ETV Bharat / health

শুক্রবারে জন্মালে শান্ত, রবিবারে সাহসী; জানুন আপনার প্রকৃতি - Birth Date Reveals Personality

Birthday Astro Tips: জ্যোতিষশাস্ত্রে প্রতিটি মানুষের জন্ম তারিখের মতো জন্মবারও গুরুত্বপূর্ণ । জন্মবার একটি মানুষ সম্পর্কে অনেক কিছু বলে দিতে পারে । দোষ এবং গুণ সম্পর্কে অনেক কথা জানা যায় তাঁর জন্মবার দেখেই । জানালেন জ্যোতিষী রাহুল দে ৷

Birthday Astro Tips News
জন্মবার অনুযায়ী আপনার চরিত্র কী ? (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 30, 2024, 12:45 PM IST

Updated : Jul 30, 2024, 3:32 PM IST

কলকাতা: জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আমাদের জন্ম তারিখ যেমন চারিত্রিক বৈশিষ্ঠ্য বিচার করে ঠিক তেমনই জন্মবারও আমাদের বৈশিষ্ঠ্যে প্রভাব ফেলে ৷ তাই প্রতিটি ব্যক্তি কেমন তা জানতে যেমন জন্ম তারিখ জানা দরকার, ঠিক তেমনই জন্মবারও খুব গুরুত্বপূর্ণ ৷ জ্যোতিষী রাহুল দে'র মতে, সপ্তাহের বিভিন্ন দিনে জন্ম নেওয়া মানুষের আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকে ।

জ্যোতিষী জানান, জন্মবার আপনার চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে অনেক কিছুই বলে দেবে । জেনে নিন, জন্মবার অনুযায়ী আপনি মানুষ হিসাবে কেমন ?

সোমবার: সোমবার যাঁদের জন্ম, তাঁরা চঞ্চল প্রকৃতির হন ৷ এরা জীবনটা সুখেই কাটান ৷ এরা অত্যন্ত পরিশ্রমী, বুদ্ধিমান প্রকৃতির হয়ে থাকেন ৷ এদের স্মৃতিশক্তি প্রচণ্ড প্রখর হয় ৷ এইবারে যাঁদের জন্ম, তাঁদের সাদা বা ক্রিম রঙের পোশাক পরা শুভ ৷

মঙ্গলবার: এইদিন হনুমানজীর দিন ৷ যাঁদের মঙ্গলবার জন্ম তাঁদের উপর হনুমানের আশীর্বাদ সারাক্ষণ থাকে ৷ এরা খুব রাগী ও শক্তিশালী হন ৷ এরা কঠোর পরিশ্রমী হন ৷ এই বারে যাঁদের জন্ম, তাঁদের লাল বা কমলা রঙের পোশাক পরা শুভ ৷

বুধবার: বুধবারে জন্মানো মানুষ একটু বুদ্ধিমান প্রকৃতির হন ৷ যে কোনও বিষয় এরা সহজে শিখে নিতে পারেন ৷ চাকরির থেকে ব্যবসার দিকে উৎসাহী হয়ে থাকেন এরা ৷ এই বুদ্ধির জোরে যে কোনও ব্যবসা সহজে সফল হতে পারেন ৷ এছাড়াও এরা যে কোনও সমস্যা নিজের বুদ্ধি দিয়ে সমাধান করতে পারে ৷ বুধবারে জন্ম জাতক-জাতিকাদের সবুজ রঙের পোশাক পরা শুভ ৷

বৃহস্পতিবার: বৃহস্পতিবারে জাত ব্যক্তি সচরাচর জ্ঞানী ও বুদ্ধিমান প্রকৃতির হন ৷ এই বারে জন্ম জাতক-জাতিকারা ভালো কথা বলতে পারে ৷ কথার মাধ্যমে যে কোনও কাউকে মুগ্ধ করতে পারেন ৷ সব জিনিসের প্রতি এদের কমবেশি আকর্ষণ থাকে ৷ এই বারে যাঁদের জন্ম হলুদ পোশাক পরা তাঁদের জন্য শুভ ৷

শুক্রবার: শুক্রবার যাঁদের জন্ম তাঁরা খুবই শান্ত প্রকৃতির হন ৷ এরা যে কোনও ঝামেলা থেকেই দূরে থাকতে ভালোবাসে ৷ এদের শৌখিন জিনিসের প্রতি খুব শখ থাকে ৷ এরা বিলাশবহুল জীবনযাপন করতে পছন্দ করেন ৷ এইবারে যাদের জন্ম তাঁদের সাদা বা সিলভার এই রঙের পোশাক পরা শুভ ৷

শনিবার: শনিবার যাঁদের জন্ম তাদের উপর শনিদেবের বিশেষ আশীর্বাদ থাকে ৷ এই বারে জন্মালে খুব আত্মবিশ্বাসী ও ন্যায়পরায়ণ হন ৷ এরা সৎ পথে কঠোর পরিশ্রম করে নিজেদের ভাগ্য পরিবর্তন করে থাকেন ৷ এরা অনেকসময় অমনযোগী হন । এরা নিজেকে সুন্দরভাবে উপস্থাপনা করতে সাজতে ভালোবাসেন । শনিবার যাঁদের জন্ম, তাঁদের নীল বা কালো এই রঙের পোশাক পরা শুভ ৷

রবিবার: রবিবারের দেবতা সূর্য ৷ এইবারে জন্মানো ব্যক্তিরা খুব সাহসী প্রকৃতির হন ৷ এরা কারও তত্ত্বাবধানে কাজ করতে চান না ৷ এরা নিজের কাজ নিজেই করতে চান ৷ এই বারে জন্মানো জাতক-জাতিকারা লাল বা কমলা পোশাক পরলে শুভ ৷

(বিঃ দ্রঃ- ধর্মীয় বিশ্বাস নিজস্ব । এই তথ্য জ্যোতিষীর দেওয়া তথ্য অনুযায়ী নেওয়া হয়েছে ৷ এর জন্য ইটিভি ভারত কোনওভাবে দায়ী নয় ৷ আপনার কোনও জিজ্ঞাসার ক্ষেত্রে বিশেষজ্ঞর পরামর্শ নিন) ৷

কলকাতা: জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আমাদের জন্ম তারিখ যেমন চারিত্রিক বৈশিষ্ঠ্য বিচার করে ঠিক তেমনই জন্মবারও আমাদের বৈশিষ্ঠ্যে প্রভাব ফেলে ৷ তাই প্রতিটি ব্যক্তি কেমন তা জানতে যেমন জন্ম তারিখ জানা দরকার, ঠিক তেমনই জন্মবারও খুব গুরুত্বপূর্ণ ৷ জ্যোতিষী রাহুল দে'র মতে, সপ্তাহের বিভিন্ন দিনে জন্ম নেওয়া মানুষের আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকে ।

জ্যোতিষী জানান, জন্মবার আপনার চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে অনেক কিছুই বলে দেবে । জেনে নিন, জন্মবার অনুযায়ী আপনি মানুষ হিসাবে কেমন ?

সোমবার: সোমবার যাঁদের জন্ম, তাঁরা চঞ্চল প্রকৃতির হন ৷ এরা জীবনটা সুখেই কাটান ৷ এরা অত্যন্ত পরিশ্রমী, বুদ্ধিমান প্রকৃতির হয়ে থাকেন ৷ এদের স্মৃতিশক্তি প্রচণ্ড প্রখর হয় ৷ এইবারে যাঁদের জন্ম, তাঁদের সাদা বা ক্রিম রঙের পোশাক পরা শুভ ৷

মঙ্গলবার: এইদিন হনুমানজীর দিন ৷ যাঁদের মঙ্গলবার জন্ম তাঁদের উপর হনুমানের আশীর্বাদ সারাক্ষণ থাকে ৷ এরা খুব রাগী ও শক্তিশালী হন ৷ এরা কঠোর পরিশ্রমী হন ৷ এই বারে যাঁদের জন্ম, তাঁদের লাল বা কমলা রঙের পোশাক পরা শুভ ৷

বুধবার: বুধবারে জন্মানো মানুষ একটু বুদ্ধিমান প্রকৃতির হন ৷ যে কোনও বিষয় এরা সহজে শিখে নিতে পারেন ৷ চাকরির থেকে ব্যবসার দিকে উৎসাহী হয়ে থাকেন এরা ৷ এই বুদ্ধির জোরে যে কোনও ব্যবসা সহজে সফল হতে পারেন ৷ এছাড়াও এরা যে কোনও সমস্যা নিজের বুদ্ধি দিয়ে সমাধান করতে পারে ৷ বুধবারে জন্ম জাতক-জাতিকাদের সবুজ রঙের পোশাক পরা শুভ ৷

বৃহস্পতিবার: বৃহস্পতিবারে জাত ব্যক্তি সচরাচর জ্ঞানী ও বুদ্ধিমান প্রকৃতির হন ৷ এই বারে জন্ম জাতক-জাতিকারা ভালো কথা বলতে পারে ৷ কথার মাধ্যমে যে কোনও কাউকে মুগ্ধ করতে পারেন ৷ সব জিনিসের প্রতি এদের কমবেশি আকর্ষণ থাকে ৷ এই বারে যাঁদের জন্ম হলুদ পোশাক পরা তাঁদের জন্য শুভ ৷

শুক্রবার: শুক্রবার যাঁদের জন্ম তাঁরা খুবই শান্ত প্রকৃতির হন ৷ এরা যে কোনও ঝামেলা থেকেই দূরে থাকতে ভালোবাসে ৷ এদের শৌখিন জিনিসের প্রতি খুব শখ থাকে ৷ এরা বিলাশবহুল জীবনযাপন করতে পছন্দ করেন ৷ এইবারে যাদের জন্ম তাঁদের সাদা বা সিলভার এই রঙের পোশাক পরা শুভ ৷

শনিবার: শনিবার যাঁদের জন্ম তাদের উপর শনিদেবের বিশেষ আশীর্বাদ থাকে ৷ এই বারে জন্মালে খুব আত্মবিশ্বাসী ও ন্যায়পরায়ণ হন ৷ এরা সৎ পথে কঠোর পরিশ্রম করে নিজেদের ভাগ্য পরিবর্তন করে থাকেন ৷ এরা অনেকসময় অমনযোগী হন । এরা নিজেকে সুন্দরভাবে উপস্থাপনা করতে সাজতে ভালোবাসেন । শনিবার যাঁদের জন্ম, তাঁদের নীল বা কালো এই রঙের পোশাক পরা শুভ ৷

রবিবার: রবিবারের দেবতা সূর্য ৷ এইবারে জন্মানো ব্যক্তিরা খুব সাহসী প্রকৃতির হন ৷ এরা কারও তত্ত্বাবধানে কাজ করতে চান না ৷ এরা নিজের কাজ নিজেই করতে চান ৷ এই বারে জন্মানো জাতক-জাতিকারা লাল বা কমলা পোশাক পরলে শুভ ৷

(বিঃ দ্রঃ- ধর্মীয় বিশ্বাস নিজস্ব । এই তথ্য জ্যোতিষীর দেওয়া তথ্য অনুযায়ী নেওয়া হয়েছে ৷ এর জন্য ইটিভি ভারত কোনওভাবে দায়ী নয় ৷ আপনার কোনও জিজ্ঞাসার ক্ষেত্রে বিশেষজ্ঞর পরামর্শ নিন) ৷

Last Updated : Jul 30, 2024, 3:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.