ETV Bharat / entertainment

'ক্ষমা চান, না হলে 5 কোটি টাকা দিন', সলমনকে ফের হুমকি - SALMAN KHAN DEATH THREAT

গত 30 অক্টোবর প্রাণনাশের হুমকি পান সলমন খান ৷ একটি উড়ো ফোনে তাঁর কাছে 2 কোটি টাকা দাবি করা হয় ৷

SALMAN KHAN DEATH THREAT
দ্বিতীয় বার হুমকি সলমনকে (পিটিআই)
author img

By PTI

Published : Nov 5, 2024, 11:26 AM IST

মুম্বই, 5 নভেম্বর: ফের প্রাণনাশের হুমকি পেলেন সলমন খান ৷ মুম্বইয়ের ট্রাফিক পুলিশের কন্ট্রোল রুমে হুমকি বার্তা আসে ৷ সেখানে 5 কোটি টাকার দাবি করা হয়েছে ৷ সেই টাকা না-দিলে ভাইজানকে প্রাণে মেরে ফেলা হবে বলেও হুমকি দেওয়া হয়েছে ৷ মঙ্গলবার এমনটাই জানিয়েছে মুম্বই পুলিশ ৷

পুলিশের এক আধিকারিক জানান, সোমবার মধ্য়রাতে মেসেজের মাধ্য়মে হুমকি দেওয়া হয় ৷ মেসেজটি লরেন্স বিষ্ণোইয়ের ভাই পাঠিয়েছেন বলে দাবি করা হয় ৷ বলা হয়, "প্রাণে বাঁচতে চাইলে বিষ্ণোই মন্দিরে গিয়ে পুজো দিন সলমন খান ৷ সেখানে গিয়ে ক্ষমাপ্রার্থনা করুন, না-হলে 5 কোটি টাকা দিন ৷" দু'টির কোনওটি মানা না-হলে সলমনকে প্রাণে মারা হবে বলে হুমকি দেওয়া হয়েছে ৷ বিষ্ণোই গ্যাং সলমনের উপর নজর রাখছে বলে দাবিও করা হয়েছে ৷

নতুন করে হুমকি বার্তা পাওয়ার পর তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ ৷ আদৌ বিষ্ণোই গ্যাংয়ের কেউ এই বার্তা পাঠিয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে খবর ৷ গত 30 অক্টোবর সলমনকে মেরে ফেলার হুমকি আসে মুম্বই ট্রাফিক পুলিশের কাছে ৷ একটি উড়ো ফোনে তাঁর কাছে 2 কোটি টাকা দাবি করা হয় ৷ এক সপ্তাহের মধ্য়ে দ্বিতীয়বার হুমকি পেলেন বলিউডের ভাইজান ৷

উল্লেখ্য, এর আগে 25 অক্টোবর সলমন খানকে ফোনে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল ৷ তবে সে সময় ভাইজান একা নন, কয়েকদিন আগে দুষ্কৃতীদের হাতে খুন হওয়া বাবা সিদ্দিকীর ছেলে বিধায়ক জিশানও এই হুমকি পান ৷ সেদিন জিশান সিদ্দিকীর বান্দ্রার কার্যালয়ে একটি ফোন আসে ৷ তাতে ফোনের ওপারে থাকা ব্যক্তিকে বলতে শোনা যায়, টাকা না দিলে জিশান সিদ্দিকী ও সলমন খানকে খুন করা হবে ৷ এই ফোনটি মহম্মদ তাইয়াব করেছিল বলেই তদন্তে জানতে পারে পুলিশ ৷

গত 12 অক্টোবর আততায়ীর গুলিতে মারা যান এনসিপি নেতা বাবা সিদ্দিকী ৷ তাঁর মৃত্যুর পরপরই প্রাণনাশের হুমকি পান তাঁর ছেলে জিশান এবং বলি তারকা সলমন ৷ বাবা সিদ্দিকীর খুনে দায় স্বীকার করে নেয় গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই ৷

পড়ুন: সলমন খানকে ফের প্রাণনাশের হুমকি, উড়ো ফোনে দাবি 2 কোটি টাকার

মুম্বই, 5 নভেম্বর: ফের প্রাণনাশের হুমকি পেলেন সলমন খান ৷ মুম্বইয়ের ট্রাফিক পুলিশের কন্ট্রোল রুমে হুমকি বার্তা আসে ৷ সেখানে 5 কোটি টাকার দাবি করা হয়েছে ৷ সেই টাকা না-দিলে ভাইজানকে প্রাণে মেরে ফেলা হবে বলেও হুমকি দেওয়া হয়েছে ৷ মঙ্গলবার এমনটাই জানিয়েছে মুম্বই পুলিশ ৷

পুলিশের এক আধিকারিক জানান, সোমবার মধ্য়রাতে মেসেজের মাধ্য়মে হুমকি দেওয়া হয় ৷ মেসেজটি লরেন্স বিষ্ণোইয়ের ভাই পাঠিয়েছেন বলে দাবি করা হয় ৷ বলা হয়, "প্রাণে বাঁচতে চাইলে বিষ্ণোই মন্দিরে গিয়ে পুজো দিন সলমন খান ৷ সেখানে গিয়ে ক্ষমাপ্রার্থনা করুন, না-হলে 5 কোটি টাকা দিন ৷" দু'টির কোনওটি মানা না-হলে সলমনকে প্রাণে মারা হবে বলে হুমকি দেওয়া হয়েছে ৷ বিষ্ণোই গ্যাং সলমনের উপর নজর রাখছে বলে দাবিও করা হয়েছে ৷

নতুন করে হুমকি বার্তা পাওয়ার পর তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ ৷ আদৌ বিষ্ণোই গ্যাংয়ের কেউ এই বার্তা পাঠিয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে খবর ৷ গত 30 অক্টোবর সলমনকে মেরে ফেলার হুমকি আসে মুম্বই ট্রাফিক পুলিশের কাছে ৷ একটি উড়ো ফোনে তাঁর কাছে 2 কোটি টাকা দাবি করা হয় ৷ এক সপ্তাহের মধ্য়ে দ্বিতীয়বার হুমকি পেলেন বলিউডের ভাইজান ৷

উল্লেখ্য, এর আগে 25 অক্টোবর সলমন খানকে ফোনে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল ৷ তবে সে সময় ভাইজান একা নন, কয়েকদিন আগে দুষ্কৃতীদের হাতে খুন হওয়া বাবা সিদ্দিকীর ছেলে বিধায়ক জিশানও এই হুমকি পান ৷ সেদিন জিশান সিদ্দিকীর বান্দ্রার কার্যালয়ে একটি ফোন আসে ৷ তাতে ফোনের ওপারে থাকা ব্যক্তিকে বলতে শোনা যায়, টাকা না দিলে জিশান সিদ্দিকী ও সলমন খানকে খুন করা হবে ৷ এই ফোনটি মহম্মদ তাইয়াব করেছিল বলেই তদন্তে জানতে পারে পুলিশ ৷

গত 12 অক্টোবর আততায়ীর গুলিতে মারা যান এনসিপি নেতা বাবা সিদ্দিকী ৷ তাঁর মৃত্যুর পরপরই প্রাণনাশের হুমকি পান তাঁর ছেলে জিশান এবং বলি তারকা সলমন ৷ বাবা সিদ্দিকীর খুনে দায় স্বীকার করে নেয় গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই ৷

পড়ুন: সলমন খানকে ফের প্রাণনাশের হুমকি, উড়ো ফোনে দাবি 2 কোটি টাকার
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.