ETV Bharat / entertainment

উত্তমকুমারকে আদর্শ করলেই বাঁচবে দেশ, প্রয়াণ দিবসে বার্তা শিল্পীমহলের - Uttam Kumar Death Anniversary

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 24, 2024, 7:17 PM IST

Uttam Kumar 44th Death Anniversary: আজ উত্তম কুমারের 45তম প্রয়াণ দিবস ৷ টালিগঞ্জে শিল্পী সংসদের তরফে গানে গানে শ্রদ্ধা জানানো হল মহানায়ককে ৷ তাঁর স্মৃতিচারণায় নানা আজানা কথা তুলে ধরল শিল্পীমহল ৷

Uttam Kumar Death Anniversary
মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবস (নিজস্ব ছবি)

কলকাতা, 24 জুলাই: বাঙালির শয়নে স্বপনে চিন্তনে মননে থাকেন উত্তম কুমার ৷ যতদিন বাঙালি ও বাংলা সিনেমা থাকবে ৷ ততদিন থেকে যাবেন মহানায়ক ৷ বাংলা সিনেমায় তিনিই শেষ কথা ৷ আজ 24 জুলাই । মহানায়ক উত্তম কুমারের 44তম মৃত্যুবার্ষিকী । শিল্পী সংসদের পক্ষ থেকে বুধবার কথায়, গানে শ্রদ্ধা জানানো হল মহানায়ক উত্তম কুমারকে । সেই অনুষ্ঠানে হাজির ছিলেন অভিনেত্রী রত্না ঘোষাল, সতীনাথ মুখোপাধ্যায়-সহ আরও অনেকে ।

মহানায়ক উত্তম কুমারের 44তম মৃত্যুবার্ষিকী (ইটিভি ভারত)

সকাল থেকেই টালিগঞ্জ ট্রাম ডিপো চত্বরে বেজে চলেছে মহানায়ক অভিনীত বিভিন্ন ছবির গান । স্টুডিয়ো পাড়ায় ঢোকার মুখে মহানায়কের মূর্তিতে মাল্যদান করেন শিল্পী থেকে সাধারণ মানুষ । শিল্পী সংসদের সম্পাদক সাধন বাগচীর কথায়, "যতদিন চলচ্চিত্র শিল্প বেঁচে থাকবে, ততদিন উত্তম 'ইচ্ছে' কুমার বেঁচে থাকবেন । মানুষের মনে তিনি চিরকাল জীবন্ত মূর্তি । আজকাল সেলেব্রেটিরা প্রেস মিডিয়াকে ডেকে নিয়ে গিয়ে দান ধ্যান করেন । আর মহানায়ক দান করতেন লুকিয়ে । খামে করে কারও অসুবিধায় টাকা দিয়ে বলতেন, বাড়িতে গিয়ে খাম খুলবে । আর যদি কারওক বলো, তাহলে তোমার কাজ এখানে বন্ধ হয়ে যাবে ৷"

Uttam Kumar Death Anniversary
উত্তম কুমারের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞাপন শিল্পী সংসদের (নিজস্ব ছবি)

তিনি স্মৃতির পাতায় ডুব দিয়ে ইটিভি ভারতের সঙ্গে ভাগ করে নেন মহানায়ক সম্পর্কে নানা অজানা কথা ৷ সাধন বাগচী বলেন, "যমালয়ে জীবন্ত মানুষের এক অভিনেতার মেয়ের বিয়ের জন্য পাঁচ হাজার টাকা দিয়েছিলেন মহানায়ক ৷ যদিও ওই অভিনেতার দরকার ছিল 2,000 টাকা ৷ কিন্তু দাদা খামের ভিতরে দিয়ে দিলেন 5,000 টাকা ৷ এরকম মানুষ আসবে না আর ।" তিনি বলেন, "রাজনীতিবিদ থেকে বুদ্ধিজীবী- সকলের ওঁকে আদর্শ মেনে চলা উচিত । তাহলে ভারতবর্ষ বাঁচবে । বাঁচবে পশ্চিমবঙ্গ ।"

এদিন মহানায়কের প্রয়াণ দিবসের অনুষ্ঠান থেকে ইটিভি ভারতকে অভিনেত্রী রত্না ঘোষাল বলেন, "আমি 24 জুলাই আর 3 সেপ্টেম্বর যেখানেই থাকি না কেন, দাদাকে শ্রদ্ধা জানাতে কলকাতাতে চলে আসতে ভুলি না । মহানায়ক উত্তম কুমার ছিলেন আমার বড় দাদার মতো ৷ তাঁকে ভালোবাসি, শ্রদ্ধা করি ৷ দাদা চিরকালীন ।"

কলকাতা, 24 জুলাই: বাঙালির শয়নে স্বপনে চিন্তনে মননে থাকেন উত্তম কুমার ৷ যতদিন বাঙালি ও বাংলা সিনেমা থাকবে ৷ ততদিন থেকে যাবেন মহানায়ক ৷ বাংলা সিনেমায় তিনিই শেষ কথা ৷ আজ 24 জুলাই । মহানায়ক উত্তম কুমারের 44তম মৃত্যুবার্ষিকী । শিল্পী সংসদের পক্ষ থেকে বুধবার কথায়, গানে শ্রদ্ধা জানানো হল মহানায়ক উত্তম কুমারকে । সেই অনুষ্ঠানে হাজির ছিলেন অভিনেত্রী রত্না ঘোষাল, সতীনাথ মুখোপাধ্যায়-সহ আরও অনেকে ।

মহানায়ক উত্তম কুমারের 44তম মৃত্যুবার্ষিকী (ইটিভি ভারত)

সকাল থেকেই টালিগঞ্জ ট্রাম ডিপো চত্বরে বেজে চলেছে মহানায়ক অভিনীত বিভিন্ন ছবির গান । স্টুডিয়ো পাড়ায় ঢোকার মুখে মহানায়কের মূর্তিতে মাল্যদান করেন শিল্পী থেকে সাধারণ মানুষ । শিল্পী সংসদের সম্পাদক সাধন বাগচীর কথায়, "যতদিন চলচ্চিত্র শিল্প বেঁচে থাকবে, ততদিন উত্তম 'ইচ্ছে' কুমার বেঁচে থাকবেন । মানুষের মনে তিনি চিরকাল জীবন্ত মূর্তি । আজকাল সেলেব্রেটিরা প্রেস মিডিয়াকে ডেকে নিয়ে গিয়ে দান ধ্যান করেন । আর মহানায়ক দান করতেন লুকিয়ে । খামে করে কারও অসুবিধায় টাকা দিয়ে বলতেন, বাড়িতে গিয়ে খাম খুলবে । আর যদি কারওক বলো, তাহলে তোমার কাজ এখানে বন্ধ হয়ে যাবে ৷"

Uttam Kumar Death Anniversary
উত্তম কুমারের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞাপন শিল্পী সংসদের (নিজস্ব ছবি)

তিনি স্মৃতির পাতায় ডুব দিয়ে ইটিভি ভারতের সঙ্গে ভাগ করে নেন মহানায়ক সম্পর্কে নানা অজানা কথা ৷ সাধন বাগচী বলেন, "যমালয়ে জীবন্ত মানুষের এক অভিনেতার মেয়ের বিয়ের জন্য পাঁচ হাজার টাকা দিয়েছিলেন মহানায়ক ৷ যদিও ওই অভিনেতার দরকার ছিল 2,000 টাকা ৷ কিন্তু দাদা খামের ভিতরে দিয়ে দিলেন 5,000 টাকা ৷ এরকম মানুষ আসবে না আর ।" তিনি বলেন, "রাজনীতিবিদ থেকে বুদ্ধিজীবী- সকলের ওঁকে আদর্শ মেনে চলা উচিত । তাহলে ভারতবর্ষ বাঁচবে । বাঁচবে পশ্চিমবঙ্গ ।"

এদিন মহানায়কের প্রয়াণ দিবসের অনুষ্ঠান থেকে ইটিভি ভারতকে অভিনেত্রী রত্না ঘোষাল বলেন, "আমি 24 জুলাই আর 3 সেপ্টেম্বর যেখানেই থাকি না কেন, দাদাকে শ্রদ্ধা জানাতে কলকাতাতে চলে আসতে ভুলি না । মহানায়ক উত্তম কুমার ছিলেন আমার বড় দাদার মতো ৷ তাঁকে ভালোবাসি, শ্রদ্ধা করি ৷ দাদা চিরকালীন ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.