ETV Bharat / international

নিজ্জার হত্যাকাণ্ডে আরও এক ভারতীয় নাগরিক গ্রেফতার ! - Nijjar Murder Case - NIJJAR MURDER CASE

India-Canada Relation: 2023 সালে সারেতে হত্যা করা হয় খালিস্তানপন্থী বিচ্ছিন্নতাবাদী নেতা হরদীপ সিং নিজ্জারকে ৷ সেই ঘটনায় সম্প্রতি 3 ভারতীয় নাগরিককে গ্রেফতার করে কানাডা প্রশাসন ৷ শনিবার আরও এক ভারতীয়কে গ্রেফতার করল ইন্টিগ্রেটেড হোমিসাইড ইনভেস্টিগেশন টিম ৷

NIJJAR MURDER CASE
নিজ্জার হত্যাকাণ্ডে গ্রেফতার আরও এক ভারতীয় (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 12, 2024, 10:16 AM IST

অটোয়া, 12 মে: খালিস্তানপন্থী বিচ্ছিন্নতাবাদী নেতা হরদীপ সিং নিজ্জার হত্যা মামলায় আরও এক ভারতীয়কে গ্রেফতার করল কানাডা প্রশাসন ৷ ধৃতের নাম অমরদীপ সিং ৷ বয়স 22 বছর ৷ কানাডার তিনটি এলাকায় তাঁর বাসস্থানের হদিশ পাওয়া গিয়েছে ৷ কানাডা পুলিশের দাবি, ব্রাম্পটন, সারে এবং অ্যাবটস্ফর্ডের বাসিন্দা তিনি ৷ তাঁর বিরুদ্ধে প্রথম-ডিগ্রি হত্যা এবং হত্যার ষড়যন্ত্রের অভিযোগে মামলা রুজু করা হয়েছে ৷

শনিবার ঘটনাটি সম্পর্কে একটি বিবৃতি প্রকাশ করেছে কানাডার ইন্টিগ্রেটেড হোমিসাইড ইনভেস্টিগেশন টিম (আইএইচআইটি) ৷ বিবৃতিতে সংস্থার দায়িত্বপ্রাপ্ত অফিসার সুপারিনটেনডেন্ট মনদীপ মুকার বলেছেন, "হরদীপ সিং নিজ্জর মামলার তদন্তে উঠে এসেছে অমরদীপ সিং-র নাম ৷ তদন্তের ভিত্তিতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে ৷" আইএইচআইটি-র তথ্য অনুযায়ী, 11 মে গ্রেফতার করা হয়েছে অমরদীপকে ৷ বেআইনি অস্ত্র রাখার অভিযোগে পিল রিজিওনাল পুলিশের হেফাজতে ছিলেন তিনি ৷

2023 সালের 18 জুন ব্রিটিশ কলম্বিয়ার সারেতে স্থিত গুরু নানক শিখ গুরুদুয়ারার সামনে গুলি মেরে হত্যা করা হয় নিজ্জারকে ৷ ঘটনাটিকে কেন্দ্র করে ভারত ও কানাডার মধ্যে শুরু হয় বিস্তর চাপানউতোর ৷ ক্রমশ তলানিতে পৌঁছতে শুরু করে দু'দেশের কূটনৈতিক সম্পর্ক ৷ এই আবহে সম্প্রতি তিন ভারতীয় নাগরিককে গ্রেফতার করে কানাডা সরকার ৷ ধৃত করণ ব্রার (22), কমলপ্রীত সিং (22) এবং করণপ্রীত সিং (28) ভারত সরকার কর্তৃক দায়িত্বপ্রাপ্ত একটি হিট স্কোয়াডের সদস্য বলে দাবি করে কানাডা পুলিশ ৷

যদিও এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় নতুন বিতর্ক ৷ ভারতের তরফে জানান হয় এই গ্রেফতারির বিষয়ে বিস্তারে কোনও তথ্য দেওয়া হয়নি কানাডা সরকারের তরফে ৷ অন্যদিকে, সেদেশের প্রধানমন্ত্রী সাফ জানান, নিজ্জার হত্যা মামলার সঙ্গে যুক্ত সকলকে কড়া শাস্তি দেবে তাঁর সরকার ৷

আরও পড়ুন:

অটোয়া, 12 মে: খালিস্তানপন্থী বিচ্ছিন্নতাবাদী নেতা হরদীপ সিং নিজ্জার হত্যা মামলায় আরও এক ভারতীয়কে গ্রেফতার করল কানাডা প্রশাসন ৷ ধৃতের নাম অমরদীপ সিং ৷ বয়স 22 বছর ৷ কানাডার তিনটি এলাকায় তাঁর বাসস্থানের হদিশ পাওয়া গিয়েছে ৷ কানাডা পুলিশের দাবি, ব্রাম্পটন, সারে এবং অ্যাবটস্ফর্ডের বাসিন্দা তিনি ৷ তাঁর বিরুদ্ধে প্রথম-ডিগ্রি হত্যা এবং হত্যার ষড়যন্ত্রের অভিযোগে মামলা রুজু করা হয়েছে ৷

শনিবার ঘটনাটি সম্পর্কে একটি বিবৃতি প্রকাশ করেছে কানাডার ইন্টিগ্রেটেড হোমিসাইড ইনভেস্টিগেশন টিম (আইএইচআইটি) ৷ বিবৃতিতে সংস্থার দায়িত্বপ্রাপ্ত অফিসার সুপারিনটেনডেন্ট মনদীপ মুকার বলেছেন, "হরদীপ সিং নিজ্জর মামলার তদন্তে উঠে এসেছে অমরদীপ সিং-র নাম ৷ তদন্তের ভিত্তিতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে ৷" আইএইচআইটি-র তথ্য অনুযায়ী, 11 মে গ্রেফতার করা হয়েছে অমরদীপকে ৷ বেআইনি অস্ত্র রাখার অভিযোগে পিল রিজিওনাল পুলিশের হেফাজতে ছিলেন তিনি ৷

2023 সালের 18 জুন ব্রিটিশ কলম্বিয়ার সারেতে স্থিত গুরু নানক শিখ গুরুদুয়ারার সামনে গুলি মেরে হত্যা করা হয় নিজ্জারকে ৷ ঘটনাটিকে কেন্দ্র করে ভারত ও কানাডার মধ্যে শুরু হয় বিস্তর চাপানউতোর ৷ ক্রমশ তলানিতে পৌঁছতে শুরু করে দু'দেশের কূটনৈতিক সম্পর্ক ৷ এই আবহে সম্প্রতি তিন ভারতীয় নাগরিককে গ্রেফতার করে কানাডা সরকার ৷ ধৃত করণ ব্রার (22), কমলপ্রীত সিং (22) এবং করণপ্রীত সিং (28) ভারত সরকার কর্তৃক দায়িত্বপ্রাপ্ত একটি হিট স্কোয়াডের সদস্য বলে দাবি করে কানাডা পুলিশ ৷

যদিও এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় নতুন বিতর্ক ৷ ভারতের তরফে জানান হয় এই গ্রেফতারির বিষয়ে বিস্তারে কোনও তথ্য দেওয়া হয়নি কানাডা সরকারের তরফে ৷ অন্যদিকে, সেদেশের প্রধানমন্ত্রী সাফ জানান, নিজ্জার হত্যা মামলার সঙ্গে যুক্ত সকলকে কড়া শাস্তি দেবে তাঁর সরকার ৷

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.