হায়দরাবাদ, 2 অগস্ট: স্বাধীনতা দিবসে ওটিটিতে বড় চমক ৷ আসছেন অভিনেতা সোহম চক্রবর্তী ৷ পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়ের হাত ধরে ওটিটির পর্দায় পা রাখছেন অভিনেতা সোহম ৷ মুক্তির অপেক্ষায় নারায়ণ স্যান্যালের 'সোনার কাঁটা' অবলম্বনে ক্রাইম-থ্রিলার সিরিজ 'কাঁটায় কাঁটায়' ৷ প্রকাশ্যে এল সিরিজের ট্রেলার ৷ সোহমের পাশাপাশি মুখ্য চরিত্রে রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়, অনন্যা চট্টোপাধ্যায়, পায়েল সরকার ৷ জিফাইভে 15 অগস্ট স্ট্রিমিং হবে এই সিরিজ ৷
পরিচালক জয়দীপ মুখোপাধ্যায় বলেন, "'কাঁটায় কাঁটায়' সিরিজ আমার মনের খুব কাছের ৷ সাহিত্যিক নারায়ণ স্যান্যালের সোনার কাঁটা অবলম্বনে এই সিরিজ তৈরি করা হয়েছ ৷ তবে মাথায় রাখা হয়েছে আজকের দর্শকদের ৷ মিস্ট্রির থেকেও আরও অনেক কিছু দর্শকরা পাবেন এই সিরিজে ৷ সঙ্গে শাশ্বত-অনন্যা-সোহমের অভিনয় দর্শকদের ভালো লাগবে ৷"
সিরিজে আইকনিক চরিত্র আইনজীবী পিকে বসুর চরিত্রে দেখা যাবে শাশ্বতকে ৷ তিনি বলেন, "এই সিরিজে পিকে বসুর চরিত্র করতে পেরে আমি খুশি ৷ তাঁর জীবনে ঝড় আসে যখন একটি কেস লড়ার জন্য তিনি তাঁর মেয়েকে হারান ৷ এরপরেই অপরাধ দমনে তিনি যেন আরও বেশি ভূমিকা নিতে থাকেন ৷ আসলে এই চরিত্রে ইমোশন আর বুদ্ধিমত্তা দুটোই দরকার ৷ ফলে গল্প শোনার পর এককথায় হ্যাঁ বলে দিই ৷"
সিরিজে রানি বসুর চরিত্রে দেখা যাবে জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়কে ৷ তিনি জানিয়েছেন, একদিকে আইনজীবী পিকে বসুর স্ত্রীর চরিত্র অন্যদিকে মৃত মেয়ে মিঠুর মা হওয়ার গল্প রানির চরিত্রকে নানা খাদে বয়ে নিয়ে যায় ৷ প্রথমবার ওটিটি-তে পা রেখে আনন্দিত সোহমও ৷
তিনি বলেন, "এই সিরিজে আমার চরিত্রের নাম সুবীর রায় ৷ প্রথমবার ওটিটিতে কাজ ৷ তবে গল্প ও আমার সহ-অভিনেতারা যেভাবে কাজ করেছেন তাতে আমাকে অভিনয়ে একশো শতাংশের বেশি দিতে হয়েছে ৷ যেটা করতে পেরে আমি খুশি ৷ আশা করছি, দর্শকদেরও ভালো লাগবে ৷" সিরিজটি প্রযোজনা করেছে শ্যামসুন্দর ৷ 15 অগস্ট স্বাধীনতার দিন জিফাইভে আসছে সাসপেন্সফুল সিরিজ 'কাঁটায় কাঁটায়' ৷