ঢাকা, 17 জুলাই: অনির্দিষ্টকালের জন্য় বন্ধ হল ঢাকা বিশ্ববিদ্যালয় ৷ বুধবার এই কথা ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৷ সংরক্ষণের দাবিতে দেশজুড়ে বিক্ষোভ চলছে ৷ তার জেরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় সংঘর্ষের ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে 6 জনের ৷ তাঁদের মধ্যে 3 জন পড়ুয়া ৷
বাংলাদেশের সংবাদমাধ্যম ঢাকা ট্রিবিউনে প্রকাশিত খবর অনুযায়ী, সহ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক সীতেশ সি বাছার দ্য ডেইলি স্টারকে বলেন, "পড়ুয়াদের নিরাপত্তার দিকটি ভেবেই আমরা অনির্দিষ্ট সময়ের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নিয়েছি এবং হলগুলি খালি করতে বলা হয়েছে ৷"
তাই ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷ তবে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন ৷ এমনকী তাঁরা উপাচার্যের বাড়িতেও চড়াও হয়েছেন বলে খবর ৷
কোটা সংস্কারের দাবিতে প্রতিবাদ শুরু হয় বিশ্ববিদ্যালয়গুলিতে ৷ এদিকে সোমবার শাসকদল আওয়ামি লিগের ছাত্র সংগঠন এই প্রতিবাদের বিরোধিতা করে ৷ শাসকদল দেশের বর্তমান কোটা বা সংরক্ষণ পদ্ধতি সমর্থক ৷ কিন্তু বিক্ষোভকারীরা এর বিরোধিতা করছে ৷ কারণ, এই কোটা পদ্ধতির ফলে মেধাবী ছাত্রছাত্রীদের সরকারি চাকরি পাচ্ছেন না বলে জানা গিয়েছে ৷
গত 5 জুন হাইকোর্ট 2018 সালের একটি সরকারি সার্কুলার নস্যাৎ করে দেয় ৷ এই সার্কুলারটি সরকারি চাকরিতে সংরক্ষণ সংক্রান্ত ৷ এরপর 10 জুলাই বাংলাদেশের সুপ্রিম কোর্ট হাইকোর্টের ওই রায়ের উপর স্থগিতাদেশ জারি করে ৷
দেশের বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন বা ইউজিসি সব বিশ্ববিদ্যালয়গুলিকে পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত সবরকম বিশ্ববিদ্যালয় বিষয়ক সব কাজকর্ম বন্ধ রাখতে নির্দেশ দেয় ৷ পাশাপাশি পড়ুয়াদেরও তাঁদের আবাসিক ছেড়ে দেওয়ার কথা জানানো হয় ৷ এরপরই বুধবার জরুরি ভিত্তিতে বৈঠক করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি প্রণয়নকারী কর্তৃপক্ষ, সিন্ডিকেট ৷