ETV Bharat / health

গণেশ চতুর্থীতে করুন এই সহজ কাজ, সুখ সমৃদ্ধি বজায় থাকবে জীবনে - Ganesh Chaturthi 2024

author img

By ETV Bharat Features Team

Published : Sep 6, 2024, 7:01 AM IST

Updated : Sep 6, 2024, 11:27 AM IST

Ganesh Chaturthi: শ্রী গণেশ চতুর্থীর উপবাস 7 সেপ্টেম্বর পালন করা হবে । এই পুজোয় কিছু নিয়ম মেনে চললে সংসার সুখ শান্তিতে ভরে উঠবে ও জীবন থেকে নানা সঙ্কট দূর হবে ৷ জানালেন জ্যোতিষী রাহুল দে ৷

Ganesh Chaturthi News
গণেশ চতুর্থী (ইটিভি ভারত)

কলকাতা: গণেশ উৎসব প্রতি বছর গণেশ চতুর্থীর সঙ্গে শুরু হয় । চতুর্থী গণেশের জন্মতিথি হিসাবে পালিত হয় । শাস্ত্র অনুসারে, ভগবান গণেশ সমস্ত ধরণের বাধা দূর করে থাকেন এবং শুভ ফল প্রদানকারী হিসাবে ধরা হয় । এইদিনে গণেশের মূর্তি স্থাপন করা হয় এবং দশ দিন ধরে তাঁর পুজো করা হয় ।

এইবছর 7 সেপ্টেম্বর পুজো শুরু ৷ অর্থাৎ শনিবার শ্রী শ্রী গণেশ চতুর্থী । গণেশ অগ্রপূজ্য দেবতা । অর্থাৎ সকল পুজোর শুরুতে গজাননের পুজো করা হয় । জ্যোতিষীর মতে, এই দিন বাড়িতে গণেশ পুজো করা অত্যন্ত শুভ । এছাড়া এই পুজো করলে জীবন থেকে নানা সঙ্কট দূর হয় এবং সংসারে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পায় । এই দিন কিছু নিয়ম মেনে চললে জীবনে পেতে পারেন সুখ সমৃদ্ধি ৷ জেনে নিন, কী কী করতে পারেন ?

Ganesh Chaturthi News
গণেশ চতুর্থীর শুভ কাজ (নিজস্ব চিত্র)

ভগবান গণেশের দূর্বা ভীষণ প্রিয় ৷ তাই দূর্বা ঘাস গণেশকে নিবেদন করলে ভালো ফল পাওয়া যায় ৷

গণেশ চতুর্থীর দিন স্নান করে ভগবান গণেশকে গুড় ও ঘি দিয়ে ভোগ নিবেদন করা ভালো ৷ পরে বাড়িতে গরু থাকলে তাকে খেতে দিন বা চাইলে বাইরে গোমাতাকেও খাওয়াতে পারেন ৷ এতে অর্থলাভের মনস্কামনা পূর্ণ হবে ৷

এইদিন বাড়িতে গণেশ যন্ত্র স্থাপন করা শুভ হবে ৷ এছাড়াও যাঁদের বিবাহিত জীবন শুভ নয় তাঁদের জন্য এইদিনে 11জোড়া দূর্বা নিবেদন করা শুভ হবে ৷

গণেশপূজোর দিন হলুদ রঙের মিষ্টি নিবেদণ করুন ৷ এতে সংসারে সুখ শান্তি নিয়ে আসবে ৷ ঘরে অশুভ শক্তি প্রবেশ করতে পারে না । ঠাকুরের আসনটা পূর্ব দিকে বা উত্তর দিকে স্থাপন করলে ভালো । গণেশ পুজোর দিন 108 বার গণেশ মন্ত্র ("ওম গণ গণপতয়ে নমহা")পাঠ করুন ।

(বিঃ দ্রঃ- ধর্মীয় বিশ্বাস নিজস্ব । এই তথ্য জ্যোতিষীর দেওয়া তথ্য অনুযায়ী নেওয়া হয়েছে ৷ এর জন্য ইটিভি ভারত কোনওভাবে দায়ী নয় ৷ আপনার কোনও জিজ্ঞাসার ক্ষেত্রে বিশেষজ্ঞর পরামর্শ নিন)

কলকাতা: গণেশ উৎসব প্রতি বছর গণেশ চতুর্থীর সঙ্গে শুরু হয় । চতুর্থী গণেশের জন্মতিথি হিসাবে পালিত হয় । শাস্ত্র অনুসারে, ভগবান গণেশ সমস্ত ধরণের বাধা দূর করে থাকেন এবং শুভ ফল প্রদানকারী হিসাবে ধরা হয় । এইদিনে গণেশের মূর্তি স্থাপন করা হয় এবং দশ দিন ধরে তাঁর পুজো করা হয় ।

এইবছর 7 সেপ্টেম্বর পুজো শুরু ৷ অর্থাৎ শনিবার শ্রী শ্রী গণেশ চতুর্থী । গণেশ অগ্রপূজ্য দেবতা । অর্থাৎ সকল পুজোর শুরুতে গজাননের পুজো করা হয় । জ্যোতিষীর মতে, এই দিন বাড়িতে গণেশ পুজো করা অত্যন্ত শুভ । এছাড়া এই পুজো করলে জীবন থেকে নানা সঙ্কট দূর হয় এবং সংসারে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পায় । এই দিন কিছু নিয়ম মেনে চললে জীবনে পেতে পারেন সুখ সমৃদ্ধি ৷ জেনে নিন, কী কী করতে পারেন ?

Ganesh Chaturthi News
গণেশ চতুর্থীর শুভ কাজ (নিজস্ব চিত্র)

ভগবান গণেশের দূর্বা ভীষণ প্রিয় ৷ তাই দূর্বা ঘাস গণেশকে নিবেদন করলে ভালো ফল পাওয়া যায় ৷

গণেশ চতুর্থীর দিন স্নান করে ভগবান গণেশকে গুড় ও ঘি দিয়ে ভোগ নিবেদন করা ভালো ৷ পরে বাড়িতে গরু থাকলে তাকে খেতে দিন বা চাইলে বাইরে গোমাতাকেও খাওয়াতে পারেন ৷ এতে অর্থলাভের মনস্কামনা পূর্ণ হবে ৷

এইদিন বাড়িতে গণেশ যন্ত্র স্থাপন করা শুভ হবে ৷ এছাড়াও যাঁদের বিবাহিত জীবন শুভ নয় তাঁদের জন্য এইদিনে 11জোড়া দূর্বা নিবেদন করা শুভ হবে ৷

গণেশপূজোর দিন হলুদ রঙের মিষ্টি নিবেদণ করুন ৷ এতে সংসারে সুখ শান্তি নিয়ে আসবে ৷ ঘরে অশুভ শক্তি প্রবেশ করতে পারে না । ঠাকুরের আসনটা পূর্ব দিকে বা উত্তর দিকে স্থাপন করলে ভালো । গণেশ পুজোর দিন 108 বার গণেশ মন্ত্র ("ওম গণ গণপতয়ে নমহা")পাঠ করুন ।

(বিঃ দ্রঃ- ধর্মীয় বিশ্বাস নিজস্ব । এই তথ্য জ্যোতিষীর দেওয়া তথ্য অনুযায়ী নেওয়া হয়েছে ৷ এর জন্য ইটিভি ভারত কোনওভাবে দায়ী নয় ৷ আপনার কোনও জিজ্ঞাসার ক্ষেত্রে বিশেষজ্ঞর পরামর্শ নিন)

Last Updated : Sep 6, 2024, 11:27 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.