ETV Bharat / entertainment

কাঞ্চনের মন্তব্যের জের! বিশেষ চলচ্চিত্র পুরস্কার ফেরালেন সুদীপ্তা - Sudipta Chakraborty

author img

By ETV Bharat Entertainment Team

Published : Sep 3, 2024, 7:08 PM IST

Sudipta Chakraborty Returns Special Film Award: নির্যাতিতার বিচার চেয়ে অভিনব প্রতিবাদ অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীর ৷ রাজ্য সরকারের দেওয়া বিশেষ চলচ্চিত্র পুরস্কার ফিরিয়ে দিলেন অভিনেত্রী ৷

Sudipta Chakraborty Returns Special Film Award
সুদীপ্তা চক্রবর্তী-কাঞ্চন মল্লিক (ইটিভি ভারত)

হায়দরাবাদ, 3 সেপ্টেম্বর: প্রতিবাদী স্বর আরও জোড়ালো হল অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীর ৷ আপোষ না করে শিরদাঁড়া সোজা রেখে নিজের অবস্থান স্পষ্ট করলেন তিনি ৷ তৃণমূল নেতা-অভিনেতা কাঞ্চন মল্লিকের বিতর্কিত মন্তব্যের পর মঙ্গলবার ইমেল করে রাজ্য সরকারের তরফে পাওয়া বিশেষ চলচ্চিত্র সম্মান ফিরিয়ে দিলেন সুদীপ্তা ৷

প্রথম এই খবর সোশাল মিডিয়ায় জানান অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় ৷ তারপর সোশাল মিডিয়ায় চিঠির বৃত্তান্ত ও মনের কথা তুলে ধরেন সুদীপ্তা ৷ তিনি ক্যাপশনে লেখেন, "আপোষ করিনি। আপোষ করবো না। ভেবেছিলাম সরকারি পুরস্কার আমার যোগ্যতার জন্য দেওয়া হয়েছিল। পরশু রাতে মাননীয় বিধায়ক যখন দাবি জানালেন রাস্তায় নামলে পুরস্কার ফেরত দেওয়ার, সিদ্ধান্ত তখনই নিয়ে নিয়েছিলাম। ইমেল ঠিকানা পেয়ে চিঠিটা পাঠাতে একটু দেরি হল।" এই পোস্টের পর অভিনেত্রী জানান, তিনি ন্যায়বিচার চেয়ে লড়ছেন, লড়বেন ৷

একনজরে দেখে নেওয়া যাক কী লিখেছেন ইমেলে

চিঠিতে ইংলিশে লেখা ৷ সেটির বাংলা করলে দাঁড়ায়, "গভীর বেদনার সঙ্গে এই ইমেল পাঠাচ্ছি ৷ চলচ্চিত্রে অবদানের জন্য 2013 সালের 24 জুলাই রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দফতর থেকে আমাকে স্পেশাল ফিল্ম অ্যাওয়ার্ড সম্মানে ভূষিত করা হয়েছিল ৷ আমি সেটা ফেরত দিতে চাই ৷ আমি বিগত 30 বছর ধরে সিনেমা-টিভি ইন্ডাস্ট্রিতে কাজ করে চলেছি ৷ 2000 সালে সম্মানীয় তৎকালীন রাষ্ট্রপতির হাত থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে আমি সম্মানিত ৷ তবে নিজের রাজ্যে কাজের সম্মান পাওয়া আরও বড় বিষয় ৷ আরও বড় গর্বের ৷"

এরপর তিনি চিঠিতে লেখেন, "আপনাদের তরফ থেকে যে সার্টিফিকেট দেওয়া হয়েছিল তা গতকাল রাত পর্যন্ত আমার দেওয়ালে ঝুলছিল ৷ তবে বর্তমান পরিস্থিতিতে সম্মানীয় কাঞ্চন মল্লিক পয়লা সেপ্টেম্বর যে মন্তব্য করেছেন তার জন্য আমি এই পুরস্কার ফিরত দিতে চাইছি ৷ আমি আমার সার্টিফিকেটও ফেরত দিতে চাইছি ৷ পাশাপাশি, 25 হাজার টাকা নগদ পুরস্কার দেওয়া হয়েছিল, সেটাও কীভাবে ফেরত দেব বা কোন বিভাগে ফেরত দিতে পারব সেটা জানালে ভালো হয় ৷" এদিন সকালেই নাট্যকার চন্দন সেনের দীনবন্দু মিত্র পুরস্কার ফিরিয়ে দেওয়ার খবর সামনে আসে ৷ এবার সেই তালিকায় জুড়ে গেল অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীরও নামও ৷

হায়দরাবাদ, 3 সেপ্টেম্বর: প্রতিবাদী স্বর আরও জোড়ালো হল অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীর ৷ আপোষ না করে শিরদাঁড়া সোজা রেখে নিজের অবস্থান স্পষ্ট করলেন তিনি ৷ তৃণমূল নেতা-অভিনেতা কাঞ্চন মল্লিকের বিতর্কিত মন্তব্যের পর মঙ্গলবার ইমেল করে রাজ্য সরকারের তরফে পাওয়া বিশেষ চলচ্চিত্র সম্মান ফিরিয়ে দিলেন সুদীপ্তা ৷

প্রথম এই খবর সোশাল মিডিয়ায় জানান অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় ৷ তারপর সোশাল মিডিয়ায় চিঠির বৃত্তান্ত ও মনের কথা তুলে ধরেন সুদীপ্তা ৷ তিনি ক্যাপশনে লেখেন, "আপোষ করিনি। আপোষ করবো না। ভেবেছিলাম সরকারি পুরস্কার আমার যোগ্যতার জন্য দেওয়া হয়েছিল। পরশু রাতে মাননীয় বিধায়ক যখন দাবি জানালেন রাস্তায় নামলে পুরস্কার ফেরত দেওয়ার, সিদ্ধান্ত তখনই নিয়ে নিয়েছিলাম। ইমেল ঠিকানা পেয়ে চিঠিটা পাঠাতে একটু দেরি হল।" এই পোস্টের পর অভিনেত্রী জানান, তিনি ন্যায়বিচার চেয়ে লড়ছেন, লড়বেন ৷

একনজরে দেখে নেওয়া যাক কী লিখেছেন ইমেলে

চিঠিতে ইংলিশে লেখা ৷ সেটির বাংলা করলে দাঁড়ায়, "গভীর বেদনার সঙ্গে এই ইমেল পাঠাচ্ছি ৷ চলচ্চিত্রে অবদানের জন্য 2013 সালের 24 জুলাই রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দফতর থেকে আমাকে স্পেশাল ফিল্ম অ্যাওয়ার্ড সম্মানে ভূষিত করা হয়েছিল ৷ আমি সেটা ফেরত দিতে চাই ৷ আমি বিগত 30 বছর ধরে সিনেমা-টিভি ইন্ডাস্ট্রিতে কাজ করে চলেছি ৷ 2000 সালে সম্মানীয় তৎকালীন রাষ্ট্রপতির হাত থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে আমি সম্মানিত ৷ তবে নিজের রাজ্যে কাজের সম্মান পাওয়া আরও বড় বিষয় ৷ আরও বড় গর্বের ৷"

এরপর তিনি চিঠিতে লেখেন, "আপনাদের তরফ থেকে যে সার্টিফিকেট দেওয়া হয়েছিল তা গতকাল রাত পর্যন্ত আমার দেওয়ালে ঝুলছিল ৷ তবে বর্তমান পরিস্থিতিতে সম্মানীয় কাঞ্চন মল্লিক পয়লা সেপ্টেম্বর যে মন্তব্য করেছেন তার জন্য আমি এই পুরস্কার ফিরত দিতে চাইছি ৷ আমি আমার সার্টিফিকেটও ফেরত দিতে চাইছি ৷ পাশাপাশি, 25 হাজার টাকা নগদ পুরস্কার দেওয়া হয়েছিল, সেটাও কীভাবে ফেরত দেব বা কোন বিভাগে ফেরত দিতে পারব সেটা জানালে ভালো হয় ৷" এদিন সকালেই নাট্যকার চন্দন সেনের দীনবন্দু মিত্র পুরস্কার ফিরিয়ে দেওয়ার খবর সামনে আসে ৷ এবার সেই তালিকায় জুড়ে গেল অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীরও নামও ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.