ETV Bharat / lifestyle

আকবরের সম্মতি নিয়ে শুরু মালিয়াড়া রাজ পরিবারের পুজো - Durga Puja 2024 - DURGA PUJA 2024

গান বাজনার আসর, কামানের তোপধ্বনি দিয়ে শুরু হত সন্ধিপুজো। মুঘল সাম্রাজ্যের পাঞ্জাধারি মালিয়াড়া রাজ পরিবারে 500 বছর ধরে পূজিতা হয়ে আসছেন দেবী দুর্গা।

Durga puja 2024
রাজপরিবারে পুজোর বিশেষত্ব তুলে ধরল ইটিভি ভারত (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 6, 2024, 8:11 PM IST

Updated : Oct 7, 2024, 5:05 PM IST

বাঁকুড়া, 6 অক্টোবর: ইতিহাস আমাদের বেশিরভাগ সময়ে হাতছানি দেয় ৷ আর সেই ইতিহাস যদি মুঘল সাম্রাজ্যর হয় তাহলে তো কথাই নেই। দেওয়ালের অবস্থা বেহাল। শ্যাওলাপড়া ছাদ, নোনা লেগে যাওয়া প্রত্যেকটা ইট, এরই মাঝে কয়েকটি থামবিশিষ্ট ঠাকুর দালান ৷

মুঘল আমলের ইতিহাসের সাক্ষ্য বহন করে চলেছে বাঁকুড়ার মালিয়াড়ার চন্দ্রাধূর্য্য রাজপরিবার। সেই রাজপরিবারে পুজোর বিশেষত্ব তুলে ধরল ইটিভি ভারত ৷

মালিয়াড়া রাজ পরিবারের পুজো (ইটিভি ভারত)

দিল্লিতে তখন একছত্র আধিপত্য বিস্তার করছেন মুঘল সম্রাট আকবর ৷ তৎকালীন আকবরের মন্ত্রী মানসিং কর্তৃকপ্রাপ্ত সম্মত্তি নিয়ে রাজত্ব শুরু করেন বাঁকুড়ার মালিয়াড়ার এই চন্দ্রাধূর্য্য পরিবার। বংশপরম্পরায় একের পর এক রাজা রাজত্ব করেন ৷ শুরু হয় নিয়মনীতি মেনে দুর্গাপুজো ৷ আজ 500 বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও একইভাবে চলে আসছে মা দুর্গার আরাধনা ৷ জৌলুস আগের তুলনায় কমেছে ঠিকই তবু আভিজাত্য অটুট ৷ কনৌজ ব্রাক্ষণ দেওধর চন্দ্রাধূর্য্য প্রতিষ্ঠা করেছিলেন এই রাজবাড়ির ঠাকুর দালান ৷ তারপর থেকে ধুমধাম ও আড়ম্বর করে চলতে থাকে দশভূজার অর্চনা ।

Durga puja 2024
500 বছর ধরে পূজিতা হয়ে আসছেন দেবী দুর্গা (নিজস্ব ছবি)

তৎকালীল দুর্গাপুজোর বহর-

একটা সময় ছিল, দুর্গাপুজো উপলক্ষে ঠাকুর দালানে টাঙানো হত নানারকম রঙিন ঝাড়বাতি ৷ লখনউ, বারাণসী থেকে আসতেন দেশের নামজাদা গাইয়েরা ৷ পুজোর ক'টা দিন ঠাকুর দালান প্রাঙ্গনে নাচ-গান চলত ৷ গান বাজনার আসর, কামানের তোপধ্বনি দিয়ে শুরু হত সন্ধিপুজো। আজ পেরিয়ে গিয়েছে প্রায় 500 বছর। সময়ের সঙ্গে সঙ্গে রাজবাড়িও আজ অনেকটা ফ্যাকাশে ৷ আগের রেওয়াজ কমে এলেও ঠাকুর দালান আবার ঝাঁ-চকচকে হয়ে নিয়ম মেনে সেজে উঠেছে মায়ের পুজো উপলক্ষে ।

Durga puja 2024
বাঁকুড়ার মালিয়াড়ার চন্দ্রাধূর্য্য রাজপরিবার (নিজস্ব ছবি)

পুজোর রীতিনীতি-

এই পুজোয় রয়েছে বেশ কিছু বিশেষ রীতি ৷ দেবীর পুজো মহালয়ার পুণ্য লগ্ন থেকে শুরু হয়ে চলে দশমী পর্যন্ত ৷ সপ্তমীতে দেবীর পুণ্যস্নান থেকে শুরু হয়ে নবমী পর্যন্ত একইভাবে প্রজ্জ্বলিত থাকে হোমকুণ্ড । পরিবারের সদস্য বলছেন, সিংহবাহিনী মা এখানে একাই পূজিত হন ৷ সরস্বতী, লক্ষী এখানে থাকেন না ৷

কালের নিয়মে রাজত্ব হারিয়ে গিয়েছে ৷ যেটুকু আছে খড়কুটোর মতো আঁকড়ে ধরে রয়েছে এই পরিবারের উত্তরসূরিরা। শুধু এই চন্দ্রাধূর্য পরিবার নয় এই রাজবাড়ির পুজোতে মেতে ওঠে পুরো মালিয়াড়া গ্রাম।

বাঁকুড়া, 6 অক্টোবর: ইতিহাস আমাদের বেশিরভাগ সময়ে হাতছানি দেয় ৷ আর সেই ইতিহাস যদি মুঘল সাম্রাজ্যর হয় তাহলে তো কথাই নেই। দেওয়ালের অবস্থা বেহাল। শ্যাওলাপড়া ছাদ, নোনা লেগে যাওয়া প্রত্যেকটা ইট, এরই মাঝে কয়েকটি থামবিশিষ্ট ঠাকুর দালান ৷

মুঘল আমলের ইতিহাসের সাক্ষ্য বহন করে চলেছে বাঁকুড়ার মালিয়াড়ার চন্দ্রাধূর্য্য রাজপরিবার। সেই রাজপরিবারে পুজোর বিশেষত্ব তুলে ধরল ইটিভি ভারত ৷

মালিয়াড়া রাজ পরিবারের পুজো (ইটিভি ভারত)

দিল্লিতে তখন একছত্র আধিপত্য বিস্তার করছেন মুঘল সম্রাট আকবর ৷ তৎকালীন আকবরের মন্ত্রী মানসিং কর্তৃকপ্রাপ্ত সম্মত্তি নিয়ে রাজত্ব শুরু করেন বাঁকুড়ার মালিয়াড়ার এই চন্দ্রাধূর্য্য পরিবার। বংশপরম্পরায় একের পর এক রাজা রাজত্ব করেন ৷ শুরু হয় নিয়মনীতি মেনে দুর্গাপুজো ৷ আজ 500 বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও একইভাবে চলে আসছে মা দুর্গার আরাধনা ৷ জৌলুস আগের তুলনায় কমেছে ঠিকই তবু আভিজাত্য অটুট ৷ কনৌজ ব্রাক্ষণ দেওধর চন্দ্রাধূর্য্য প্রতিষ্ঠা করেছিলেন এই রাজবাড়ির ঠাকুর দালান ৷ তারপর থেকে ধুমধাম ও আড়ম্বর করে চলতে থাকে দশভূজার অর্চনা ।

Durga puja 2024
500 বছর ধরে পূজিতা হয়ে আসছেন দেবী দুর্গা (নিজস্ব ছবি)

তৎকালীল দুর্গাপুজোর বহর-

একটা সময় ছিল, দুর্গাপুজো উপলক্ষে ঠাকুর দালানে টাঙানো হত নানারকম রঙিন ঝাড়বাতি ৷ লখনউ, বারাণসী থেকে আসতেন দেশের নামজাদা গাইয়েরা ৷ পুজোর ক'টা দিন ঠাকুর দালান প্রাঙ্গনে নাচ-গান চলত ৷ গান বাজনার আসর, কামানের তোপধ্বনি দিয়ে শুরু হত সন্ধিপুজো। আজ পেরিয়ে গিয়েছে প্রায় 500 বছর। সময়ের সঙ্গে সঙ্গে রাজবাড়িও আজ অনেকটা ফ্যাকাশে ৷ আগের রেওয়াজ কমে এলেও ঠাকুর দালান আবার ঝাঁ-চকচকে হয়ে নিয়ম মেনে সেজে উঠেছে মায়ের পুজো উপলক্ষে ।

Durga puja 2024
বাঁকুড়ার মালিয়াড়ার চন্দ্রাধূর্য্য রাজপরিবার (নিজস্ব ছবি)

পুজোর রীতিনীতি-

এই পুজোয় রয়েছে বেশ কিছু বিশেষ রীতি ৷ দেবীর পুজো মহালয়ার পুণ্য লগ্ন থেকে শুরু হয়ে চলে দশমী পর্যন্ত ৷ সপ্তমীতে দেবীর পুণ্যস্নান থেকে শুরু হয়ে নবমী পর্যন্ত একইভাবে প্রজ্জ্বলিত থাকে হোমকুণ্ড । পরিবারের সদস্য বলছেন, সিংহবাহিনী মা এখানে একাই পূজিত হন ৷ সরস্বতী, লক্ষী এখানে থাকেন না ৷

কালের নিয়মে রাজত্ব হারিয়ে গিয়েছে ৷ যেটুকু আছে খড়কুটোর মতো আঁকড়ে ধরে রয়েছে এই পরিবারের উত্তরসূরিরা। শুধু এই চন্দ্রাধূর্য পরিবার নয় এই রাজবাড়ির পুজোতে মেতে ওঠে পুরো মালিয়াড়া গ্রাম।

Last Updated : Oct 7, 2024, 5:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.