হায়দরাবাদ, 17 জুলাই: অ্যাকশনের একটি দৃশ্য শুট করতে গিয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হল এক স্টান্টম্যানের ৷ দক্ষিণী তারকা কার্তির আসন্ন চলচ্চিত্র সর্দার 2-এর সেটে এই দুর্ঘটনা ঘটে ৷ প্রাণ যায় ইঝুমালাই নামে একজন স্টান্টম্যানের ৷ সম্প্রতি চেন্নাইয়ের প্রসাদ ল্যাবসে ধূমধাম করে শুরু হয়েছিল এই ছবির শুটিং ৷ এই দুর্ঘটনার ফলে পরবর্তী নির্দেশ না-আসা পর্যন্ত শুটিং বন্ধ রাখা হয়েছে ।
একটি অ্যাকশন দৃশ্যের চিত্রগ্রহণের সময় 20 ফুট উচ্চতা থেকে পড়ে মৃত্যু হয় স্টান্টম্যান ইজুমালাইয়ের ৷ বিরুগামবাক্কাম পুলিশ এই দুর্ঘটনার তদন্ত করছে ৷ স্টান্টের শুটিংয়ের সময় যথাযথ সুরক্ষার ব্যবস্থার অনুপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে পুলিশ । এই দুর্ভাগ্যজনক এবং অপ্রত্যাশিত ঘটনার ব্যাপক প্রভাব পড়েছে পুরো প্রযোজনা দলের উপর ৷ অবিলম্বে বন্ধ করে দেওয়া হয়েছে শুটিং ।
তামিল অভিনেতা কার্তি ছাড়াও এই ছবিতে এসজে সূর্যের থাকার কথা ঘোষণা করেছিলেন নির্মাতারা । মার্ক অ্যান্টনি অভিনেতাদের এই ছবিতে অভিনয় নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল ৷ ছবিটি বেশি ঝুঁকি নিয়ে শুট করা হচ্ছিল বলে খবর ৷ তবে যে ঘটনা ঘটল, তাতে চলচ্চিত্রটির ভাগ্য ঝুলে যাওয়ার সম্ভাবনা তৈরি হল ৷ পিএস মিথ্রান পরিচালিত এই ছবির সঙ্গীত পরিচালক যুভান শঙ্কর রাজা ৷ প্রযোজক প্রিন্স পিকচার্স ৷
Delighted to welcome @iam_sjsuryah sir for #Sardar2. Shoot in progress, in full swing.@Karthi_Offl @Psmithran @Prince_Pictures @lakku76 @venkatavmedia @thisisysr @george_dop @rajeevan69 @dhilipaction @editorvijay @paalpandicinema @prosathish @UrsVamsiShekar @SonyMusicSouth… pic.twitter.com/c4UXfkEAwH
— Prince Pictures (@Prince_Pictures) July 16, 2024
2022 সালের সফল চলচ্চিত্রের দীর্ঘ প্রতীক্ষিত ফলো-আপ ফিল্ম সর্দার 2 ৷ এই ছবিতে একজন পিতা ও পুত্রের গল্প তুলে ধরা হয়েছে, যে চরিত্রে অভিনয় করেছেন কার্তি । স্পাই অ্যাকশন থ্রিলারে দেখানো হয়েছে পুলিশের ইউনিফর্ম পরে রয়েছেন কার্তি ৷ যিনি একজন দেশদ্রোহীর ছেলের তকমা ঝেড়ে ফেলতে কঠোর পরিশ্রম করেন ৷ তিনি তাঁর বাবার গোপনীয় কাজকর্মের পাশাপাশি কর্মক্ষেত্রে একটি বড় বিষয় আবিষ্কার করেন ।