ETV Bharat / politics

খালিস্তানি মন্তব্য বিতর্কে তদন্ত চাইলেন বিজেপি সাংসদ এসএস আলুওয়ালিয়া

Khalistani Comment Controversy: খালিস্তানি মন্তব্য নিয়ে হইচই পড়েছে রাজ্য রাজনীতিতে ৷ সমালোচনায় সরব তৃণমূল ৷ পালটা চ্যালেঞ্জ ছুঁড়ছে বিজেপিও ৷ এই পরিস্থিতি এই ঘটনার প্রকৃত তদন্ত চাইলেন বর্ধমান-দুর্গাপুরের সাংসদ বিজেপির এসএস আলুওয়ালিয়া ৷

SS Ahluwalia
SS Ahluwalia
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 21, 2024, 7:43 PM IST

Updated : Feb 21, 2024, 8:27 PM IST

খালিস্তানি মন্তব্য বিতর্কে প্রতিক্রিয়া বিজেপি সাংসদ এসএস আলুওয়ালিয়ার

দুর্গাপুর, 21 ফেব্রুয়ারি: খালিস্তানি মন্তব্য বিতর্কে তদন্ত চাইলেন বর্ধমান-দুর্গাপুরের সাংসদ বিজেপির সুরিন্দর সিং আলুওয়ালিয়া ৷ পাশাপাশি তিনি জানিয়েছেন যে বিজেপি নেতৃত্বের কেউ এমন মন্তব্য করেননি ৷ বরং পুরো বিষয়টিকেই তিনি তৃণমূল কংগ্রেসের ষড়যন্ত্র বলে ব্যাখ্যা করেছেন ৷

উল্লেখ্য, সন্দেশখালিতে যাওয়ার পথে মঙ্গলবার ধামাখালিতে বাধাপ্রাপ্ত হয়েছিলেন বিজেপি নেতারা ৷ অভিযোগ, সেই সময় বিজেপির তরফে এক পুলিশ আধিকারিক জসপ্রীত সিংকে ‘খালিস্তানি’ বলা হয়েছে ৷ এই নিয়ে হইচই পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে ৷ পুলিশের তরফে আইনি পদক্ষেপের কথা বলা হয়েছে ৷ পালটা চ্যালেঞ্জ ছুঁড়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও ৷ রাজ্যের বিভিন্ন জায়গায় শিখ ধর্মের মানুষকে প্রতিবাদ করতেও দেখা গিয়েছে ৷

এই নিয়ে বিজেপি সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া বলেন, "বিজেপির কোনও নেতৃত্ব এই ধরনের মন্ত্রব্য করেনি । কোনও মূর্খ লোক এই ধরনের মন্তব্য করেছে । আর মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেল করে মানুষকে বিভ্রান্ত করতে বিজেপিকে দোষারোপ করছেন । সন্দেশখালির নির্যাতিত মহিলাদের পাশে থেকে আন্দোলন করছেন সেই জন্যই শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পালের নামে কুৎসা রটানো হচ্ছে ।"

অন্যদিকে অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয় আসানসোলে । দুর্গাপুরে বুধবার শিখ ধর্মের মানুষেরা 19 নম্বর জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন । শিখ নেতা তেজেন্দর সিং দাবি করেন, "অগ্রিমিত্রা পাল, শুভেন্দু অধিকারী যতক্ষণ পর্যন্ত না নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করছেন, ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে । সাংসদ সুরিন্দর সিং আহলুওয়ালিয়া এই এই বিষয়ে চুপ করে বসে আছেন । তিনিও কোন কিছুই বলেননি এই বিষয়ে ।"

এর পরই নিজের বাড়িতে সাংবাদিকদের মুখোমুখি হন বর্ধমান-দুর্গাপুরের সাংসদ ৷ সেখানেই তিনি এই ঘটনা নিয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরব হন ৷ তাঁর দাবি, সন্দেশখালির ভয়াবহ ঘটনাকে চাপা দিতেই এটা তৃণমূল কংগ্রেসের নয়া কৌশল ৷

আরও পড়ুন:

  1. পাগড়িধারী আইপিএসকে 'খালিস্তানি' মন্তব্যে শুভেন্দুদের বিরুদ্ধে সরব তৃণমূল নেতৃত্ব থেকে রাহুল গান্ধি
  2. খালিস্তানি মন্তব্যের নিন্দা অধীরের, বিজেপির ক্ষমা চাওয়া উচিত বলে মনে করেন বহরমপুরের সাংসদ
  3. 'শুভেন্দুকে শিখদের কাছে ক্ষমা চাইতে হবে', অগ্নিমিত্রার বাড়ির বাইরে বিক্ষোভ গুরুদ্বারা প্রবন্ধক কমিটির

খালিস্তানি মন্তব্য বিতর্কে প্রতিক্রিয়া বিজেপি সাংসদ এসএস আলুওয়ালিয়ার

দুর্গাপুর, 21 ফেব্রুয়ারি: খালিস্তানি মন্তব্য বিতর্কে তদন্ত চাইলেন বর্ধমান-দুর্গাপুরের সাংসদ বিজেপির সুরিন্দর সিং আলুওয়ালিয়া ৷ পাশাপাশি তিনি জানিয়েছেন যে বিজেপি নেতৃত্বের কেউ এমন মন্তব্য করেননি ৷ বরং পুরো বিষয়টিকেই তিনি তৃণমূল কংগ্রেসের ষড়যন্ত্র বলে ব্যাখ্যা করেছেন ৷

উল্লেখ্য, সন্দেশখালিতে যাওয়ার পথে মঙ্গলবার ধামাখালিতে বাধাপ্রাপ্ত হয়েছিলেন বিজেপি নেতারা ৷ অভিযোগ, সেই সময় বিজেপির তরফে এক পুলিশ আধিকারিক জসপ্রীত সিংকে ‘খালিস্তানি’ বলা হয়েছে ৷ এই নিয়ে হইচই পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে ৷ পুলিশের তরফে আইনি পদক্ষেপের কথা বলা হয়েছে ৷ পালটা চ্যালেঞ্জ ছুঁড়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও ৷ রাজ্যের বিভিন্ন জায়গায় শিখ ধর্মের মানুষকে প্রতিবাদ করতেও দেখা গিয়েছে ৷

এই নিয়ে বিজেপি সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া বলেন, "বিজেপির কোনও নেতৃত্ব এই ধরনের মন্ত্রব্য করেনি । কোনও মূর্খ লোক এই ধরনের মন্তব্য করেছে । আর মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেল করে মানুষকে বিভ্রান্ত করতে বিজেপিকে দোষারোপ করছেন । সন্দেশখালির নির্যাতিত মহিলাদের পাশে থেকে আন্দোলন করছেন সেই জন্যই শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পালের নামে কুৎসা রটানো হচ্ছে ।"

অন্যদিকে অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয় আসানসোলে । দুর্গাপুরে বুধবার শিখ ধর্মের মানুষেরা 19 নম্বর জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন । শিখ নেতা তেজেন্দর সিং দাবি করেন, "অগ্রিমিত্রা পাল, শুভেন্দু অধিকারী যতক্ষণ পর্যন্ত না নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করছেন, ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে । সাংসদ সুরিন্দর সিং আহলুওয়ালিয়া এই এই বিষয়ে চুপ করে বসে আছেন । তিনিও কোন কিছুই বলেননি এই বিষয়ে ।"

এর পরই নিজের বাড়িতে সাংবাদিকদের মুখোমুখি হন বর্ধমান-দুর্গাপুরের সাংসদ ৷ সেখানেই তিনি এই ঘটনা নিয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরব হন ৷ তাঁর দাবি, সন্দেশখালির ভয়াবহ ঘটনাকে চাপা দিতেই এটা তৃণমূল কংগ্রেসের নয়া কৌশল ৷

আরও পড়ুন:

  1. পাগড়িধারী আইপিএসকে 'খালিস্তানি' মন্তব্যে শুভেন্দুদের বিরুদ্ধে সরব তৃণমূল নেতৃত্ব থেকে রাহুল গান্ধি
  2. খালিস্তানি মন্তব্যের নিন্দা অধীরের, বিজেপির ক্ষমা চাওয়া উচিত বলে মনে করেন বহরমপুরের সাংসদ
  3. 'শুভেন্দুকে শিখদের কাছে ক্ষমা চাইতে হবে', অগ্নিমিত্রার বাড়ির বাইরে বিক্ষোভ গুরুদ্বারা প্রবন্ধক কমিটির
Last Updated : Feb 21, 2024, 8:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.