কলকাতা, 12 মে: শনিবারের বিকেল। বৃষ্টির দাপটে কলকাতা নাজেহাল । গতকাল ইডেনে নিজের শহরের দলের খেলা দেখতে মাঠে হাজির হন ঋতুপর্ণা সেনগুপ্ত।
এদিন মাঠে আরও হাজির ছিলেন জুহি চাওলা, জয় মেহতা, শাহরুখ কন্যা সুহানা খান, অনন্যা পাণ্ডে, শানায়া কাপুর। ঋতুর শহরে ভিন রাজ্যের তারকাদের আগমনে খুশি টলিকুইন। টলিকুইনের সঙ্গে সেলফি তুলতেও ভুললেন না তারকারা ৷
গত 10 মে মুক্তি পেয়েছে ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত 'দাবাড়ু'। সেখানে সূর্য শেখর গঙ্গোপাধ্যায়ের চরিত্রের মা করুণা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। সাদামাটা আটপৌড়ে লুকে পর্দায় কামাল দেখিয়েছেন ঋতুপর্ণা।
শীঘ্রই আসছে তাঁর আরও বেশ কয়েকটি ছবি। যার মধ্যে কৌশিক গঙ্গোপাধ্য়ায়ের 'অযোগ্য' অন্যতম। প্রসেনজিৎ, ঋতুপর্ণা অভিনীত পঞ্চাশতম ছবি হতে চলেছে এটি। যা মহানায়ক-মহানায়িকার রেকর্ড ভাঙতে চলেছে। উল্লেখ্য, পয়লা বৈশাখ এই ছবি মুক্তি পাওয়ার কথা ছিল।
কিন্তু 2024 লোকসভা নির্বাচনের কারণে পিছিয়ে দেওয়া হয় প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা অভিনীত ছবি 'অযোগ্য' মুক্তির তারিখ। আগামী 7 জুন মুক্তি পাবে সুরিন্দর ফিল্মস প্রযোজিত সিনেমা। একইসঙ্গে পাইপলাইনে আছে 'আমার লবঙ্গলতা', 'ম্যাডাম সেনগুপ্ত', 'পুরাতন'।
সব মিলিয়ে সদা ব্যস্ত একটি নাম ঋতুপর্ণা সেনগুপ্ত। শুটিং থেকে ছবির প্রোমোশন সবকিছু নিয়ে একপ্রকাশ জিরোনোর সময়টুকু নেই তাঁর। এরই মাঝে মাঠে গিয়ে নিজের শহরের দলকে সমর্থন করতে ভুললেন না তিনি। সমর্থন করলেন এবং দল জিতেছেও গতকালের ম্যাচে।
তাই আনন্দের সীমা নেই তাঁর। জুহির পাশাপাশি কলকাতা নাইট রাইডার্স টিমের অন্যতম মালিক জুহির স্বামী তথা দেশের খ্যাতনামা ব্যবসায়ী জয় মেহতার সঙ্গে ক্যামেরাবন্দি হলেন বাঙালি এই তারকা।
আরও পড়ুন: