ETV Bharat / international

নির্বাচনী ফলাফলে বামপন্থী জোট এগিয়ে যেতেই অশান্ত ফ্রান্স, রাস্তায় জ্বলছে আগুন - French Elections 2024 - FRENCH ELECTIONS 2024

Unrest Situation in France: ফ্রান্স নির্বাচনে এগিয়ে রয়েছে বামপন্থী জোট ৷ তাদের জয়ের ইঙ্গিত মিলতেই অশান্ত হয়ে উঠেছে ফ্রান্সের বিভিন্ন এলাকা ৷ রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন ডানপন্থী সমর্থকেরা ৷ অন্যদিকে, উদযাপনে মেতেছে বামপন্থীরা ৷

French Election
নির্বাচনের রাতে অশান্ত ফ্রান্স (ছবি সূত্র-এএনআই)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 8, 2024, 11:58 AM IST

প্যারিস, 8 জুলাই: ফ্রান্সের নির্বাচনে এগিয়ে রয়েছে বামপন্থী জোট ৷ এক্সিট পোলেও এমনই সম্ভাবনার ইঙ্গিত মিলেছে ৷ বামপন্থী জোট এগিয়ে থাকার খবর প্রকাশ্যে আসতেই অশান্ত হয়ে উঠেছে প্যারিস ৷ দিকে দিকে রাস্তায় নেমে চলছে বিক্ষোভ ৷ ঘটনার একটি ভিডিয়ো ফুটেজ সামনে এসেছে ৷ সেখানে দেখা যাচ্ছে, মুখোশ পরে বিক্ষোভকারীরা রাস্তায় দৌড়চ্ছে, আগুন জ্বালাচ্ছে এবং বিশৃঙ্খলা সৃষ্টি করছে ৷ তবে কোনওরকম অশান্তি এড়াতে পুলিশ মোতায়েন করা রয়েছে ।

ফক্স নিউজের রিপোর্ট অনুযায়ী, ডানপন্থী সরকার গঠন করতে চেয়েছিলেন মেরিন লে পেন ৷ তবে তার এই উচ্চাকাঙ্ক্ষায় সম্পূর্ণ জল ঢেলে দিয়েছে এক্সিট পোলের রেজাল্ট ৷ এক্সিট পোল বলছে, ডানপন্থীদের পিছনে ফেলে ফ্রান্স নির্বাচনে এগিয়ে রয়েছে বামপন্থী জোট ৷ এরপরেই ফরাসি নির্বাচনের রাতে অশান্তির সৃষ্টি হয় ৷ ডানপন্থী সমর্থকেরা বিশৃঙ্খলার সৃষ্টি করলেও, বামপন্থী সমর্থকেরা প্যারিসে উদযাপনে মেতে উঠেছেন ।

বামপন্থী জোটের ভালো ফলের ইঙ্গিত মিলতেই ফ্রান্সের প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আটাল তাঁর পদত্যাগ দেওয়ার কথা ঘোষণা করেছেন ৷ নির্বাচনের ফলাফলে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর নেতৃত্বাধীন মধ্যপন্থী জোট দ্বিতীয় স্থানে রয়েছে ৷ বামপন্থীদের এগিয়ে থাকার খবর পেয়ে প্যারিসের প্লেস দে লা রিপাবলিক-এ হাজার হাজার লোক জড়ো হয়ে উল্লাস করছে ৷ অন্যদিকে, সোশাল মিডিয়া ফুটেজে প্যারিসের রাস্তায় আগুন জ্বলার দৃশ্য ধরা পড়েছে ৷ পুলিশ বিক্ষোভকারীদের শান্ত করতে কাঁদানে গ্যাস ছুড়েছে ।

বামপন্থী জোট, যা পপুলার ফ্রন্ট নামে পরিচিত ফ্রান্সের সমাজতান্ত্রিক দল, ফরাসি কমিউনিস্ট পার্টি, ইকোলজিস্ট এবং ফ্রান্স আনবোড নিয়ে গঠিত । তাদের এজেন্ডার মধ্যে রয়েছে ম্যাক্রোঁর পেনশন স্কিমকে সংস্কার এবং অবসরের বয়স 60 বছর করা, পাবলিক সেক্টরের মজুরি বাড়ানো, সম্পদ কর পুনঃস্থাপন এবং ফ্রান্সের ন্যূনতম মজুরি বাড়ানোর পরিকল্পনা । (সংবাদ সূত্র-এএনআই)

প্যারিস, 8 জুলাই: ফ্রান্সের নির্বাচনে এগিয়ে রয়েছে বামপন্থী জোট ৷ এক্সিট পোলেও এমনই সম্ভাবনার ইঙ্গিত মিলেছে ৷ বামপন্থী জোট এগিয়ে থাকার খবর প্রকাশ্যে আসতেই অশান্ত হয়ে উঠেছে প্যারিস ৷ দিকে দিকে রাস্তায় নেমে চলছে বিক্ষোভ ৷ ঘটনার একটি ভিডিয়ো ফুটেজ সামনে এসেছে ৷ সেখানে দেখা যাচ্ছে, মুখোশ পরে বিক্ষোভকারীরা রাস্তায় দৌড়চ্ছে, আগুন জ্বালাচ্ছে এবং বিশৃঙ্খলা সৃষ্টি করছে ৷ তবে কোনওরকম অশান্তি এড়াতে পুলিশ মোতায়েন করা রয়েছে ।

ফক্স নিউজের রিপোর্ট অনুযায়ী, ডানপন্থী সরকার গঠন করতে চেয়েছিলেন মেরিন লে পেন ৷ তবে তার এই উচ্চাকাঙ্ক্ষায় সম্পূর্ণ জল ঢেলে দিয়েছে এক্সিট পোলের রেজাল্ট ৷ এক্সিট পোল বলছে, ডানপন্থীদের পিছনে ফেলে ফ্রান্স নির্বাচনে এগিয়ে রয়েছে বামপন্থী জোট ৷ এরপরেই ফরাসি নির্বাচনের রাতে অশান্তির সৃষ্টি হয় ৷ ডানপন্থী সমর্থকেরা বিশৃঙ্খলার সৃষ্টি করলেও, বামপন্থী সমর্থকেরা প্যারিসে উদযাপনে মেতে উঠেছেন ।

বামপন্থী জোটের ভালো ফলের ইঙ্গিত মিলতেই ফ্রান্সের প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আটাল তাঁর পদত্যাগ দেওয়ার কথা ঘোষণা করেছেন ৷ নির্বাচনের ফলাফলে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর নেতৃত্বাধীন মধ্যপন্থী জোট দ্বিতীয় স্থানে রয়েছে ৷ বামপন্থীদের এগিয়ে থাকার খবর পেয়ে প্যারিসের প্লেস দে লা রিপাবলিক-এ হাজার হাজার লোক জড়ো হয়ে উল্লাস করছে ৷ অন্যদিকে, সোশাল মিডিয়া ফুটেজে প্যারিসের রাস্তায় আগুন জ্বলার দৃশ্য ধরা পড়েছে ৷ পুলিশ বিক্ষোভকারীদের শান্ত করতে কাঁদানে গ্যাস ছুড়েছে ।

বামপন্থী জোট, যা পপুলার ফ্রন্ট নামে পরিচিত ফ্রান্সের সমাজতান্ত্রিক দল, ফরাসি কমিউনিস্ট পার্টি, ইকোলজিস্ট এবং ফ্রান্স আনবোড নিয়ে গঠিত । তাদের এজেন্ডার মধ্যে রয়েছে ম্যাক্রোঁর পেনশন স্কিমকে সংস্কার এবং অবসরের বয়স 60 বছর করা, পাবলিক সেক্টরের মজুরি বাড়ানো, সম্পদ কর পুনঃস্থাপন এবং ফ্রান্সের ন্যূনতম মজুরি বাড়ানোর পরিকল্পনা । (সংবাদ সূত্র-এএনআই)

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.