ETV Bharat / politics

নিজের গড় বাঁচাতে ভোটের মুখে এনআইএ দিয়ে ষড়যন্ত্র করছেন শুভেন্দু, বিস্ফোরক দাবি কুণালের - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Kunal Ghosh slams Suvendu Adhikari: পূর্ব মেদিনীপুরের দু’টি আসন রক্ষা করতে ভোটের মুখে এনআইএ’কে দিয়ে ষড়যন্ত্র করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ এমনই বিস্ফোরক অভিযোগ করলেন কুণাল ঘোষ ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 28, 2024, 4:40 PM IST

কলকাতা, 28 মার্চ: পূর্ব মেদিনীপুরের আসন রক্ষায় ভোটের মুখে এনআইএ’কে দিয়ে ষড়যন্ত্র করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ এমনই বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূল সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ৷

ভোটের মুখে পূর্ব মেদিনীপুর জেলার একাধিক তৃণমূল নেতা-কর্মীকে নোটিশ পাঠাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। পায়ের তলায় মাটি সরে যাচ্ছে। পূর্ব মেদিনীপুরের দু’টি আসন কাঁথি ও তমলুকের হার বাঁচাতেই এনআইএ’কে দিয়ে বড় ধরনের ষড়যন্ত্র করছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ ভিডিয়ো বার্তা পোস্ট করে এমনই বিস্ফোরক দাবি করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।

পূর্ব মেদিনীপুর জেলার ভূপতি নগর এলাকায় বিস্ফোরণে তিনজনের মৃত্যু হয়েছিল। ঘটনাটি ঘটেছিল 2022 সালে ডিসেম্বর মাসে। সেই ঘটনার তদন্তভার গ্রহণ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। এবার সেই ঘটনায় লোকসভা ভোটের মুখে তৃণমূল নেতা-কর্মীদের বিরুদ্ধে নোটিশ ইস্যু করা হয়েছে। এই ঘটনায় এবার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেই তোপ দাগলেন কুণাল ঘোষ।

এদিন কুণাল বলেন, "পূর্ব মেদিনীপুর জেলায় বিজেপির পায়ের তলায় মাটি সরে যাচ্ছে। হার নিশ্চিত জেনে বড় ষড়যন্ত্র করছে। তৃণমূল কংগ্রেস কর্মী-নেতাদের এই ভোটের মুখে নতুন করে এনআইএ নোটিশ পাঠানো শুরু হয়েছে। অর্থাৎ এনআইএ-কে দিয়ে তলব করে ভয় দেখিয়ে চাপ দিয়ে গ্রেফতার করে ভোটের আগে ময়দান ফাঁকা করার চেষ্টা করছে। একটি থানার ওদিকে দায়িত্ব দিয়ে বলা হয়েছে নির্দিষ্ট ব্যাক্তিদের কাছে নোটিশ পাঠানোর জন্য। এর পর কুণাল দাবি করে, গোটাটা ভোটের লক্ষ্যে চক্রান্ত। তাঁর বার্তা, আমাদের শীর্ষ নেতৃত্ব বিষয়টি দেখছেন। আমাদের কোনও নেতা-কর্মী এই নোটিশে সারা দিয়ে যাবে না। কারণ এটা রাজনীতির জন্য করছে। আমরা আইনি পথে লড়াই করব। শুভেন্দু পায়ের তলায় মাটি সরছে। বিজেপি ডিউটি আসন হারছে তৃণমূল জিতছে। তাই মরিয়া চেষ্টা করছে এলাকা ফাঁকা করতে।

আরও পড়ুন

  1. কৃষ্ণনগরে নির্বাচনী প্রচারে ব্যস্ত! দিল্লিতে ইডি হাজিরা দিলেন না মহুয়া
  2. মুখ্যমন্ত্রীর উদ্দেশে কুরুচিকর মন্তব্য, দিলীপের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের

কলকাতা, 28 মার্চ: পূর্ব মেদিনীপুরের আসন রক্ষায় ভোটের মুখে এনআইএ’কে দিয়ে ষড়যন্ত্র করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ এমনই বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূল সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ৷

ভোটের মুখে পূর্ব মেদিনীপুর জেলার একাধিক তৃণমূল নেতা-কর্মীকে নোটিশ পাঠাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। পায়ের তলায় মাটি সরে যাচ্ছে। পূর্ব মেদিনীপুরের দু’টি আসন কাঁথি ও তমলুকের হার বাঁচাতেই এনআইএ’কে দিয়ে বড় ধরনের ষড়যন্ত্র করছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ ভিডিয়ো বার্তা পোস্ট করে এমনই বিস্ফোরক দাবি করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।

পূর্ব মেদিনীপুর জেলার ভূপতি নগর এলাকায় বিস্ফোরণে তিনজনের মৃত্যু হয়েছিল। ঘটনাটি ঘটেছিল 2022 সালে ডিসেম্বর মাসে। সেই ঘটনার তদন্তভার গ্রহণ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। এবার সেই ঘটনায় লোকসভা ভোটের মুখে তৃণমূল নেতা-কর্মীদের বিরুদ্ধে নোটিশ ইস্যু করা হয়েছে। এই ঘটনায় এবার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেই তোপ দাগলেন কুণাল ঘোষ।

এদিন কুণাল বলেন, "পূর্ব মেদিনীপুর জেলায় বিজেপির পায়ের তলায় মাটি সরে যাচ্ছে। হার নিশ্চিত জেনে বড় ষড়যন্ত্র করছে। তৃণমূল কংগ্রেস কর্মী-নেতাদের এই ভোটের মুখে নতুন করে এনআইএ নোটিশ পাঠানো শুরু হয়েছে। অর্থাৎ এনআইএ-কে দিয়ে তলব করে ভয় দেখিয়ে চাপ দিয়ে গ্রেফতার করে ভোটের আগে ময়দান ফাঁকা করার চেষ্টা করছে। একটি থানার ওদিকে দায়িত্ব দিয়ে বলা হয়েছে নির্দিষ্ট ব্যাক্তিদের কাছে নোটিশ পাঠানোর জন্য। এর পর কুণাল দাবি করে, গোটাটা ভোটের লক্ষ্যে চক্রান্ত। তাঁর বার্তা, আমাদের শীর্ষ নেতৃত্ব বিষয়টি দেখছেন। আমাদের কোনও নেতা-কর্মী এই নোটিশে সারা দিয়ে যাবে না। কারণ এটা রাজনীতির জন্য করছে। আমরা আইনি পথে লড়াই করব। শুভেন্দু পায়ের তলায় মাটি সরছে। বিজেপি ডিউটি আসন হারছে তৃণমূল জিতছে। তাই মরিয়া চেষ্টা করছে এলাকা ফাঁকা করতে।

আরও পড়ুন

  1. কৃষ্ণনগরে নির্বাচনী প্রচারে ব্যস্ত! দিল্লিতে ইডি হাজিরা দিলেন না মহুয়া
  2. মুখ্যমন্ত্রীর উদ্দেশে কুরুচিকর মন্তব্য, দিলীপের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.