ETV Bharat / politics

বুধবার ভোট দেবে রায়গঞ্জ, কঠিন পরীক্ষার মুখোমুখি তৃণমূলের কৃষ্ণ - West Bengal Bye Election 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 5, 2024, 3:30 PM IST

Updated : Jul 5, 2024, 7:19 PM IST

Krishna Kalyani in Raiganj Bye Election: দল বদলেও লোকসভা নির্বাচনে জিততে পারেনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী ৷ এবার উপনির্বাচন ৷ ফের প্রার্থী হয়েছেন তিনি ৷ এবার কি জিততে পারবেন ? প্রশ্ন উঠছে রাজ্যের রাজনৈতিক মহলে ৷

Krishna Kalyani
কৃষ্ণ কল্যাণী (ফাইল চিত্র)

রায়গঞ্জ, 5 জুলাই: মিটেছে লোকসভা নির্বাচন ৷ দল বদলেও জিততে পারেননি তৃণমূলের কৃষ্ণ কল্যাণী ৷ আগামী 10 তারিখ নিজের রাজনৈতিক জীবনে সম্ভবত সবচেয়ে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে চলেছেন তিনি ৷ রায়গঞ্জের মানুষ আগামিদিনে তাঁর 'পাঞ্চজন্য' ধ্বনি আর শুনবেন কি না, তা কার্যত চূড়ান্ত হবে সেদিনই ৷

উপনির্বাচনের ময়দানে রয়েছেন বিজেপির মানস কুমার ঘোষ এবং কংগ্রেসের মোহিত সেনগুপ্তও ৷ নিজের রাজনৈতিক গতিপথ মসৃণ রাখতে দুই প্রতিদ্বন্দ্বীকে এবার পিছনে ফেলতে বদ্ধ পরিকর কৃষ্ণ কল্যাণী ৷ তবে তৃণমূলের প্রার্থীর কাছে এই উপনির্বাচন তাঁর রাজনৈতিক জীবনের অ্যাসিড টেস্ট ৷ কারণঁ খুঁজতে একটু পিছনের দিকে যেতে হবে ৷ তাঁর রাজনৈতিক উত্থান বাবার হাত ধরে ৷

প্রয়াত দীনদয়াল কল্যাণী ছিলেন রায়গঞ্জ পুরসভার কাউন্সিলর ৷ ভাইস চেয়ারম্যানও হয়েছিলেন ৷ কংগ্রেসের টিকিটেই তিনি পুর এলাকায় নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন ৷ শিল্পপতি হিসেবে শুধু উত্তর দিনাজপুর নয়, গোটা রাজ্যেই তিনি ছিলেন পরিচিত নাম ৷ ছেলে কৃষ্ণও তাঁকে অনুসরণ করে এই মুহূর্তে রাজ্যের অন্যতম বড় শিল্পপতি ৷ কংগ্রেসের হয়ে রাজনীতি শুরু করলেও পরে তৃণমূলে যোগ দেন ৷

2021 সালের বিধানসভা নির্বাচনে রায়গঞ্জ কেন্দ্রে কৃষ্ণ কল্যাণী ছিলেন তৃণমূলের প্রার্থী পদের অন্যতম দাবিদার ৷ কিন্তু দলনেত্রী তাঁর উপর যে ভরসা রাখতে পারছেন না তা কানাঘুষো জানতে পারেন কৃষ্ণ কল্যাণী ৷ তবু কিছুদিন অপেক্ষা করেন ৷ কিন্তু এই কেন্দ্রে তাঁকে প্রার্থী করেনি দল ৷ এরপর পদ্ম শিবিরে নাম লেখান কৃষ্ণ ৷ বিজেপি এই কেন্দ্রে তাঁকেই প্রার্থী করে ৷ জিতেও যান ৷ 20 হাজার 748টি ভোটে হারিয়ে দেন তৃণমূলের কানাইয়ালাল আগরওয়ালকে ৷ কৃষ্ণ আর কানাইয়ার এই লড়াই আজও মনে আছে রায়গঞ্জের ৷

2021 সালের নির্বাচনে বিজেপির কৃষ্ণ পেয়েছিলেন 78 হাজার 775টি ভোট ৷ তৃণমূলের কানাইয়ালাল আগরওয়াল পান 59 হাজার 037টি ভোট এবং কংগ্রেসের মোহিত সেনগুপ্ত পান মাত্র 17 হাজার 198টি ভোট ৷ ভোটে জেতার কিছুদিনের মধ্যেই কৃষ্ণ বিজেপি ছেড়ে ফের তৃণমূলে যোগ দেন ৷ তাঁর পুরস্কারও পান ৷ তাঁকে বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারপার্সন করা হয় ৷ দামামা বেজে যায় লোকসভা নির্বাচনের ৷ এবার আর তাঁকে উপেক্ষা করতে পারেনি তৃণণমূল ৷ নির্বাচনে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে প্রার্থী করা হয় ৷ বিপক্ষে ছিলেন বিজেপির কার্তিকচন্দ্র পাল ও কংগ্রেস প্রার্থী আলি ইমরান রমজ ওরফে ভিক্টর ৷

আগেই অনুমান করা হয়েছিল, ভিক্টর কাঁটায় ছিন্নভিন্ন হতে পারেন কৃষ্ণ ৷ আদপে সেটাই হয়েছিল ৷ 68 হাজার 197টি ভোটে কার্তিকের কাছে হেরে যান তিনি ৷ কার্তিক পেয়েছিলেন 5 লক্ষ 60 হাজার 897টি ভোট ৷ কৃষ্ণ পান 4 লক্ষ 92 হাজার 700টি ভোট ৷ কংগ্রেসের ভিক্টর 2 লক্ষ 63 হাজার 273টি ভোট পেয়ে কৃষ্ণের রথ আটকে দেন ৷

এই কারণে আগামী 10 জুলাই রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন ৷ লোকসভা ভোটে প্রার্থী হওয়ায় তাঁকে বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে হয়েছিল ৷ এবার সেই পদ পুনরুদ্ধারের লড়াই তাঁর ৷ লড়াইটা এবার কিন্তু আরও কঠিন ৷ লোকসভা নির্বাচনে কৃষ্ণ 68 হাজার 197 ভোটে হেরেছেন ৷ এর সিংহভাগ ভোট কিন্তু রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের ৷

লোকসভার ফলাফলে দেখা যাচ্ছে, রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূল পেয়েছে 46 হাজার 663টি ভোট ৷ বিজেপির ঝুলিতে গিয়েছে 93 হাজার 402টি ভোট এবং কংগ্রেস পেয়েছে 14 হাজার 477টি ভোট ৷ অর্থাৎ এই কেন্দ্রেই 46 হাজার 739টি ভোটে পিছিয়ে রয়েছে ঘাসফুল শিবির ৷ এই কেন্দ্রের মধ্যে রয়েছে রায়গঞ্জ পুর এলাকাও ৷ লোকসভা ভোটের নিরিখে পুরসভার 27টি ওয়ার্ডেই পিছিয়ে তৃণমূল ৷ এই ক’মাসে ভোটারদের অবস্থান আমূল বদলে যাবে বলে মনে করছে না রাজনৈতিক মহল ৷ অতএব কৃষ্ণ কল্যাণীর লড়াইটা বেশ কঠিন ৷

সেইসঙ্গে রয়েছে আরও একাধিক ফ্যাক্টর ৷ লোকসভা ভোটের ফলে দেখা গিয়েছে, রায়গঞ্জে আগের তুলনায় কিছুটা ঘুরে দাঁড়িয়েছে কংগ্রেস ৷ তাদের প্রার্থী মোহিত সেনগুপ্ত পোড়খাওয়া রাজনীতিবিদ ৷ উপনির্বাচনে হাওয়া আরও খানিকটা ঘুরতে পারে আঁচ করে প্রথম থেকেই মানুষের বাড়ি বাড়ি ঢুকে প্রচার চালাচ্ছেন তিনি ৷ তাঁকে ঘিরে মানুষের উচ্ছ্বাসও চোখে পড়েছে ৷ ফলে লোকসভা নির্বাচনে ভিক্টরের মতো রায়গঞ্জ কেন্দ্রের উপনির্বাচনেও মোহিত কাঁটা কৃষ্ণকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে বলে দাবি রাজনৈতিক মহলের একাংশের ৷

সঙ্গে রয়েছে ভোটারদের একাংশের মুখে প্রাতিষ্ঠানিক বিরোধিতার সুরও ৷ কাটমানি-সহ নানা ইস্যুতে এখন প্রকাশ্যেই মুখ খুলতে শুরু করেছেন তাঁরা ৷ দলীয় অন্তর্দ্বন্দ্বও ফ্যাক্টর হয়ে যেতে পারে ৷ কৃষ্ণর বিরুদ্ধে দলে সমান্তরাল সংগঠন তৈরি করার অভিযোগ দীর্ঘদিনের ৷ তার উপর সদ্য একটি ভোটে মানুষের সমর্থন না পাওয়া কোনও এক নেতাকে ফের প্রার্থী করার বিষয়টি দলের অনেকেই মানতে পারছেন না ৷ তাঁদের প্রশ্ন, প্রার্থীপদের যোগ্য কি আর কেউ রায়গঞ্জে নেই? যদিও দলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালা বলছেন, "কৃষ্ণ কল্যাণী তৃণমূলের প্রার্থী ৷ আমরা সবাই দলের সৈনিক ৷ দল যাকে প্রার্থী করেছে তাঁকে জেতাতে সবাই একজোট হয়ে লড়ব ৷"

এই অবস্থায় কৃষ্ণ কল্যাণীর দাবি, উপনির্বাচনে মানুষের রায় সাধারণত উলটো স্রোতে বয় না ৷ যদিও তার উলটোটাও হয়েছে ৷ তিনি বলেন, "রায়গঞ্জের মানুষ জানে, এলাকার উন্নয়ন করতে হলে তৃণমূল ছাড়া আর কোনও গতি নেই ৷ এখানে যেটুকু উন্নয়ন হয়েছে, সেটা তৃণমূলের আমলেই ৷ তাই উপনির্বাচনে আমার জয় নিশ্চিত ৷"

রায়গঞ্জ, 5 জুলাই: মিটেছে লোকসভা নির্বাচন ৷ দল বদলেও জিততে পারেননি তৃণমূলের কৃষ্ণ কল্যাণী ৷ আগামী 10 তারিখ নিজের রাজনৈতিক জীবনে সম্ভবত সবচেয়ে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে চলেছেন তিনি ৷ রায়গঞ্জের মানুষ আগামিদিনে তাঁর 'পাঞ্চজন্য' ধ্বনি আর শুনবেন কি না, তা কার্যত চূড়ান্ত হবে সেদিনই ৷

উপনির্বাচনের ময়দানে রয়েছেন বিজেপির মানস কুমার ঘোষ এবং কংগ্রেসের মোহিত সেনগুপ্তও ৷ নিজের রাজনৈতিক গতিপথ মসৃণ রাখতে দুই প্রতিদ্বন্দ্বীকে এবার পিছনে ফেলতে বদ্ধ পরিকর কৃষ্ণ কল্যাণী ৷ তবে তৃণমূলের প্রার্থীর কাছে এই উপনির্বাচন তাঁর রাজনৈতিক জীবনের অ্যাসিড টেস্ট ৷ কারণঁ খুঁজতে একটু পিছনের দিকে যেতে হবে ৷ তাঁর রাজনৈতিক উত্থান বাবার হাত ধরে ৷

প্রয়াত দীনদয়াল কল্যাণী ছিলেন রায়গঞ্জ পুরসভার কাউন্সিলর ৷ ভাইস চেয়ারম্যানও হয়েছিলেন ৷ কংগ্রেসের টিকিটেই তিনি পুর এলাকায় নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন ৷ শিল্পপতি হিসেবে শুধু উত্তর দিনাজপুর নয়, গোটা রাজ্যেই তিনি ছিলেন পরিচিত নাম ৷ ছেলে কৃষ্ণও তাঁকে অনুসরণ করে এই মুহূর্তে রাজ্যের অন্যতম বড় শিল্পপতি ৷ কংগ্রেসের হয়ে রাজনীতি শুরু করলেও পরে তৃণমূলে যোগ দেন ৷

2021 সালের বিধানসভা নির্বাচনে রায়গঞ্জ কেন্দ্রে কৃষ্ণ কল্যাণী ছিলেন তৃণমূলের প্রার্থী পদের অন্যতম দাবিদার ৷ কিন্তু দলনেত্রী তাঁর উপর যে ভরসা রাখতে পারছেন না তা কানাঘুষো জানতে পারেন কৃষ্ণ কল্যাণী ৷ তবু কিছুদিন অপেক্ষা করেন ৷ কিন্তু এই কেন্দ্রে তাঁকে প্রার্থী করেনি দল ৷ এরপর পদ্ম শিবিরে নাম লেখান কৃষ্ণ ৷ বিজেপি এই কেন্দ্রে তাঁকেই প্রার্থী করে ৷ জিতেও যান ৷ 20 হাজার 748টি ভোটে হারিয়ে দেন তৃণমূলের কানাইয়ালাল আগরওয়ালকে ৷ কৃষ্ণ আর কানাইয়ার এই লড়াই আজও মনে আছে রায়গঞ্জের ৷

2021 সালের নির্বাচনে বিজেপির কৃষ্ণ পেয়েছিলেন 78 হাজার 775টি ভোট ৷ তৃণমূলের কানাইয়ালাল আগরওয়াল পান 59 হাজার 037টি ভোট এবং কংগ্রেসের মোহিত সেনগুপ্ত পান মাত্র 17 হাজার 198টি ভোট ৷ ভোটে জেতার কিছুদিনের মধ্যেই কৃষ্ণ বিজেপি ছেড়ে ফের তৃণমূলে যোগ দেন ৷ তাঁর পুরস্কারও পান ৷ তাঁকে বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারপার্সন করা হয় ৷ দামামা বেজে যায় লোকসভা নির্বাচনের ৷ এবার আর তাঁকে উপেক্ষা করতে পারেনি তৃণণমূল ৷ নির্বাচনে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে প্রার্থী করা হয় ৷ বিপক্ষে ছিলেন বিজেপির কার্তিকচন্দ্র পাল ও কংগ্রেস প্রার্থী আলি ইমরান রমজ ওরফে ভিক্টর ৷

আগেই অনুমান করা হয়েছিল, ভিক্টর কাঁটায় ছিন্নভিন্ন হতে পারেন কৃষ্ণ ৷ আদপে সেটাই হয়েছিল ৷ 68 হাজার 197টি ভোটে কার্তিকের কাছে হেরে যান তিনি ৷ কার্তিক পেয়েছিলেন 5 লক্ষ 60 হাজার 897টি ভোট ৷ কৃষ্ণ পান 4 লক্ষ 92 হাজার 700টি ভোট ৷ কংগ্রেসের ভিক্টর 2 লক্ষ 63 হাজার 273টি ভোট পেয়ে কৃষ্ণের রথ আটকে দেন ৷

এই কারণে আগামী 10 জুলাই রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন ৷ লোকসভা ভোটে প্রার্থী হওয়ায় তাঁকে বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে হয়েছিল ৷ এবার সেই পদ পুনরুদ্ধারের লড়াই তাঁর ৷ লড়াইটা এবার কিন্তু আরও কঠিন ৷ লোকসভা নির্বাচনে কৃষ্ণ 68 হাজার 197 ভোটে হেরেছেন ৷ এর সিংহভাগ ভোট কিন্তু রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের ৷

লোকসভার ফলাফলে দেখা যাচ্ছে, রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূল পেয়েছে 46 হাজার 663টি ভোট ৷ বিজেপির ঝুলিতে গিয়েছে 93 হাজার 402টি ভোট এবং কংগ্রেস পেয়েছে 14 হাজার 477টি ভোট ৷ অর্থাৎ এই কেন্দ্রেই 46 হাজার 739টি ভোটে পিছিয়ে রয়েছে ঘাসফুল শিবির ৷ এই কেন্দ্রের মধ্যে রয়েছে রায়গঞ্জ পুর এলাকাও ৷ লোকসভা ভোটের নিরিখে পুরসভার 27টি ওয়ার্ডেই পিছিয়ে তৃণমূল ৷ এই ক’মাসে ভোটারদের অবস্থান আমূল বদলে যাবে বলে মনে করছে না রাজনৈতিক মহল ৷ অতএব কৃষ্ণ কল্যাণীর লড়াইটা বেশ কঠিন ৷

সেইসঙ্গে রয়েছে আরও একাধিক ফ্যাক্টর ৷ লোকসভা ভোটের ফলে দেখা গিয়েছে, রায়গঞ্জে আগের তুলনায় কিছুটা ঘুরে দাঁড়িয়েছে কংগ্রেস ৷ তাদের প্রার্থী মোহিত সেনগুপ্ত পোড়খাওয়া রাজনীতিবিদ ৷ উপনির্বাচনে হাওয়া আরও খানিকটা ঘুরতে পারে আঁচ করে প্রথম থেকেই মানুষের বাড়ি বাড়ি ঢুকে প্রচার চালাচ্ছেন তিনি ৷ তাঁকে ঘিরে মানুষের উচ্ছ্বাসও চোখে পড়েছে ৷ ফলে লোকসভা নির্বাচনে ভিক্টরের মতো রায়গঞ্জ কেন্দ্রের উপনির্বাচনেও মোহিত কাঁটা কৃষ্ণকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে বলে দাবি রাজনৈতিক মহলের একাংশের ৷

সঙ্গে রয়েছে ভোটারদের একাংশের মুখে প্রাতিষ্ঠানিক বিরোধিতার সুরও ৷ কাটমানি-সহ নানা ইস্যুতে এখন প্রকাশ্যেই মুখ খুলতে শুরু করেছেন তাঁরা ৷ দলীয় অন্তর্দ্বন্দ্বও ফ্যাক্টর হয়ে যেতে পারে ৷ কৃষ্ণর বিরুদ্ধে দলে সমান্তরাল সংগঠন তৈরি করার অভিযোগ দীর্ঘদিনের ৷ তার উপর সদ্য একটি ভোটে মানুষের সমর্থন না পাওয়া কোনও এক নেতাকে ফের প্রার্থী করার বিষয়টি দলের অনেকেই মানতে পারছেন না ৷ তাঁদের প্রশ্ন, প্রার্থীপদের যোগ্য কি আর কেউ রায়গঞ্জে নেই? যদিও দলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালা বলছেন, "কৃষ্ণ কল্যাণী তৃণমূলের প্রার্থী ৷ আমরা সবাই দলের সৈনিক ৷ দল যাকে প্রার্থী করেছে তাঁকে জেতাতে সবাই একজোট হয়ে লড়ব ৷"

এই অবস্থায় কৃষ্ণ কল্যাণীর দাবি, উপনির্বাচনে মানুষের রায় সাধারণত উলটো স্রোতে বয় না ৷ যদিও তার উলটোটাও হয়েছে ৷ তিনি বলেন, "রায়গঞ্জের মানুষ জানে, এলাকার উন্নয়ন করতে হলে তৃণমূল ছাড়া আর কোনও গতি নেই ৷ এখানে যেটুকু উন্নয়ন হয়েছে, সেটা তৃণমূলের আমলেই ৷ তাই উপনির্বাচনে আমার জয় নিশ্চিত ৷"

Last Updated : Jul 5, 2024, 7:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.