ETV Bharat / entertainment

ভারতের মঞ্চে নিক জোনাসের গাওয়া 'মান মেরি জান' ঘায়েল করল দীপিকাকে - নিক জোনাস

Deepika Padukone Shares Video of Nick Jonas: ভারতে নিক জোনাসের প্রথম পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করলেন দীপিকা পাড়ুকোন ৷ সোশাল মিডিয়ায় তিনি নিকের গাওয়া গান শেয়ার করেছেন ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 31, 2024, 3:36 PM IST

হায়দরাবাদ, 31 জানুয়ারি: নিক জোনাসের গান শুনে ফিদা দীপিকা পাড়ুকোন ৷ লোল্লাপালুজা ইন্ডিয়া 2024-এ কিং-এর সঙ্গে নিক জোনাসের গাওয়া 'মান মেরি জান' শুনে তিনি মুগ্ধ ৷

অন্যতম সেলিব্রিটি দম্পতি হিসাবে পরিচিত প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাস ৷ স্বাভাবিকভাবেই জোনাস ব্রাদার্সের সঙ্গে ভারতে প্রথমবার মঞ্চে উঠে উষ্ণ অভ্যর্থনা পেলেন নিক ৷ দর্শকদের কাছে তিনি এখন 'ন্যাশনাল জিজু' অর্থাৎ দেশের জামাইবাবু ৷ নিক জোনাসের পারফরম্যান্সের সময় তাঁর উদ্দেশে 'জিজু জিজু' বলে ভক্তদের চিৎকার, ক্যামেরাবন্দি হয়েছে ৷ ভিডিয়োগুলি দ্রুত ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায় ৷ সেই মুহূর্তের উত্তেজনা চাক্ষুস করেন দেশবাসী ৷ সেই ভিডিয়ো দেখে নিকের প্রশংসায় পঞ্চমুখ দীপিকা পাড়ুকোনও ৷

বুধবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে দীপিকা মিউজিক ফেস্টিভ্যালে নিক জোনাসের রকিং পারফরম্যান্সের একটি ক্লিপ শেয়ার করেছেন । ফুটেজে ধরা পড়েছে যে, নিক এবং গায়ক-র‌্যাপার কিং দারুণ এনার্জি নিয়ে গাইছেন 'মান মেরি জান'৷ তাঁদের পারফরম্যান্স উপস্থিতি জনতাকে মুগ্ধ করেছে । দীপিকা মিউজিক ফেস্টে নিক এবং কিং-এর ভিডিয়োটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, 'সো কুল'৷ পোস্টটিতে প্রিয়াঙ্কা চোপড়া, নিক জোনাস এবং কিং-কে ট্যাগ করেছেন বলিউডের মস্তানি ৷ উল্লেখ্য, দীপিকা এবং প্রিয়াঙ্কা 2015 সালে সঞ্জয় লীলা বানসালির পিরিয়ড ড্রামা বাজিরাও মস্তানিতে একসঙ্গে কাজ করেছেন ।

ভারতে তাঁদের প্রথম পারফরম্যান্সের সময় নিক জোনাস তাঁর কাছে এই অনুষ্ঠানের তাৎপর্যের কথা তুলে ধরেন ৷ তিনি বলেন, "শুনুন ! ভারতে এটি আমাদের প্রথম অনুষ্ঠান ৷"

Deepika Padukone Shares Video of Nick Jonas
দীপিকার পোস্ট

এ দিকে, নিকের পারফরম্যান্সের সময় তাঁকে দর্শকদের 'জিজু' বলে সম্বোধন মন ছুঁয়ে গিয়েছে প্রিয়াঙ্কা চোপড়ার ৷ সোশাল মিডিয়ায় দর্শকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে ভিডিয়োটির ক্যাপশনে পিগ্গি চপস লিখেছেন, 'মাই হার্ট (লাল হৃদয় এবং অশ্রুসিক্ত চোখের ইমোজি) ধন্যবাদ মুম্বাই।'

প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাস 2018 সালের ডিসেম্বরে যোধপুরের উমেদ ভবন প্রাসাদে গাঁটছড়া বাঁধেন ৷ তাঁদের মালতি মারি নামে দুই বছরের এক কন্যা রয়েছে ৷

আরও পড়ুন:

  1. মায়ানগরীতে নিকের প্রথম মিউজিক্যাল ইভেন্টে, চিয়ারআপ করতে প্রিয়াঙ্কা-মালতি থাকছে কি ?
  2. মেয়েকে নিয়ে মন্দিরে পুজো নিক-প্রিয়াঙ্কার, প্রশংসা অনুরাগীদের
  3. টপ 50 এশিয়ান সেলেব্রিটির তালিকায় শীর্ষে কিং খান, দুই ও তিনে বি-টাউনেরই দুই অভিনেত্রী

হায়দরাবাদ, 31 জানুয়ারি: নিক জোনাসের গান শুনে ফিদা দীপিকা পাড়ুকোন ৷ লোল্লাপালুজা ইন্ডিয়া 2024-এ কিং-এর সঙ্গে নিক জোনাসের গাওয়া 'মান মেরি জান' শুনে তিনি মুগ্ধ ৷

অন্যতম সেলিব্রিটি দম্পতি হিসাবে পরিচিত প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাস ৷ স্বাভাবিকভাবেই জোনাস ব্রাদার্সের সঙ্গে ভারতে প্রথমবার মঞ্চে উঠে উষ্ণ অভ্যর্থনা পেলেন নিক ৷ দর্শকদের কাছে তিনি এখন 'ন্যাশনাল জিজু' অর্থাৎ দেশের জামাইবাবু ৷ নিক জোনাসের পারফরম্যান্সের সময় তাঁর উদ্দেশে 'জিজু জিজু' বলে ভক্তদের চিৎকার, ক্যামেরাবন্দি হয়েছে ৷ ভিডিয়োগুলি দ্রুত ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায় ৷ সেই মুহূর্তের উত্তেজনা চাক্ষুস করেন দেশবাসী ৷ সেই ভিডিয়ো দেখে নিকের প্রশংসায় পঞ্চমুখ দীপিকা পাড়ুকোনও ৷

বুধবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে দীপিকা মিউজিক ফেস্টিভ্যালে নিক জোনাসের রকিং পারফরম্যান্সের একটি ক্লিপ শেয়ার করেছেন । ফুটেজে ধরা পড়েছে যে, নিক এবং গায়ক-র‌্যাপার কিং দারুণ এনার্জি নিয়ে গাইছেন 'মান মেরি জান'৷ তাঁদের পারফরম্যান্স উপস্থিতি জনতাকে মুগ্ধ করেছে । দীপিকা মিউজিক ফেস্টে নিক এবং কিং-এর ভিডিয়োটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, 'সো কুল'৷ পোস্টটিতে প্রিয়াঙ্কা চোপড়া, নিক জোনাস এবং কিং-কে ট্যাগ করেছেন বলিউডের মস্তানি ৷ উল্লেখ্য, দীপিকা এবং প্রিয়াঙ্কা 2015 সালে সঞ্জয় লীলা বানসালির পিরিয়ড ড্রামা বাজিরাও মস্তানিতে একসঙ্গে কাজ করেছেন ।

ভারতে তাঁদের প্রথম পারফরম্যান্সের সময় নিক জোনাস তাঁর কাছে এই অনুষ্ঠানের তাৎপর্যের কথা তুলে ধরেন ৷ তিনি বলেন, "শুনুন ! ভারতে এটি আমাদের প্রথম অনুষ্ঠান ৷"

Deepika Padukone Shares Video of Nick Jonas
দীপিকার পোস্ট

এ দিকে, নিকের পারফরম্যান্সের সময় তাঁকে দর্শকদের 'জিজু' বলে সম্বোধন মন ছুঁয়ে গিয়েছে প্রিয়াঙ্কা চোপড়ার ৷ সোশাল মিডিয়ায় দর্শকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে ভিডিয়োটির ক্যাপশনে পিগ্গি চপস লিখেছেন, 'মাই হার্ট (লাল হৃদয় এবং অশ্রুসিক্ত চোখের ইমোজি) ধন্যবাদ মুম্বাই।'

প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাস 2018 সালের ডিসেম্বরে যোধপুরের উমেদ ভবন প্রাসাদে গাঁটছড়া বাঁধেন ৷ তাঁদের মালতি মারি নামে দুই বছরের এক কন্যা রয়েছে ৷

আরও পড়ুন:

  1. মায়ানগরীতে নিকের প্রথম মিউজিক্যাল ইভেন্টে, চিয়ারআপ করতে প্রিয়াঙ্কা-মালতি থাকছে কি ?
  2. মেয়েকে নিয়ে মন্দিরে পুজো নিক-প্রিয়াঙ্কার, প্রশংসা অনুরাগীদের
  3. টপ 50 এশিয়ান সেলেব্রিটির তালিকায় শীর্ষে কিং খান, দুই ও তিনে বি-টাউনেরই দুই অভিনেত্রী
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.