ETV Bharat / entertainment

শাড়ি-গয়না পরে 'বিশ্বরূপম' অবতারে পুষ্পারাজ! ট্যুইস্ট দেখে চমকালেন অনুরাগীরা - PUSHPA 2 THE RULE X REVIEW

মুক্তির পরেই 'পুষ্পা 2' দেখে অনুরাগীদের প্রতিক্রিয়ার সুনামি নেটপাড়ায় ৷ পরিচালককে জাদুগর বললেন তরণ আদর্শ ৷ আল্লু অর্জুনের 'বিশ্বরূপম' চরিত্র নিয়ে ক্রেজ নেটপাড়ায় ৷

PUSHPA 2 X REVIEW
'বিশ্বরূপম' অবতারে পুষ্পারাজ! (মুভি পোস্টার)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Dec 5, 2024, 11:46 AM IST

হায়দরাবাদ, 5 ডিসেম্বর: পুষ্পারাজের দুনিয়ায় সকলকে স্বাগত ৷ 12 হাজার 500টি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া 'পুষ্পা 2' ছড়ি ঘোরাচ্ছে বিশ্বজুড়ে ৷ সুকুমার পরিচালিত পুষ্পা মুক্তি পেয়েছে একাধিক ভাষায় ৷ অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গনা ও বেঙ্গালুরুর বেশ কিছু নির্বাচিত থিয়েটারে বুধবার রাত 9.30টায় আয়োজন করা হয় বিশেষ প্রিমিয়ারের ৷ সিনেমা দেখে কেমন লাগল অনুরাগীদের, প্রতিক্রিয়া ধরা পড়ল নেটপাড়ায় ৷

সকাল থেকেই এক্স হ্যান্ডেলে ট্রেন্ড করছে 'পুষ্পা 2' ৷ প্রথম ছবির মতোই 'পুষ্পা 2: দ্য রুল' বিনোদনের পরীক্ষায় পাশ করে গিয়েছে বলে মত একাধিক অনুরাগীর ৷ বিশেষ করে ছবিতে আল্লু অর্জুনের 'বিশ্বরূপম' চরিত্র দেখে অনুরাগীরা চমকে গিয়েছে ৷

'পুষ্পা 2' তরণ আদর্শের রিভিউ

অসাধারণ অভিনয়, এডিটিং ও অ্যাকশন দৃশ্য দেখে প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা ৷ ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ এই ছবির ভূয়সী প্রশংসা করেছেন ৷ 5টা স্টারের মধ্যে এই ছবিকে তরণ দিয়েছেন 4.5 স্টার ৷ তিনি পুষ্পা 2 ছবিকে 'মেগা-ব্লকব্লাস্টার' বলেছেন ৷ পাশাপাশি পরিচালক সুকুমারকে তরণ 'জাদুগর' বলে উল্লেখ করেছেন ৷ অন্যদিকে, আল্লু অর্জুনের অভিনয় অসাধারণের থেকেও বেশি কিছু বলে উল্লেখ করেছেন ৷

'পুষ্পা 2' এক্স রিভিউ

এবার আসা যাক, দর্শক ও অনুরাগীদের প্রতিক্রিয়ায় ৷ এতক্ষণে একটা বিষয় পরিষ্কার আল্লু অর্জুন ফের একবার রেকর্ড তৈরি করতে যাচ্ছেন ৷ বছরের শেষটা আল্লুর সিনেমার সংলাপ ধার করে বলা যায় এবার এই সিনেমা 'ফায়ার' নয়, 'ওয়াইল্ড ফায়ার' হতে চলেছে ৷ এক নেটিজেন এক্স হ্যান্ডেলে (টুইটার) লিখেছেন, "গড লেভেল আর্টিস্ট ৷ পরবর্তী জাতীয় পুরস্কার তিনি পাচ্ছেন ৷"

আবার কেউ লিখেছেন, "সোয়্য়াগ, অ্যাটিটিউড পাওয়ার- এর থেকে ভালো সিনেমা আর কিছু হতে পারে না ৷ আপনারা কি প্রস্তুত লেজেন্ডকে আরও একবার পর্দায় দেখার জন্য?" আর এক এক্স ইউজার লিখেছেন, "ছবির প্রথম ভাগ ব্লকব্লাস্টার ৷ আল্লু অর্জুনের মারকাটারি দৃশ্য লোম খাড়া করে দেবে ৷"

তবে আর এক দর্শক ছবি দেখে হতাশা প্রকাশ করেছেন ৷ তিনি জানিয়েছেন, ছবির প্রথম ভাগ মোটামুটি ৷ ব্যাকগ্রাউন্ড মিউজিক ঠিক আছে ৷ কিন্তু ভিজ্যুয়াল এফেক্টস খারাপ ৷ হিউজ বাজেটের এই ছবি প্রত্যাশা পূরণ করতে পারল না ৷

আবার কেউ ছবির দ্বিতীয় ভাগ দেখে জানিয়েছেন, 'পুষ্পা: দ্য রাইজ' সিনেমার ক্লাইম্যাক্সকে ছাপিয়ে গিয়েছে 'পুষ্পা: দ্য রুল' ৷ প্রতিটি ফ্রেম, সংলাপ অনুরাগীদের ভাষায় তুখোড় ৷ বিশেষ করে নজর কেড়েছে শাড়ি-গয়না পরে আল্লুর 'জাথারা' লড়াই ৷ এক ভিডিয়োতে ধরা পড়েছে, চোখে সুরমা, মুখে নানা রঙের কারসাজি, গলায়-হাতে ভারি গয়না পরে, কোমরে শাড়ি গুজে পুষ্পা যখন 'বিশ্বরূপম' সাজে এগিয়ে আসছেন তখন হলঘর ফেটে পড়ে দর্শকদের হাততালি ও সিটিতে ৷

অন্যদিকে, শ্রীভল্লি চরিত্রে রশ্মিকাও কম যান না ৷ রোমান্টিক দৃশ্যগুলিতে আল্লু-রশ্মিকার রসায়ন আগের থেকে আরও সংবেদনশীল ৷ এসপি ভানওয়ার সিং শেখাওয়াতের চরিত্রে ফাওহাদ হাসিলও পর্দায় আরও একবার এলেন, দেখলেন, জয় করলেন ৷ ছবিতে হিরোর জয় হবে, সকলের জানা ৷ কিন্তু আল্লুর সঙ্গে কাঁটায় কাঁটায় লড়ে যাওয়া ফাওহাদকে দেখে রেগে যাবেন না অভিনয়ের প্রশংসা করবেন তা বোঝা বেশ মুশকিল ৷ সবমিলিয়ে, প্রথমদিন 'পুষ্পা' দেখে অনুরাগীদের মত, 'ফ্লাওয়ার' আর 'ফায়ার' দুটোই ছড়াচ্ছে এই ছবি ৷

হায়দরাবাদ, 5 ডিসেম্বর: পুষ্পারাজের দুনিয়ায় সকলকে স্বাগত ৷ 12 হাজার 500টি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া 'পুষ্পা 2' ছড়ি ঘোরাচ্ছে বিশ্বজুড়ে ৷ সুকুমার পরিচালিত পুষ্পা মুক্তি পেয়েছে একাধিক ভাষায় ৷ অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গনা ও বেঙ্গালুরুর বেশ কিছু নির্বাচিত থিয়েটারে বুধবার রাত 9.30টায় আয়োজন করা হয় বিশেষ প্রিমিয়ারের ৷ সিনেমা দেখে কেমন লাগল অনুরাগীদের, প্রতিক্রিয়া ধরা পড়ল নেটপাড়ায় ৷

সকাল থেকেই এক্স হ্যান্ডেলে ট্রেন্ড করছে 'পুষ্পা 2' ৷ প্রথম ছবির মতোই 'পুষ্পা 2: দ্য রুল' বিনোদনের পরীক্ষায় পাশ করে গিয়েছে বলে মত একাধিক অনুরাগীর ৷ বিশেষ করে ছবিতে আল্লু অর্জুনের 'বিশ্বরূপম' চরিত্র দেখে অনুরাগীরা চমকে গিয়েছে ৷

'পুষ্পা 2' তরণ আদর্শের রিভিউ

অসাধারণ অভিনয়, এডিটিং ও অ্যাকশন দৃশ্য দেখে প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা ৷ ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ এই ছবির ভূয়সী প্রশংসা করেছেন ৷ 5টা স্টারের মধ্যে এই ছবিকে তরণ দিয়েছেন 4.5 স্টার ৷ তিনি পুষ্পা 2 ছবিকে 'মেগা-ব্লকব্লাস্টার' বলেছেন ৷ পাশাপাশি পরিচালক সুকুমারকে তরণ 'জাদুগর' বলে উল্লেখ করেছেন ৷ অন্যদিকে, আল্লু অর্জুনের অভিনয় অসাধারণের থেকেও বেশি কিছু বলে উল্লেখ করেছেন ৷

'পুষ্পা 2' এক্স রিভিউ

এবার আসা যাক, দর্শক ও অনুরাগীদের প্রতিক্রিয়ায় ৷ এতক্ষণে একটা বিষয় পরিষ্কার আল্লু অর্জুন ফের একবার রেকর্ড তৈরি করতে যাচ্ছেন ৷ বছরের শেষটা আল্লুর সিনেমার সংলাপ ধার করে বলা যায় এবার এই সিনেমা 'ফায়ার' নয়, 'ওয়াইল্ড ফায়ার' হতে চলেছে ৷ এক নেটিজেন এক্স হ্যান্ডেলে (টুইটার) লিখেছেন, "গড লেভেল আর্টিস্ট ৷ পরবর্তী জাতীয় পুরস্কার তিনি পাচ্ছেন ৷"

আবার কেউ লিখেছেন, "সোয়্য়াগ, অ্যাটিটিউড পাওয়ার- এর থেকে ভালো সিনেমা আর কিছু হতে পারে না ৷ আপনারা কি প্রস্তুত লেজেন্ডকে আরও একবার পর্দায় দেখার জন্য?" আর এক এক্স ইউজার লিখেছেন, "ছবির প্রথম ভাগ ব্লকব্লাস্টার ৷ আল্লু অর্জুনের মারকাটারি দৃশ্য লোম খাড়া করে দেবে ৷"

তবে আর এক দর্শক ছবি দেখে হতাশা প্রকাশ করেছেন ৷ তিনি জানিয়েছেন, ছবির প্রথম ভাগ মোটামুটি ৷ ব্যাকগ্রাউন্ড মিউজিক ঠিক আছে ৷ কিন্তু ভিজ্যুয়াল এফেক্টস খারাপ ৷ হিউজ বাজেটের এই ছবি প্রত্যাশা পূরণ করতে পারল না ৷

আবার কেউ ছবির দ্বিতীয় ভাগ দেখে জানিয়েছেন, 'পুষ্পা: দ্য রাইজ' সিনেমার ক্লাইম্যাক্সকে ছাপিয়ে গিয়েছে 'পুষ্পা: দ্য রুল' ৷ প্রতিটি ফ্রেম, সংলাপ অনুরাগীদের ভাষায় তুখোড় ৷ বিশেষ করে নজর কেড়েছে শাড়ি-গয়না পরে আল্লুর 'জাথারা' লড়াই ৷ এক ভিডিয়োতে ধরা পড়েছে, চোখে সুরমা, মুখে নানা রঙের কারসাজি, গলায়-হাতে ভারি গয়না পরে, কোমরে শাড়ি গুজে পুষ্পা যখন 'বিশ্বরূপম' সাজে এগিয়ে আসছেন তখন হলঘর ফেটে পড়ে দর্শকদের হাততালি ও সিটিতে ৷

অন্যদিকে, শ্রীভল্লি চরিত্রে রশ্মিকাও কম যান না ৷ রোমান্টিক দৃশ্যগুলিতে আল্লু-রশ্মিকার রসায়ন আগের থেকে আরও সংবেদনশীল ৷ এসপি ভানওয়ার সিং শেখাওয়াতের চরিত্রে ফাওহাদ হাসিলও পর্দায় আরও একবার এলেন, দেখলেন, জয় করলেন ৷ ছবিতে হিরোর জয় হবে, সকলের জানা ৷ কিন্তু আল্লুর সঙ্গে কাঁটায় কাঁটায় লড়ে যাওয়া ফাওহাদকে দেখে রেগে যাবেন না অভিনয়ের প্রশংসা করবেন তা বোঝা বেশ মুশকিল ৷ সবমিলিয়ে, প্রথমদিন 'পুষ্পা' দেখে অনুরাগীদের মত, 'ফ্লাওয়ার' আর 'ফায়ার' দুটোই ছড়াচ্ছে এই ছবি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.