শাসন (উত্তর 24 পরগনা), 7 জানুয়ারি: আবাস যোজনার টাকা নিয়ে শাসকদলের বিরুদ্ধে বিস্তর অভিযোগ ছিল বিরোধীদের ৷ বিশেষত, পক্ষপাতিত্বের অভিযোগ ৷ অথচ, ঠিক উলটো ছবি উত্তর 24 পরগনার শাসনের দাদপুর গ্রাম পঞ্চায়েতে দেখা গেল ৷ এখানে রাজনীতির রং না-দেখে বিরোধী সিপিআইএম ও আইএসএফ কর্মীদের আবাস যোজনার টাকা পেতে সাহায্য করলেন পঞ্চায়েতের উপপ্রধান আবদুল হাই ৷
শুধু তাই নয়, বিরোধী সিপিআইএম ও আইএসএফ সমর্থকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাংলার আবাস প্রকল্পের প্রথম কিস্তির টাকা ঢুকতেই অভিনন্দন জানালেন তিনি ৷ মঙ্গলবার পঞ্চায়েতের পক্ষ থেকে বিরোধী শিবিরের উপভোক্তাদের বাড়ি গিয়ে ফুল ও মিষ্টির প্যাকেট তুলে দিলেন দাদপুর পঞ্চায়েতের উপপ্রধান ৷
শাসনের দাদপুর পঞ্চায়েতের পকদাহ গ্রামের শতাধিক পরিবারের ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যে আবাস যোজনার প্রথম কিস্তির টাকা ঢুকেছে ৷ প্রাপকদের মধ্যে বেশিরভাগই সিপিআইএম ও আইএসএফ সমর্থক ৷ যেখানে তৃণমূলের কর্মী-সমর্থকদের পরিবার হাতেগোনা ৷ কিন্তু, বিরোধী শিবিরের সমর্থক হওয়া সত্ত্বেও তাঁদের ব্যাংক অ্যাকাউন্টে আগে প্রথম কিস্তির টাকা ঢোকায় সিপিআইএম ও আইএসএফ সমর্থকরা অবাক হয়ে গিয়েছেন ৷
তাঁদের বক্তব্য, "আবাস যোজনা প্রকল্পের টাকা পেতে আগে একাধিকবার আবেদন করেছিলাম ৷ কিন্তু, তখন সেই প্রকল্পের টাকা ঢোকেনি ৷ তাই নিরুপায় হয়ে ত্রিপলের ছাউনি দেওয়া বাড়িতে দিন কাটাতে হয়েছে ৷ অথচ শাসকদলের সমর্থকদের পাকা বাড়ি থাকলেও, আগে তাঁরা টাকা পেয়ে গিয়েছেন ৷" সিপিআইএম ও আইএসএফ সমর্থকদের অভিযোগ ছিল, বিরোধী রাজনৈতিক দলের সমর্থক হওয়ায় তাঁরা বৈষম্যের শিকার হয়েছেন ৷
এই বিষয়ে পাকদহ গ্রামের বাসিন্দা, সিপিআইএম সমর্থক মহম্মদ আবদুল জলিল বলেন, "আবাস যোজনার ঘরের জন্য আমরা বেশ কয়েকবার আবেদন করেছি ৷ কিন্তু, ঘর পাইনি ৷ এবার দেখলাম উলটো ঘটনা ঘটল ৷ আমরাই আগে ঘরের টাকা পেয়ে গিয়েছি ৷ তৃণমূলের লোকেরা বরং কম পেয়েছেন ৷ পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল হাই এ দিন আমাদের বাড়িতে এসে ফুল ও মিষ্টির প্যাকেট দিয়ে অভিনন্দন জানিয়েছেন ৷ রাজ্য সরকারের এই ভূমিকা অবশ্যই প্রশংসার ৷"
একই সুর শোনা গিয়েছে, আইএসএফ সমর্থক মহম্মদ নাজমুল আলমের গলাতেও ৷ তাঁর কথায়, "আমরা বিরোধী দলের সমর্থক ৷ অথচ আমাদের অ্যাকাউন্টে আবাসের টাকা ঢুকেছে আগে ৷ এর কৃতিত্ব অবশ্যই তৃণমূল নেতা আবদুল হাইয়ের ৷ উনি সবসময় গরিব মানুষের পাশে দাঁড়ান ৷ তাঁর এই ভূমিকা বেশ ভালো লেগেছে ৷ সরকারের উদ্যোগেরও প্রশংসা না-করে পারছি না আমরা ৷"
এদিকে, বিষয়টি নিয়ে দাদপুর পঞ্চায়েতের উপপ্রধান ও স্থানীয় তৃণমূল নেতা আবদুল হাই বলেন, "আমরা প্রথম থেকেই বলে এসেছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য কাজ করার ক্ষেত্রে কখনও রাজনৈতিক রং দেখেন না ৷ বাংলা আবাস যোজনার বাড়ি তৈরির টাকা বণ্টনের ক্ষেত্রে বিরোধীরা বারবার পক্ষপাতিত্বের অভিযোগ করে এসেছে আমাদের বিরুদ্ধে ৷ সেটা যে তাদের ভুল অভিযোগ ছিল, আশা করি এবার সকলে তা বুঝবেন ৷"
উপপ্রধান আবাস যোজনার উপভোক্তাদের উদ্দেশে জানিয়েছেন, কেউ আবাসের সুবিধা পাইয়ে দেওয়ার নামে কাটমানি দাবি করলে, উপভোক্তা অবশ্যই তা পঞ্চায়েতে জানাবেন ৷ অভিযুক্তের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আশ্বাস দিয়েছেন তিনি ৷