দুর্গাপুর, 21 ফেব্রুয়ারি: খালিস্তানি মন্তব্য বিতর্কে তদন্ত চাইলেন বর্ধমান-দুর্গাপুরের সাংসদ বিজেপির সুরিন্দর সিং আলুওয়ালিয়া ৷ পাশাপাশি তিনি জানিয়েছেন যে বিজেপি নেতৃত্বের কেউ এমন মন্তব্য করেননি ৷ বরং পুরো বিষয়টিকেই তিনি তৃণমূল কংগ্রেসের ষড়যন্ত্র বলে ব্যাখ্যা করেছেন ৷
উল্লেখ্য, সন্দেশখালিতে যাওয়ার পথে মঙ্গলবার ধামাখালিতে বাধাপ্রাপ্ত হয়েছিলেন বিজেপি নেতারা ৷ অভিযোগ, সেই সময় বিজেপির তরফে এক পুলিশ আধিকারিক জসপ্রীত সিংকে ‘খালিস্তানি’ বলা হয়েছে ৷ এই নিয়ে হইচই পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে ৷ পুলিশের তরফে আইনি পদক্ষেপের কথা বলা হয়েছে ৷ পালটা চ্যালেঞ্জ ছুঁড়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও ৷ রাজ্যের বিভিন্ন জায়গায় শিখ ধর্মের মানুষকে প্রতিবাদ করতেও দেখা গিয়েছে ৷
এই নিয়ে বিজেপি সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া বলেন, "বিজেপির কোনও নেতৃত্ব এই ধরনের মন্ত্রব্য করেনি । কোনও মূর্খ লোক এই ধরনের মন্তব্য করেছে । আর মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেল করে মানুষকে বিভ্রান্ত করতে বিজেপিকে দোষারোপ করছেন । সন্দেশখালির নির্যাতিত মহিলাদের পাশে থেকে আন্দোলন করছেন সেই জন্যই শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পালের নামে কুৎসা রটানো হচ্ছে ।"
অন্যদিকে অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয় আসানসোলে । দুর্গাপুরে বুধবার শিখ ধর্মের মানুষেরা 19 নম্বর জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন । শিখ নেতা তেজেন্দর সিং দাবি করেন, "অগ্রিমিত্রা পাল, শুভেন্দু অধিকারী যতক্ষণ পর্যন্ত না নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করছেন, ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে । সাংসদ সুরিন্দর সিং আহলুওয়ালিয়া এই এই বিষয়ে চুপ করে বসে আছেন । তিনিও কোন কিছুই বলেননি এই বিষয়ে ।"
এর পরই নিজের বাড়িতে সাংবাদিকদের মুখোমুখি হন বর্ধমান-দুর্গাপুরের সাংসদ ৷ সেখানেই তিনি এই ঘটনা নিয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরব হন ৷ তাঁর দাবি, সন্দেশখালির ভয়াবহ ঘটনাকে চাপা দিতেই এটা তৃণমূল কংগ্রেসের নয়া কৌশল ৷
আরও পড়ুন: