ETV Bharat / health

বাড়িতে লাগাতে পারেন নিম গাছ থেকে শুরু করে অর্কিড-উপকারিতা অনেক

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 3, 2024, 7:38 PM IST

Plant Tips: বাড়িতে গাছ লাগালে ইতিবাচক প্রভাব পড়ে ৷ মন ভালো রাখতেও গাছ লাগানো কার্যকরী ৷ এছাড়াও গাছ মুক্ত বাতাস দিতে সাহায্য করে ৷

Plant Tips News
বাড়িতে লাগাতে পারেন এই গাছ গুলি

হায়দরাবাদ: গাছপালা কার না ভালোলাগে ৷ বাড়ির বাগান বা ঘরের ভিতরে গাছ লাগালে নানা ধরনের উপকার হয় ৷ এছাড়াও বাস্তু নিয়ম মেনে অনেকেই অনেক কিছু গাছ লাগিয়ে থাকেন ৷ যা আমাদের নেতিবাচক ক্ষমতা দূর করতে সাহায্য় করে ৷ বাস্তুমতে বলা হয়ে থাকে কিছু গাছপালা শক্তির প্রবাহ ও বারসাম্য় বজায় রাখতে সাহায্য় করে ৷ এছাড়াও কিছু পজেটিজ এনার্জি দিতে সাহায্য় করে ৷ জেনে নিন, কী কী গাছ বাড়িতে রাখতে পারেন ?

লাকি ব্যাম্বু: ফেংশুই এর মতে, লাকি ব্যাম্বু শুভ বলে মনা করা হয় ৷ বাস্তুবিদরা বলে থাকেন, এই লাকি ব্যাম্বু ঘরে লাগানো সৌভাগ্য়, শান্তি নিয়ে আসে ৷ এটি আপনি ঘরে, অফিসের ডেস্কে রাখতে পারেন ৷ এছড়াও এটি কাউকে উপহার দেওয়ার ক্ষেত্রে এই লাকি ব্যম্বু দিতে পারেন ৷

নিম গাছ: নিম গাছ স্বাস্থ্যের জন্য যেমন উপকারী তেমনি বাস্তুমতেও নিমগাছকে ভালো শক্তির প্রদাহ প্রমাণ করে ৷ বাস্তুবিদদের মতে, নিমগাছ বাড়ির উত্তর পশ্চিম দিকে রাখতে পারেন ৷

মানিপ্ল্যান্ট: মানিপ্ল্যান্ট যেমন বাড়িকে সুন্দর রাখতে সাহায্য় করে তেমনি বাস্তুবিদদের মতে মানিপ্ল্যান্টের অনেক উপাকরিতা রয়েছে ৷ বিশেষজ্ঞরা বলেন মানিপ্ল্যান্ট শুক্রের সঙ্গে জড়িত ৷ এটি আপনি বাড়ির দক্ষিণ পূর্ব কোনে রাখতে পারেন ৷

অশ্বত্থ গাছ: বাস্তুমতে দুঃখ দুর্দশা দূর করতে সাহায্য় করে এই গাছ ৷ এছাড়াও ভেষজ হিসাবে দরুন ভাবে উপকারী ৷ এটি আপনার বাড়ির ব্যলকোনিতে এই গাছ লাগাতে পারেন ৷ এছাড়াও বলা হয়ে থাকে অভাব দুকর করতেও সাহায্য় করে এই গাছ ৷

তুলসী গাছ: প্রায়ই সব বাড়িতেই তুলসী গাছকে দেবতা রূপে পূজা করা হয় ৷ এছাড়াও এর ভেষজ হিসাবে এর বহুগুণ ৷ এছাড়াও এই গাছ অক্সিজেন বিকিরণ করতে সাহায্য় করে ৷

অর্কিড: বাস্তুমতে অর্কিড সম্পদ ও প্রাচুর্যের প্রতীক ৷ এই গাছ ইতিবাচক প্রভাব ফেলতে সাহায্য় করে ৷ এছাড়াও এই গাছ বাড়ির পজিটিভ ভাইবস আনতে সাহায্য় করে ৷

আরও পড়ুন:

  1. বিশ্ব শ্রবণ দিবস আজ, জেনে নিন ইতিহাস থেকে বিস্তারিত
  2. আজ বিশ্ব জন্মগত ত্রুটি দিবস, দিনটি সম্পর্কে জেনে নিন বিস্তারিত
  3. রক্তচাপ নিয়ন্ত্রণ থেকে ওজন কমানো- ওটসের উপকারিতা অনেক; রইল বিস্তারিত

(তথ্যগুলি সাধারণ তথ্যের ভিত্তিতে, বিশদে জানতে বিশেষজ্ঞের পরামর্শ নিন)

হায়দরাবাদ: গাছপালা কার না ভালোলাগে ৷ বাড়ির বাগান বা ঘরের ভিতরে গাছ লাগালে নানা ধরনের উপকার হয় ৷ এছাড়াও বাস্তু নিয়ম মেনে অনেকেই অনেক কিছু গাছ লাগিয়ে থাকেন ৷ যা আমাদের নেতিবাচক ক্ষমতা দূর করতে সাহায্য় করে ৷ বাস্তুমতে বলা হয়ে থাকে কিছু গাছপালা শক্তির প্রবাহ ও বারসাম্য় বজায় রাখতে সাহায্য় করে ৷ এছাড়াও কিছু পজেটিজ এনার্জি দিতে সাহায্য় করে ৷ জেনে নিন, কী কী গাছ বাড়িতে রাখতে পারেন ?

লাকি ব্যাম্বু: ফেংশুই এর মতে, লাকি ব্যাম্বু শুভ বলে মনা করা হয় ৷ বাস্তুবিদরা বলে থাকেন, এই লাকি ব্যাম্বু ঘরে লাগানো সৌভাগ্য়, শান্তি নিয়ে আসে ৷ এটি আপনি ঘরে, অফিসের ডেস্কে রাখতে পারেন ৷ এছড়াও এটি কাউকে উপহার দেওয়ার ক্ষেত্রে এই লাকি ব্যম্বু দিতে পারেন ৷

নিম গাছ: নিম গাছ স্বাস্থ্যের জন্য যেমন উপকারী তেমনি বাস্তুমতেও নিমগাছকে ভালো শক্তির প্রদাহ প্রমাণ করে ৷ বাস্তুবিদদের মতে, নিমগাছ বাড়ির উত্তর পশ্চিম দিকে রাখতে পারেন ৷

মানিপ্ল্যান্ট: মানিপ্ল্যান্ট যেমন বাড়িকে সুন্দর রাখতে সাহায্য় করে তেমনি বাস্তুবিদদের মতে মানিপ্ল্যান্টের অনেক উপাকরিতা রয়েছে ৷ বিশেষজ্ঞরা বলেন মানিপ্ল্যান্ট শুক্রের সঙ্গে জড়িত ৷ এটি আপনি বাড়ির দক্ষিণ পূর্ব কোনে রাখতে পারেন ৷

অশ্বত্থ গাছ: বাস্তুমতে দুঃখ দুর্দশা দূর করতে সাহায্য় করে এই গাছ ৷ এছাড়াও ভেষজ হিসাবে দরুন ভাবে উপকারী ৷ এটি আপনার বাড়ির ব্যলকোনিতে এই গাছ লাগাতে পারেন ৷ এছাড়াও বলা হয়ে থাকে অভাব দুকর করতেও সাহায্য় করে এই গাছ ৷

তুলসী গাছ: প্রায়ই সব বাড়িতেই তুলসী গাছকে দেবতা রূপে পূজা করা হয় ৷ এছাড়াও এর ভেষজ হিসাবে এর বহুগুণ ৷ এছাড়াও এই গাছ অক্সিজেন বিকিরণ করতে সাহায্য় করে ৷

অর্কিড: বাস্তুমতে অর্কিড সম্পদ ও প্রাচুর্যের প্রতীক ৷ এই গাছ ইতিবাচক প্রভাব ফেলতে সাহায্য় করে ৷ এছাড়াও এই গাছ বাড়ির পজিটিভ ভাইবস আনতে সাহায্য় করে ৷

আরও পড়ুন:

  1. বিশ্ব শ্রবণ দিবস আজ, জেনে নিন ইতিহাস থেকে বিস্তারিত
  2. আজ বিশ্ব জন্মগত ত্রুটি দিবস, দিনটি সম্পর্কে জেনে নিন বিস্তারিত
  3. রক্তচাপ নিয়ন্ত্রণ থেকে ওজন কমানো- ওটসের উপকারিতা অনেক; রইল বিস্তারিত

(তথ্যগুলি সাধারণ তথ্যের ভিত্তিতে, বিশদে জানতে বিশেষজ্ঞের পরামর্শ নিন)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.