হায়দরাবাদ, 25 জুন: ছয় বছরের অপেক্ষা শেষ হতে চলেছে ৷ পর্দায় আসছে 'স্ত্রী 2' ৷ রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুর অভিনীত 'স্ত্রী 2'-এর টিজার এল প্রকাশ্যে ৷ 2018 সালে সিলভার স্ক্রিনে যে স্টারকাস্ট ছিল, তাঁদেরকে সঙ্গে নিয়েই এসেছে ছবির সিক্যুয়েল ৷ সোশাল মিডিয়ায় টিজার আসতেই তা ছড়িয়ে পড়েছে নেটপাড়ায় ৷
প্রযোজনা সংস্থা ম্যাডডক ফিল্মসের তরফে টিজার শেয়ার করা হয়েছে ৷ ক্যাপশনে লেখা, "এবার চান্দেরিতে স্বাধীনতার দিন আতঙ্ক ছড়াবে ৷ লেজেন্ডরা ফিরছেন স্বাধীনতা দিবসের দিন অর্থাৎ 15 অগস্ট 2024 ৷" রাজকুমার, শ্রদ্ধার সঙ্গে জুটিতে ফিরছেন পঙ্কজ ত্রিপাঠী, অপারশক্তি খুরানা ও অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ এর আগে ছবির টিজার ছাড়া হয়েছিল হরর-কমেডি ছবি মুঞ্জয়া'র সঙ্গে ৷ একমাত্র প্রেক্ষাগৃহে যে সকল দর্শক মুঞ্জয়া দেখতে গিয়েছিলেন তাঁরাই ছবির টিজার দেখতে পান ৷ এরপর সেই ভিডিয়ো লিক হয়ে যায় অনলাইনে ৷
টিজার শুরু হয় দারুণ সংলাপ দিয়ে ৷ স্ক্রিনে ভেসে ওঠে, "দ্য লেজেন্ড ইজ ব্যাক ৷" এরপরেই শোনা যায় রাজকুমার রাওয়ের চিৎকার ৷ তিনি বলেন ওঠেন, "আরে এতো সত্যিই চলে এসেছে ৷" মজাদার এই ভিডিয়ো নিমেষে অনুরাগীদের মন জয় করে নেয় ৷ কমেন্ট সেকশন ভরে যায় শুভেচ্ছা ৷ কেউ লেখেন, "ছবিতে শ্রদ্ধা কাপুরকে এত সুন্দর লাগছে যে ভূতও চাইবে তাঁর সঙ্গে সেলফি তুলতে ৷" আবার কেউ লিখেছেন, "ও স্ত্রী জলদি আনা ৷"
SHRADDHA KAPOOR - RAJKUMMAR RAO: ‘STREE 2’ TEASER IS HERE… 15 AUG *INDEPENDENCE DAY* RELEASE… #JioStudios and #MaddockFilms unveil the teaser of #Stree2, sequel to the much-loved and immensely successful #Stree [2018].
— taran adarsh (@taran_adarsh) June 25, 2024
Directed by #AmarKaushik, #Stree2 features the original… pic.twitter.com/NTGevJefz2
প্রসঙ্গত, দিনেশ ভিজন ও জিও স্টুডিয়ো প্রযোজিত ছবিটি পরিচালনা করেছেন অমর কৌশিক ৷ 2018 সালে মুক্তি পেয়েছিল 'স্ত্রী' ৷ বক্সঅফিসে 'ম্যাসিভ হিট' করে এই ছবি ৷ স্বাধীনতা দিবসে অক্ষয় কুমার ও জন আব্রাহামের ছবির সঙ্গে বক্সঅফিস দখলে রয়েছে এই ছবিও ৷ কার ভাগ্যে শিকে ছেড়ে, তা সময় বলবে ৷