ETV Bharat / lifestyle

পেন্সিলের শিসের উপর সপরিবার দুর্গা ! - Durga Puja 2024 - DURGA PUJA 2024

চারদিনের পরিশ্রমে পেন্সিল শিস দিয়ে তৈরি করলেন দুর্গা প্রতিমা ৷ কোথা থেকে এল এমন ভাবনা ? শিল্পীর সঙ্গে কথা বলল ইটিভি ভারত ৷

Durga Idol on Pencil Lead
গঙ্গাসাগরের ব্যক্তি পেন্সিলের উপর দুর্গাপ্রতিমা বানালেন (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 4, 2024, 7:45 PM IST

গঙ্গাসাগর, 4 অক্টোবর: পেশা ছবি তোলা ৷ তবে শিল্পী হিসেবেও তাঁর কদর কম নয় ৷ একের পর এক ধরনের প্রতিমা তৈরি করে তাক লাগাচ্ছেন গঙ্গাসাগরের দেবতোষ দাস ৷ ইতিমধ্যেই ক্ষুদ্রতম প্রতিমা তৈরি করে সবার মন জয় করে নিয়েছেন তিনি ৷ পেন্সিলের মোচ দিয়ে দুই ইঞ্চির দুর্গা প্রতিমা তৈরি করেছেন দেবতোষ ৷

প্রতিবছর অভিনব ভাবনায় প্রতিমা তৈরি করে থাকেন তিনি ৷ এবার চারদিনের অক্লান্ত পরিশ্রমে নিপুণ হাতে সপরিবারের দেবী দুর্গা বানিয়েছেন ৷ কেবলমাত্র প্রতিমা তৈরির নেশা থেকেই এই কাজ করেছেন তিনি ।

পেন্সিল শিসে দুর্গামূর্তি তৈরি করছেন শিল্পী (ইটিভি ভারত)

এক চিলতে ঘরে স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে সংসার দেবতোষের । গঙ্গাসাগরে সমুদ্র সৈকতের পর্যটকদের ছবি তুলে যা রোজগার হয় তাই দিয়েই কোনওরকমে সংসার চলে ৷ প্রতি বছর বিভিন্ন সামগ্রী দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করেন তিনি ৷ এ বছর সেই সামগ্রী হল পেন্সিলের মোচ ৷ ইতিমধ্যেই এই প্রতিমা দেখতে দেবতোষের বাড়ি ভিড় জমিয়েছেন এলাকাবাসীরা ৷ পাশাপাশি তাঁর এহেন প্রতিভার জন্য দেবতোষকে বাহবা দিচ্ছেন ৷

Durga Idol Made by Pencil
পেন্সিলের শিসে মা দুর্গা (ইটিভি ভারত)

দেবতোষের কথায়, "ছোটবেলা থেকে বিভিন্ন রকম সামগ্রী থেকে প্রতিমা তৈরি করা আমার নেশা । কোনও সময় প্লাস্টিকের বোতল এবং নারকেল ছোবড়া দিয়ে প্রতিমা তৈরি করেছি আমি । স্থানীয় একটি ক্লাবে আমার প্রতিমা প্রদর্শন করি । প্রতি বছর আমার তৈরি প্রতিমা এলাকার মানুষজন দেখতে আসেন । এবছর একটি অন্যরকম পরিকল্পনা নিয়েছিলাম ৷ পেন্সিলের মোচ দিয়ে ক্ষুদ্রতম দুর্গা প্রতিমা তৈরি করেছি । এটা তৈরি করতে আমার সময় লেগেছে চারদিন । প্রতিমা তৈরি করা আমার নেশা ।"

গঙ্গাসাগর, 4 অক্টোবর: পেশা ছবি তোলা ৷ তবে শিল্পী হিসেবেও তাঁর কদর কম নয় ৷ একের পর এক ধরনের প্রতিমা তৈরি করে তাক লাগাচ্ছেন গঙ্গাসাগরের দেবতোষ দাস ৷ ইতিমধ্যেই ক্ষুদ্রতম প্রতিমা তৈরি করে সবার মন জয় করে নিয়েছেন তিনি ৷ পেন্সিলের মোচ দিয়ে দুই ইঞ্চির দুর্গা প্রতিমা তৈরি করেছেন দেবতোষ ৷

প্রতিবছর অভিনব ভাবনায় প্রতিমা তৈরি করে থাকেন তিনি ৷ এবার চারদিনের অক্লান্ত পরিশ্রমে নিপুণ হাতে সপরিবারের দেবী দুর্গা বানিয়েছেন ৷ কেবলমাত্র প্রতিমা তৈরির নেশা থেকেই এই কাজ করেছেন তিনি ।

পেন্সিল শিসে দুর্গামূর্তি তৈরি করছেন শিল্পী (ইটিভি ভারত)

এক চিলতে ঘরে স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে সংসার দেবতোষের । গঙ্গাসাগরে সমুদ্র সৈকতের পর্যটকদের ছবি তুলে যা রোজগার হয় তাই দিয়েই কোনওরকমে সংসার চলে ৷ প্রতি বছর বিভিন্ন সামগ্রী দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করেন তিনি ৷ এ বছর সেই সামগ্রী হল পেন্সিলের মোচ ৷ ইতিমধ্যেই এই প্রতিমা দেখতে দেবতোষের বাড়ি ভিড় জমিয়েছেন এলাকাবাসীরা ৷ পাশাপাশি তাঁর এহেন প্রতিভার জন্য দেবতোষকে বাহবা দিচ্ছেন ৷

Durga Idol Made by Pencil
পেন্সিলের শিসে মা দুর্গা (ইটিভি ভারত)

দেবতোষের কথায়, "ছোটবেলা থেকে বিভিন্ন রকম সামগ্রী থেকে প্রতিমা তৈরি করা আমার নেশা । কোনও সময় প্লাস্টিকের বোতল এবং নারকেল ছোবড়া দিয়ে প্রতিমা তৈরি করেছি আমি । স্থানীয় একটি ক্লাবে আমার প্রতিমা প্রদর্শন করি । প্রতি বছর আমার তৈরি প্রতিমা এলাকার মানুষজন দেখতে আসেন । এবছর একটি অন্যরকম পরিকল্পনা নিয়েছিলাম ৷ পেন্সিলের মোচ দিয়ে ক্ষুদ্রতম দুর্গা প্রতিমা তৈরি করেছি । এটা তৈরি করতে আমার সময় লেগেছে চারদিন । প্রতিমা তৈরি করা আমার নেশা ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.