হায়দরাবাদ, 27 মার্চ: আজ রামচরণের 39 তম জন্মদিন ৷ আর এই বিশেষ দিনে অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরে পুজো দিলেন দক্ষিণী সুপারস্টার ৷ সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী উপাসনা কামিনেনি এবং মেয়ে ক্লিন কারা কোনিদেলা । উপাসনার মা শোবানা কামিনেনি এবং পরিবারের অন্যান্য সদস্যরাও এ দিন একইসঙ্গে পুজো দেন তিরুপতিতে ৷
ভেঙ্কটেশ্বরের কাছে প্রার্থনার মধ্যে দিয়ে আজ জন্মদিন উদযাপন শুরু করেন রামচরণ । তিরুপতি মন্দিরে তাঁর ও তাঁর পরিবারের একটি ভিডিয়ো সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হয়েছে । মন্দির থেকে বেরনোর সময় দম্পতি চিত্রগ্রাহকদের পোজও দেন । পুজো দেওয়ার পর মন্দিরের বাইরে তাঁদের ঘিরে ধরেন সতীর্থ এবং ভক্তরা ৷
ঐতিহ্যবাহী পোশাক পরে মন্দিরে যান রামচরণ এবং উপাসনা । আরআরআর অভিনেতার পরনে ছিল সিল্কের কুর্তা এবং ধুতি ৷ আর উপাসনা একটি গোলাপি শাড়ি পরেছিলেন । এই বিশেষ দিনে কাকভোরে মন্দিরে যান সপরিবার অভিনেতা ৷
পেশার দিকে তাকালে দেখা যায়, আসন্ন ফিল্ম গেম চেঞ্জার থেকে তাঁর গান জারাগান্ডি বুধবার রামচরণের জন্মদিন উপলক্ষে শেয়ার করা হয় । শঙ্কর পরিচালিত বিগ-বাজেটের বিনোদনকারী এই ছবি দশেরার পাশাপাশি 2024 সালের সেপ্টেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে । সম্প্রতি পরিচালক বুচি বাবু সানার সঙ্গে তাঁর আসন্ন ছবির কথাও ঘোষণা করেছেন রামচরণ । এই প্রজেক্টের জন্য তিনি প্রথমবার জাহ্নবী কাপুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন ।
তাঁর জন্মদিনের কয়েকদিন আগে রামচরণ পরিচালক সুকুমারের সঙ্গে আরও একটি আসন্ন প্রজেক্টের কথা প্রকাশ করেছেন । অল্লু অর্জুনের পুষ্পা: দ্য রুল শেষ করার পর সুকুমার ওই প্রজেক্টের প্রযোজনা শুরু করবেন ।
আরও পড়ুন: