ETV Bharat / international

ইজরায়েল-হামাস যুদ্ধের এক বছর, ফিরে দেখা যন্ত্রণা-কাল - Israel Hamas War Anniversary

7 অক্টোবর, 2024 ৷ ইজরায়েল-হামাস যুদ্ধের এক বছর অতিক্রান্ত ৷ আজও থামেনি যুদ্ধ ৷ এক বছর পর কেমন আছে দুই দেশ ?

one year of israel hamas war
ইজরায়েল-হামাস যুদ্ধের এক বছর (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 7, 2024, 2:34 PM IST

Updated : Oct 7, 2024, 3:02 PM IST

জেরুজালেম, 7 অক্টোবর: ঠিক এক বছর আগে ইজরায়েলর উপর অতর্কিত হামলা করে হামাস ৷ কোনও কিছু বোঝার আগে হামলায় ধ্বংসস্তুপে পরিণত হয় একাধিক শহর ৷ তবে, মুহূর্তের মধ্যে নিজেদের মাটি শক্ত করে পাল্টা আক্রমণের কথা জানান ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ৷ আজ সেই সন্ত্রাস-ভয়-রক্তপাতের এক বছর অতিক্রান্ত ৷

এখনও কিছু বদলায়নি ৷ একাধিক আলোচনা ও পর্যালোচনার পরও সমাধান সূত্র বের হয়নি ৷ বরং যুদ্ধে বেশ কিছু দেশকে পাশে পেয়েছে ইজরায়েল ৷ সেই সঙ্গে, ইজরায়েলের ইতিহাসে এই দিন গভীর ক্ষতর চিহ্ন রেখে দিয়েছে ৷

One year of israel hamas war
ধুলিসাৎ গাজা (ইটিভি ভারত)

হামাস হামলার পরই দেশজুড়ে জরুরি অবস্থা চালু হয়ে যায় ৷ ক্ষতিগ্রস্তদের উদ্ধার করতে ও স্থানীয়দের নিরাপদ আশ্রয়ে স্থানান্তরিত করতে দেশের সেনা, পুলিশ ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা একত্রে কাজ করে ৷ যুদ্ধে এঁদের মধ্য়ে অনেকেই নিজের পরিবার বা ভালোবাসার মানুষকে হারিয়ে ছিলেন ৷ কিন্তু দেশ তথা দেশবাসীর স্বার্থে প্রিয়জনদের হারানোর সেই দুঃখ যেন মলিন হয়ে গিয়েছিল ৷ ইজরায়েলের স্বাস্থ্য মন্ত্রীর মতে, তাঁরা একে অপরের দুঃখ ভাগ করে নিয়েছিলেন ঠিকই ৷ কিন্তু যুদ্ধের কারণে সকলে এক মানসিক সমস্যায় ভুগছেন আজও ৷ 365 দিন পরেও যুদ্ধের সেই রাতের স্মৃতি তাঁদের যেন তারা করে বেড়াচ্ছে ৷

যুদ্ধের সময় বহু ইজরায়েলিদের নিজেদের বন্দি বানায় হামাস ৷ তথ্য বলছে, এক বছর পরও 251 জনের মধ্যে 97 জন বন্দিকে এখনও তাঁদের কাছেই রেখেছে হামাস ৷ তাই এক বছর আগের সেই ভয়াবহ রাতের স্মৃতি এই 97 জন বন্দিদের পরিবারের কাছে আজও তাজা ৷

হামাসের হামলায় ইজরায়েলে 1205 জনের মৃত্যু হয় ৷ হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, ইজরায়েলর পাল্টা হামলায় গাজায় কমপক্ষে 41 হাজার 455 জনের মৃত্যু হয়েছে ৷ মৃতদের মধ্যে বেশিরভাগ সাধারণ নাগরিক ৷ রাষ্ট্রসংঘ ইতিমধ্যেই এই পরিসংখ্যানে সিলমোহর লাগিয়েছে ৷ যদিও নভেম্বরে যুদ্ধবিরতি ঘোষণা ও 105 বন্দিকে মুক্তি দেওয়ার কারণে, এত বড় আঘাত সত্ত্বেও বিশ্বের একাধিক দেশের সমর্থন পেয়েছে ইজরায়েল ৷

One year of israel hamas war
এখনও চলছে যুদ্ধ (ইটিভি ভারত)

ইজরায়েল প্রথম থেকেই বলে এসেছে, তাঁদের যুদ্ধ সাধারণ নাগরিকদের উদ্দেশ্য়ে নয় ৷ বরং ইরান সমর্থিত হামাসের বিরুদ্ধে ৷ আর সেকথা মেনেই আক্রমণের আগে বারবার সতর্কতা জারি করেছেন সে দেশের প্রধানমন্ত্রী ৷ তবে হামাসের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত অনেকেই ভালোভাবে নেয়নি ৷ অনেকের মতে, প্রধানমন্ত্রী নেতানিয়াহুর এই ধরণের সিদ্ধান্ত সরকারের অবস্থানকে দুর্বল করে দিতে পারে ৷ জঙ্গিদের ক্ষমতা বেড়ে যেতে পারে এর ফলে ৷

ইজরায়েল ডেমোক্রেসি ইনস্টিটিউটের শীর্ষ গবেষক তামার হেরমানের মতে, দেশের অভ্যন্তরে দু'ধরণের মতামতের কারণে রাজনৈতিক বিভাজনের সৃষ্টি হয়েছে ৷ বিশেষ করে উত্তর ইজরায়েলের মানুষের মধ্য সরকার বিরোধী ক্ষোভেরও সৃষ্টি হয়েছে ৷ তাদের ধারণা প্রধানমন্ত্রীর সেই মনোভাবের কারণে এক বছর পরও হিজবুল্লাদের আক্রমণের সম্মুখীন হতে হচ্ছে ৷ সেখানে চলতি হামালার কারণে বহু মানুষ ঘরছাড়া ৷ এখনও জীবনের মূলস্রোতে ফিরতে পারেনি প্রায় 60 হাজার মানুষ ৷ এই আবহে হামাস কিংবা হিজবুল্লাদের সঙ্গে কোনও রকম আলোচনা উচিত নয় বলে মনে করেন অধিকাংশ ইজরায়েলবাসী ৷

এদিকে, এক বছর ধরে চলা যুদ্ধে দেশের অর্থনীতির অবস্থা প্রায় ধসে যেতে শুরু করেছে ৷ এমনকী, হামাসের কালো ছায়া যে সমস্ত এলাকায় পৌঁছতে পারেনি, সেই সমস্ত এলাকায় পৌঁছে গিয়েছে দারিদ্রতা ও অনাহার ৷ যুদ্ধে মানবিকতার খাতিরে বিশ্বের একাধিক দেশের সমর্থন পেয়েছে ইজরায়েল ৷ কিন্তু এক বছর পর এই সমস্ত সমস্যা কাটিয়ে মানসিক শান্তিতে ফিরতে পারেনি ইজরায়েল ৷

অন্যদিকে, যুদ্ধের আঘাত গাজার কাছেও দগদগে হয়ে রয়েছে ৷ ইজরায়েলি ডিফেন্স ফোর্সের একের পর এক মিসাইল হামলা, রকেট হামলায় রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা ৷ তবে এত কিছুর পরও আরও বড় আকারে যুদ্ধের কথা ঘোষণা করেছেন ইরানের শীর্ষ নেতা আলি খামেনি ৷ ফলে এক বছর পরও আজও 2023 সালের 7 অক্টোবরের রাতেই যেন আটকে রয়েছে ইজরায়েল ৷

জেরুজালেম, 7 অক্টোবর: ঠিক এক বছর আগে ইজরায়েলর উপর অতর্কিত হামলা করে হামাস ৷ কোনও কিছু বোঝার আগে হামলায় ধ্বংসস্তুপে পরিণত হয় একাধিক শহর ৷ তবে, মুহূর্তের মধ্যে নিজেদের মাটি শক্ত করে পাল্টা আক্রমণের কথা জানান ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ৷ আজ সেই সন্ত্রাস-ভয়-রক্তপাতের এক বছর অতিক্রান্ত ৷

এখনও কিছু বদলায়নি ৷ একাধিক আলোচনা ও পর্যালোচনার পরও সমাধান সূত্র বের হয়নি ৷ বরং যুদ্ধে বেশ কিছু দেশকে পাশে পেয়েছে ইজরায়েল ৷ সেই সঙ্গে, ইজরায়েলের ইতিহাসে এই দিন গভীর ক্ষতর চিহ্ন রেখে দিয়েছে ৷

One year of israel hamas war
ধুলিসাৎ গাজা (ইটিভি ভারত)

হামাস হামলার পরই দেশজুড়ে জরুরি অবস্থা চালু হয়ে যায় ৷ ক্ষতিগ্রস্তদের উদ্ধার করতে ও স্থানীয়দের নিরাপদ আশ্রয়ে স্থানান্তরিত করতে দেশের সেনা, পুলিশ ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা একত্রে কাজ করে ৷ যুদ্ধে এঁদের মধ্য়ে অনেকেই নিজের পরিবার বা ভালোবাসার মানুষকে হারিয়ে ছিলেন ৷ কিন্তু দেশ তথা দেশবাসীর স্বার্থে প্রিয়জনদের হারানোর সেই দুঃখ যেন মলিন হয়ে গিয়েছিল ৷ ইজরায়েলের স্বাস্থ্য মন্ত্রীর মতে, তাঁরা একে অপরের দুঃখ ভাগ করে নিয়েছিলেন ঠিকই ৷ কিন্তু যুদ্ধের কারণে সকলে এক মানসিক সমস্যায় ভুগছেন আজও ৷ 365 দিন পরেও যুদ্ধের সেই রাতের স্মৃতি তাঁদের যেন তারা করে বেড়াচ্ছে ৷

যুদ্ধের সময় বহু ইজরায়েলিদের নিজেদের বন্দি বানায় হামাস ৷ তথ্য বলছে, এক বছর পরও 251 জনের মধ্যে 97 জন বন্দিকে এখনও তাঁদের কাছেই রেখেছে হামাস ৷ তাই এক বছর আগের সেই ভয়াবহ রাতের স্মৃতি এই 97 জন বন্দিদের পরিবারের কাছে আজও তাজা ৷

হামাসের হামলায় ইজরায়েলে 1205 জনের মৃত্যু হয় ৷ হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, ইজরায়েলর পাল্টা হামলায় গাজায় কমপক্ষে 41 হাজার 455 জনের মৃত্যু হয়েছে ৷ মৃতদের মধ্যে বেশিরভাগ সাধারণ নাগরিক ৷ রাষ্ট্রসংঘ ইতিমধ্যেই এই পরিসংখ্যানে সিলমোহর লাগিয়েছে ৷ যদিও নভেম্বরে যুদ্ধবিরতি ঘোষণা ও 105 বন্দিকে মুক্তি দেওয়ার কারণে, এত বড় আঘাত সত্ত্বেও বিশ্বের একাধিক দেশের সমর্থন পেয়েছে ইজরায়েল ৷

One year of israel hamas war
এখনও চলছে যুদ্ধ (ইটিভি ভারত)

ইজরায়েল প্রথম থেকেই বলে এসেছে, তাঁদের যুদ্ধ সাধারণ নাগরিকদের উদ্দেশ্য়ে নয় ৷ বরং ইরান সমর্থিত হামাসের বিরুদ্ধে ৷ আর সেকথা মেনেই আক্রমণের আগে বারবার সতর্কতা জারি করেছেন সে দেশের প্রধানমন্ত্রী ৷ তবে হামাসের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত অনেকেই ভালোভাবে নেয়নি ৷ অনেকের মতে, প্রধানমন্ত্রী নেতানিয়াহুর এই ধরণের সিদ্ধান্ত সরকারের অবস্থানকে দুর্বল করে দিতে পারে ৷ জঙ্গিদের ক্ষমতা বেড়ে যেতে পারে এর ফলে ৷

ইজরায়েল ডেমোক্রেসি ইনস্টিটিউটের শীর্ষ গবেষক তামার হেরমানের মতে, দেশের অভ্যন্তরে দু'ধরণের মতামতের কারণে রাজনৈতিক বিভাজনের সৃষ্টি হয়েছে ৷ বিশেষ করে উত্তর ইজরায়েলের মানুষের মধ্য সরকার বিরোধী ক্ষোভেরও সৃষ্টি হয়েছে ৷ তাদের ধারণা প্রধানমন্ত্রীর সেই মনোভাবের কারণে এক বছর পরও হিজবুল্লাদের আক্রমণের সম্মুখীন হতে হচ্ছে ৷ সেখানে চলতি হামালার কারণে বহু মানুষ ঘরছাড়া ৷ এখনও জীবনের মূলস্রোতে ফিরতে পারেনি প্রায় 60 হাজার মানুষ ৷ এই আবহে হামাস কিংবা হিজবুল্লাদের সঙ্গে কোনও রকম আলোচনা উচিত নয় বলে মনে করেন অধিকাংশ ইজরায়েলবাসী ৷

এদিকে, এক বছর ধরে চলা যুদ্ধে দেশের অর্থনীতির অবস্থা প্রায় ধসে যেতে শুরু করেছে ৷ এমনকী, হামাসের কালো ছায়া যে সমস্ত এলাকায় পৌঁছতে পারেনি, সেই সমস্ত এলাকায় পৌঁছে গিয়েছে দারিদ্রতা ও অনাহার ৷ যুদ্ধে মানবিকতার খাতিরে বিশ্বের একাধিক দেশের সমর্থন পেয়েছে ইজরায়েল ৷ কিন্তু এক বছর পর এই সমস্ত সমস্যা কাটিয়ে মানসিক শান্তিতে ফিরতে পারেনি ইজরায়েল ৷

অন্যদিকে, যুদ্ধের আঘাত গাজার কাছেও দগদগে হয়ে রয়েছে ৷ ইজরায়েলি ডিফেন্স ফোর্সের একের পর এক মিসাইল হামলা, রকেট হামলায় রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা ৷ তবে এত কিছুর পরও আরও বড় আকারে যুদ্ধের কথা ঘোষণা করেছেন ইরানের শীর্ষ নেতা আলি খামেনি ৷ ফলে এক বছর পরও আজও 2023 সালের 7 অক্টোবরের রাতেই যেন আটকে রয়েছে ইজরায়েল ৷

Last Updated : Oct 7, 2024, 3:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.