ETV Bharat / international

7 অক্টোবর ইজরায়েলে হামলার মাস্টারমাইন্ডকেই নতুন নেতা করল হামাস - NEW HAMAS CHIEF - NEW HAMAS CHIEF

NEW HAMAS CHIEF: হামাস মঙ্গলবার গাজায় তাদের শীর্ষ কর্মী ইয়াহিয়া সিনওয়ারের নাম তাদের নেতা হিসেবে ঘোষণা করেছে ৷ সিনওয়ারই 7 অক্টোবরে ইজরায়েলে হামলার মাস্টারমাইন্ড ৷ তার পূর্বসূরি ইজরায়েলি হামলায় নিহত হন গত সপ্তাহে ৷

ETV BHARAT
হামাসের নতুন নেতা ইয়াহিয়া সিনওয়ার (ছবি: এপি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 7, 2024, 1:23 PM IST

বেইরুট (লেবানন), 6 অগস্ট: গাজার শীর্ষ কর্মী ইয়াহিয়া সিনওয়ারকে নিজেদের নতুন নেতা হিসেবে বেছে নিল হামাস ৷ মঙ্গলবার হামাসের তরফে একথা জানানো হয়েছে ৷ সিনওয়ারই গত 7 অক্টোবর ইজরায়েলে হামলার মাস্টারমাইন্ড ছিল ৷

হামাসের কট্টরপন্থীদের নেতৃত্বদানকারী এবং ইরানের ঘনিষ্ঠ একজন গোপন ব্যক্তিত্ব সিনওয়ার ৷ নেতা হিসেবে তাঁকে বেছে নেওয়াটা হামাসের একটি প্রতিবাদী পদক্ষেপ । সিনওয়ার ইজরায়েলের মোস্ট ওয়ান্টেডদের তালিকায় শীর্ষে রয়েছে ৷ 7 অক্টোবর হামাসের হামলায় দক্ষিণ ইজরায়েলে 1200 জনকে হত্যা করা হয় এবং প্রায় 250 জনকে পণবন্দি করা হয় ৷ সেই ঘটনার পর থেকেই হামাস এবং তাদের নেতৃত্বকে ধ্বংস করতে চায় ইজরায়েল ৷

হামাস এক বিবৃতিতে এদিন বলেছে যে, তারা ইসমাইল হানিয়ার স্থলে অর্থাৎ রাজনৈতিক ব্যুরোর নতুন প্রধান হিসেবে সিনওয়ারকে নাম প্রস্তাব করেছে ৷ গত সপ্তাহে ইরানে ইজরায়েলি হামলায় নিহত হন হানিয়া । এছাড়াও গত সপ্তাহে ইজরায়েল দাবি করে যে, তারা গাজায় জুলাইয়ে একটি বিমান হামলায় হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করছে । যদিও হামাসের তরফে তাঁর মৃত্যুক কথা স্বীকার করা হয়নি ৷ কিছু নিশ্চিত করে বলা হয়নি ৷

বছরের পর বছর কাতারে নির্বাসিত জীবনযাপন করেছে হানিয়া ৷ সে ও সিনওয়ার দুজনেই গাজাতে রয়েছে । 2017 সাল থেকে ভূখণ্ডে হামাসের নেতা হিসাবে সিনওয়ার খুব কমই জনসমক্ষে এসেছে ৷ তবে হামাসের শাসনের রাশ সে নিজের হাতে রেখেছিল । ডেইফ এবং কাসাম ব্রিগেড নামে পরিচিত সশস্ত্র শাখার খুব কাছের মানুষ সিনওয়ার ৷ সে বরাবর দলের সামরিক সক্ষমতা বৃদ্ধির জন্য কাজ করেছে ।

সিনওয়ার 7 অক্টোবরের হামলার পর থেকে গভীর আত্মগোপনে ছিল ৷ সেই সময় ইজরায়েল গাজায় অভিযান শুরু করে এবং বর্তমানে প্য়ালেস্তানীয়দের মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 40,000-এর কাছাকাছি । (এপি)

বেইরুট (লেবানন), 6 অগস্ট: গাজার শীর্ষ কর্মী ইয়াহিয়া সিনওয়ারকে নিজেদের নতুন নেতা হিসেবে বেছে নিল হামাস ৷ মঙ্গলবার হামাসের তরফে একথা জানানো হয়েছে ৷ সিনওয়ারই গত 7 অক্টোবর ইজরায়েলে হামলার মাস্টারমাইন্ড ছিল ৷

হামাসের কট্টরপন্থীদের নেতৃত্বদানকারী এবং ইরানের ঘনিষ্ঠ একজন গোপন ব্যক্তিত্ব সিনওয়ার ৷ নেতা হিসেবে তাঁকে বেছে নেওয়াটা হামাসের একটি প্রতিবাদী পদক্ষেপ । সিনওয়ার ইজরায়েলের মোস্ট ওয়ান্টেডদের তালিকায় শীর্ষে রয়েছে ৷ 7 অক্টোবর হামাসের হামলায় দক্ষিণ ইজরায়েলে 1200 জনকে হত্যা করা হয় এবং প্রায় 250 জনকে পণবন্দি করা হয় ৷ সেই ঘটনার পর থেকেই হামাস এবং তাদের নেতৃত্বকে ধ্বংস করতে চায় ইজরায়েল ৷

হামাস এক বিবৃতিতে এদিন বলেছে যে, তারা ইসমাইল হানিয়ার স্থলে অর্থাৎ রাজনৈতিক ব্যুরোর নতুন প্রধান হিসেবে সিনওয়ারকে নাম প্রস্তাব করেছে ৷ গত সপ্তাহে ইরানে ইজরায়েলি হামলায় নিহত হন হানিয়া । এছাড়াও গত সপ্তাহে ইজরায়েল দাবি করে যে, তারা গাজায় জুলাইয়ে একটি বিমান হামলায় হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করছে । যদিও হামাসের তরফে তাঁর মৃত্যুক কথা স্বীকার করা হয়নি ৷ কিছু নিশ্চিত করে বলা হয়নি ৷

বছরের পর বছর কাতারে নির্বাসিত জীবনযাপন করেছে হানিয়া ৷ সে ও সিনওয়ার দুজনেই গাজাতে রয়েছে । 2017 সাল থেকে ভূখণ্ডে হামাসের নেতা হিসাবে সিনওয়ার খুব কমই জনসমক্ষে এসেছে ৷ তবে হামাসের শাসনের রাশ সে নিজের হাতে রেখেছিল । ডেইফ এবং কাসাম ব্রিগেড নামে পরিচিত সশস্ত্র শাখার খুব কাছের মানুষ সিনওয়ার ৷ সে বরাবর দলের সামরিক সক্ষমতা বৃদ্ধির জন্য কাজ করেছে ।

সিনওয়ার 7 অক্টোবরের হামলার পর থেকে গভীর আত্মগোপনে ছিল ৷ সেই সময় ইজরায়েল গাজায় অভিযান শুরু করে এবং বর্তমানে প্য়ালেস্তানীয়দের মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 40,000-এর কাছাকাছি । (এপি)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.