে তোলা যাবতীয় অভিযোগের জবাব দিলেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। নির্বাচনের আবহে পিংলায় বিজেপি কর্মী খুন নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি।

এদিন প্রয়াত বিজেপি কর্মীর বাড়িতে গিয়েছিলেন হিরণ। সেখানে গিয়ে এই ঘটনার জন্য দেবকে কড়া ভাষায় আক্রমণও করেন তিনি। সরাসরি এই ঘটনায় দেবের যুক্ত থাকার অভিযোগও করেছেন অভিনেতা তথা বিজেপি প্রার্থী। যদিও এই নিয়ে পালটা কোনও জবাব দেননি তৃণমূল কংগ্রেসের প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব। তাঁর হয়ে জবাব দিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

এদিন সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে এই প্রসঙ্গে কুনাল ঘোষ বলেন, "দেবের নাম শুনলেই হিরণ কেমন যেন রেগে যায় ! হতে পারে ওটা ওদের কোনও পেশাগত সমস্যা রয়েছে। তবে এটা কোনও কথা হলো, একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে তার সঙ্গে তৃণমূল কংগ্রেসকে জড়ানো তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে জড়ানো ! রিল লাইফে হিরন দেবকে পাল্লা দিতে পারেননি। রিয়েল লাইফেও পারছেন না। আমি গভীরভাবে সহানুভূতি এবং সহমর্মিতা প্রকাশ করছি ওই পরিবারের প্রতি। এর সঙ্গে তৃণমূলের কোনও যোগাযোগ নেই। ভালো বিজেপি, খারাপ বিজেপি, সুস্থ বিজেপি আর সন্ধ্যের পরে মাতাল বিজেপি এই লিস্টগুলো নিজের কাছে রাখলেই এর সঙ্গে কারা যুক্ত বুঝে যাবেন বিজেপি প্রার্থী।"

ঠিক কী বলেছিলেন হিরন ? এদিন পিংলায় প্রয়াত বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে তিনি বলেন, "যত বড় বড় নেতা আছে এই জেলার, সবাইকে সিবিআই-এর জালে আমরা ধরব। বাংলার মা-বোনেরা লাঠি, ঝাঁটা হাতে নিয়ে এর বিরুদ্ধে রুখে দাঁড়ান। না হলে এই দলদাস পুলিশকে আটকানো যাবে না।" তিনি আরও বলেন, "দীপক অধিকারীর হাতে রক্ত। চিনুন আপনাদের ফিল্মস্টারকে। দেখুন কীভাবে বোমা-গুলি-খুনের রাজনীতি করেন তিনি।"
এদিন এরই পালটা জবাব দিলেন কুণাল ঘোষ ৷

আরও পড়ুন

হিরণকে নিয়ে আর কোনও প্রশ্ন নয়, প্রচারে 'সাফ কথা' দেবের

প্রচারে জমজমাট ঘাটাল, দেবের হাসির উত্তরে হিরণের 'তোমার দেখা নাই রে'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.