ETV Bharat / health

ফ্রিজে মাংস সংরক্ষণ করছেন, জানেন কতদিনের মধ্যে খাওয়া ভালো? - Meat stored in refrigerator

Stock Meat In Refrigerator: পুষ্টিবিদদের মতে, প্রোটিন সমৃদ্ধ খাবারে ব্যাক্টেরিয়াঘটিত সংক্রমণ হওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি । তাই এই ধরনের খাবার রান্না করা এবং সংরক্ষণ করার প্রক্রিয়াটি খুব গুরুত্বপূর্ণ । আপনি কি জানেন ফ্রিজে মাংস কতদিন সংরক্ষণ করতে পারেন ?

Stock Meat In Refrigerator News
ফ্রিজে মাংস সংরক্ষণ করছেন
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 13, 2024, 3:44 PM IST

হায়দরাবাদ: কাঁচা হোক বা রান্না করা নির্দিষ্ট সময়ের পরে মাংসের পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় ৷ তবে ফ্রিজে মাংস রাখেন না এমন মানুষ কমই আছে ৷ প্রতিদিন বাজার করার ঝামেলা এড়াতেই আমরা মাছ-মাংস কিনে ফ্রিজে সংরক্ষণ করি । ফ্রিজ রেখে রোজ বাজার করার ঝামেলা এড়িয়ে আমরা নিশ্চিন্তে তাজা মাছ-মাংস খেতে পারি । তবে আপনি কি জানেন কতদিন পর্যন্ত মাংস সংরক্ষণ করলে পুষ্টিগুণ বজায় থাকে? তার জন্য কিছু বিষয় মাথায় রাখা প্রয়োজন (How do you make meat last longer in the fridge) ৷

প্রথমত, যদি সঠিক তাপমাত্রায় মাংস সংরক্ষণ করা হলে অনেকদিন পর্যন্ত ভালো থাকে ৷ মাংস বাজার থেকে কিনেই পরিষ্কার করে সঙ্গে সঙ্গে ডিপ ফ্রিজে রাখা প্রয়োজন ৷ কারণ তরতাজা অবস্থায় না রাখা হলে মাংসের স্বাদ এবং পুষ্টিগুণের পরিবর্তন দেখা দিতে পারে ৷ এর জন্য আপনি অ্যলুমিনিয়াম ফয়েল বা কোনও কৌটেতে রেখে দিলে মাংসের গুণমাণ ভালো থাকে ৷ তবে মনে রাখবেন প্লাস্টিক ব্যাগে করে মাছ মাংস রাখবেন না ৷ এতে শরীরের উপর প্রভাব পড়তে পারে ৷ সবসময় চেষ্টা করবেন মাংস এমন পাত্রে রাখতে যেখানে বাতাস প্রবেশ করে না ৷

পুষ্টিবিদদের মতে, প্রোটিনজাতীয় খাবারে ব্যাক্টেরিয়াঘটিত সংক্রমণ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তাই মাংস রান্না করা এবং সংরক্ষণ করার প্রক্রিয়াটি খুব গুরুত্বপূর্ণ । না হলে পেটে সংক্রমণ হওয়ার ঝুঁকি থাকে ৷ বিশেষজ্ঞরা বলেন, কাঁচা মুরগির মাংস ডিপ ফ্রিজে সাধারণত সাত দিন পর্যন্ত রাখা যায় ৷ রান্না করা মাংস ফ্রিজে 2-3 দিন ভালো থাকে ৷ যেহেতু ঠান্ডা জায়গায় ব্যাকটেরিয়া সংক্রমণের আশঙ্কা বেশি থাকে তাই ছত্রাক হয়ে যাওয়ার আশঙ্কা থেকে যায় ৷

হায়দরাবাদ: কাঁচা হোক বা রান্না করা নির্দিষ্ট সময়ের পরে মাংসের পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় ৷ তবে ফ্রিজে মাংস রাখেন না এমন মানুষ কমই আছে ৷ প্রতিদিন বাজার করার ঝামেলা এড়াতেই আমরা মাছ-মাংস কিনে ফ্রিজে সংরক্ষণ করি । ফ্রিজ রেখে রোজ বাজার করার ঝামেলা এড়িয়ে আমরা নিশ্চিন্তে তাজা মাছ-মাংস খেতে পারি । তবে আপনি কি জানেন কতদিন পর্যন্ত মাংস সংরক্ষণ করলে পুষ্টিগুণ বজায় থাকে? তার জন্য কিছু বিষয় মাথায় রাখা প্রয়োজন (How do you make meat last longer in the fridge) ৷

প্রথমত, যদি সঠিক তাপমাত্রায় মাংস সংরক্ষণ করা হলে অনেকদিন পর্যন্ত ভালো থাকে ৷ মাংস বাজার থেকে কিনেই পরিষ্কার করে সঙ্গে সঙ্গে ডিপ ফ্রিজে রাখা প্রয়োজন ৷ কারণ তরতাজা অবস্থায় না রাখা হলে মাংসের স্বাদ এবং পুষ্টিগুণের পরিবর্তন দেখা দিতে পারে ৷ এর জন্য আপনি অ্যলুমিনিয়াম ফয়েল বা কোনও কৌটেতে রেখে দিলে মাংসের গুণমাণ ভালো থাকে ৷ তবে মনে রাখবেন প্লাস্টিক ব্যাগে করে মাছ মাংস রাখবেন না ৷ এতে শরীরের উপর প্রভাব পড়তে পারে ৷ সবসময় চেষ্টা করবেন মাংস এমন পাত্রে রাখতে যেখানে বাতাস প্রবেশ করে না ৷

পুষ্টিবিদদের মতে, প্রোটিনজাতীয় খাবারে ব্যাক্টেরিয়াঘটিত সংক্রমণ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তাই মাংস রান্না করা এবং সংরক্ষণ করার প্রক্রিয়াটি খুব গুরুত্বপূর্ণ । না হলে পেটে সংক্রমণ হওয়ার ঝুঁকি থাকে ৷ বিশেষজ্ঞরা বলেন, কাঁচা মুরগির মাংস ডিপ ফ্রিজে সাধারণত সাত দিন পর্যন্ত রাখা যায় ৷ রান্না করা মাংস ফ্রিজে 2-3 দিন ভালো থাকে ৷ যেহেতু ঠান্ডা জায়গায় ব্যাকটেরিয়া সংক্রমণের আশঙ্কা বেশি থাকে তাই ছত্রাক হয়ে যাওয়ার আশঙ্কা থেকে যায় ৷

আরও পড়ুন:

  1. আজ ধূমপানমুক্ত দিবস, সচেতনতা বাড়াতে কী পদক্ষেপ! ইটিভি ভারতকে জানালেন বিশিষ্ট চিকিৎসক
  2. তামাক শিল্প থেকে শিশুদের রক্ষা, প্রতিপাদ্য নিয়ে পালিত হয় ধূমপানমুক্ত দিবস
  3. আজ বিশ্ব গ্লুকোমা দিবস, তাৎপর্য থেকে ইতিহাস জেনে নিন বিশদে

(পরামর্শগুলি শুধুমাত্র সাধারণ তথ্যের ভিত্তিতে ৷ আপনার কোনও প্রশ্ন থাকলে ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.