ETV Bharat / international

'ভাইয়ের কাছে কৃতজ্ঞ', ইউএই প্রেসিডেন্টের আতিথেয়তায় আপ্লুত মোদি; বুধে মন্দির উদ্বোধন - আবুধাবিতে মোদি

PM Modi in UAE: দু'দিনের সংযুক্ত আরব আমিরশাহী সফর শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তিনি আবুধাবিতে পৌঁছনোর পর তাঁকে স্বাগত জানান ইউএই-র প্রেসিডেন্ট মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 13, 2024, 7:47 PM IST

আবুধাবি, 13 ফেব্রুয়ারি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আবুধাবিতে পৌঁছনোর পর তাঁকে আলিঙ্গন করে উষ্ণ অভ্যর্থনা জানালেন সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্ট মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ান । মঙ্গলবার সেখানে প্রধানমন্ত্রী মোদিকে গার্ড অফ অনার দেওয়া হয় ৷ এই আতিথেয়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ৷ বুধবার ইউইএ-তে প্রথম মন্দিরের উদ্বোধন করবেন নমো ৷

প্রধানমন্ত্রী মোদি দু'দিনের সরকারি সফরে সংযুক্ত আরব আমিরশাহী গিয়েছেন ৷ সেখানে তিনি আবুধাবির প্রথম হিন্দু মন্দির 'বিএপিএস মন্দির'-এর উদ্বোধন করতে চলেছেন । সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের সময় মোদি আজ বলেন, "ভাইব্র্যান্ট গুজরাত সম্মেলনের জন্য আমার আমন্ত্রণ গ্রহণ করায় এবং আমার নিজ রাজ্য গুজরাতে আসার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই । আপনি এই অনুষ্ঠানটিকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছেন এবং বিশ্বে এর খ্যাতি বেড়েছে । এখানে বিএপিএস (বোচাসানওয়াসি অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থা) মন্দির নির্মাণ আপনার সমর্থন ছাড়া সম্ভব হত না...৷" বুধবার এই মন্দিরের উদ্বোধন করবেন মোদি । দু'দেশের নেতা আবুধাবিতে ইউপিআই রুপে কার্ড পরিষেবা চালু করেন ।

প্রধানমন্ত্রী তাঁর এই সফরের ছবি নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করে বলেন, "আবুধাবি বিমানবন্দরে আমাকে অভ্যর্থনা জানানোর জন্য আমার ভাই, মহম্মদ বিন জায়েদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ । আমি একটি ফলপ্রসূ সফরের অপেক্ষায় রয়েছি, যা ভারত ও সংযুক্ত আরব আমিরশাহীর মধ্যে বন্ধুত্বকে আরও শক্তিশালী করবে ৷"

দুই দেশের মধ্যে সহযোগিতা আরও বিস্তৃত করতে মোদির সংযুক্ত আরব আমিরশাহীতে এটি অষ্টম সফর এবং দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে তা উল্লেখযোগ্য গুরুত্ব বহন করে । প্রধানমন্ত্রী আজ পরে আবুধাবিতে 'আহলান মোদি' সম্প্রদায়ের অনুষ্ঠানেও ভাষণ দিতে যাচ্ছেন ৷ যদিও ইউএই-র দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ইভেন্টটি ছোট করা হয়েছে ।

দিনের শুরুতে ওই সম্প্রদায়ের নেতা সজীব পুরুষোথামান পিটিআই-কে বলেন যে, আবুধাবির জায়েদ স্পোর্টস সিটি স্টেডিয়ামে প্রধানমন্ত্রী মোদির সবচেয়ে বড় প্রবাসীদের ইভেন্টগুলির মধ্যে একটির প্রস্তুতি ঠিকঠাক চলছিল তবে আবহাওয়ার কারণে অংশগ্রহণ 80,000 থেকে 35,000-এ নেমে এসেছে ৷

ইউএই সফর শেষ করে বুধবার কাতার যাবেন প্রধানমন্ত্রী । 2014 সালের পর এটি হবে মোদির কাতারে দ্বিতীয় সফর । রবিবার কাতারের আমিরের আটজন প্রাক্তন ভারতীয় নৌবাহিনীর অফিসারকে মুক্ত করার পর হতে চলেছে মোদির এই সফর ৷ গুপ্তচরবৃত্তির অভিযোগে তাঁরা কারাগারে বন্দি ছিলেন ৷

আরও পড়ুন:

  1. ভারত-কাতার দ্বিপাক্ষিক আলোচনা, বুধেই দোহায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
  2. আবুধাবিতে প্রথম হিন্দু মন্দির, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
  3. কাতার থেকে ফেরা 'মৃত্যুদণ্ডপ্রাপ্ত' প্রাক্তন নৌসেনা কর্তাদের মুখে মোদির স্তুতি, ভারত মাতা কি জয়

আবুধাবি, 13 ফেব্রুয়ারি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আবুধাবিতে পৌঁছনোর পর তাঁকে আলিঙ্গন করে উষ্ণ অভ্যর্থনা জানালেন সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্ট মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ান । মঙ্গলবার সেখানে প্রধানমন্ত্রী মোদিকে গার্ড অফ অনার দেওয়া হয় ৷ এই আতিথেয়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ৷ বুধবার ইউইএ-তে প্রথম মন্দিরের উদ্বোধন করবেন নমো ৷

প্রধানমন্ত্রী মোদি দু'দিনের সরকারি সফরে সংযুক্ত আরব আমিরশাহী গিয়েছেন ৷ সেখানে তিনি আবুধাবির প্রথম হিন্দু মন্দির 'বিএপিএস মন্দির'-এর উদ্বোধন করতে চলেছেন । সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের সময় মোদি আজ বলেন, "ভাইব্র্যান্ট গুজরাত সম্মেলনের জন্য আমার আমন্ত্রণ গ্রহণ করায় এবং আমার নিজ রাজ্য গুজরাতে আসার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই । আপনি এই অনুষ্ঠানটিকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছেন এবং বিশ্বে এর খ্যাতি বেড়েছে । এখানে বিএপিএস (বোচাসানওয়াসি অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থা) মন্দির নির্মাণ আপনার সমর্থন ছাড়া সম্ভব হত না...৷" বুধবার এই মন্দিরের উদ্বোধন করবেন মোদি । দু'দেশের নেতা আবুধাবিতে ইউপিআই রুপে কার্ড পরিষেবা চালু করেন ।

প্রধানমন্ত্রী তাঁর এই সফরের ছবি নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করে বলেন, "আবুধাবি বিমানবন্দরে আমাকে অভ্যর্থনা জানানোর জন্য আমার ভাই, মহম্মদ বিন জায়েদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ । আমি একটি ফলপ্রসূ সফরের অপেক্ষায় রয়েছি, যা ভারত ও সংযুক্ত আরব আমিরশাহীর মধ্যে বন্ধুত্বকে আরও শক্তিশালী করবে ৷"

দুই দেশের মধ্যে সহযোগিতা আরও বিস্তৃত করতে মোদির সংযুক্ত আরব আমিরশাহীতে এটি অষ্টম সফর এবং দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে তা উল্লেখযোগ্য গুরুত্ব বহন করে । প্রধানমন্ত্রী আজ পরে আবুধাবিতে 'আহলান মোদি' সম্প্রদায়ের অনুষ্ঠানেও ভাষণ দিতে যাচ্ছেন ৷ যদিও ইউএই-র দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ইভেন্টটি ছোট করা হয়েছে ।

দিনের শুরুতে ওই সম্প্রদায়ের নেতা সজীব পুরুষোথামান পিটিআই-কে বলেন যে, আবুধাবির জায়েদ স্পোর্টস সিটি স্টেডিয়ামে প্রধানমন্ত্রী মোদির সবচেয়ে বড় প্রবাসীদের ইভেন্টগুলির মধ্যে একটির প্রস্তুতি ঠিকঠাক চলছিল তবে আবহাওয়ার কারণে অংশগ্রহণ 80,000 থেকে 35,000-এ নেমে এসেছে ৷

ইউএই সফর শেষ করে বুধবার কাতার যাবেন প্রধানমন্ত্রী । 2014 সালের পর এটি হবে মোদির কাতারে দ্বিতীয় সফর । রবিবার কাতারের আমিরের আটজন প্রাক্তন ভারতীয় নৌবাহিনীর অফিসারকে মুক্ত করার পর হতে চলেছে মোদির এই সফর ৷ গুপ্তচরবৃত্তির অভিযোগে তাঁরা কারাগারে বন্দি ছিলেন ৷

আরও পড়ুন:

  1. ভারত-কাতার দ্বিপাক্ষিক আলোচনা, বুধেই দোহায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
  2. আবুধাবিতে প্রথম হিন্দু মন্দির, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
  3. কাতার থেকে ফেরা 'মৃত্যুদণ্ডপ্রাপ্ত' প্রাক্তন নৌসেনা কর্তাদের মুখে মোদির স্তুতি, ভারত মাতা কি জয়
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.