কলকাতা, 15 মার্চ: নব্বইয়ের দশকে শিউরে ওঠার মতো ঘটনা বানতলা ধর্ষণ কাণ্ড ৷ যা নাড়িয়ে দিয়েছিল পশ্চিমবঙ্গের মানুষকে ৷ সেই ফাইল আবারও খুলছে তবে বড় পর্দায় ৷ কিংশুক দে পরিচালিত 'দ্য রেড ফাইলস' ছবির ট্রেলার এল প্রকাশ্যে৷ তবে শুধু বানতলা নয়, ধর্ষণ নামক আদিম নৃশংস ব্যাধির প্রতি সোচ্চার হয়েই এই ছবি।
এদিন পরিচালক কিংশুক দে বলেন, "আমাদের ছবি মুক্তি পাবে চলতি বছরের 29 মার্চ। এখন মুক্তির আগের প্রস্তুতি নিয়ে সবাই খুব ব্যস্ত। ছবির ট্রেলার প্রকাশিত হয়েছে ৷ খুবই পরিশ্রম করে, এই ছবি তৈরি করেছি আমরা। অনেক রিসার্চ, অনেক অন্বেষণের পর রেড ফাইলস মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রায় তৈরি। আশা করি দর্শক সচেতন ভাবে এই ছবি দেখবেন। কেবল বিনোদন নয়, এই ছবি বাঙালির বোধোদয় করবে, প্রতিবাদের রসদ হয়ে উঠবে। এই ছবি শুধু বানতলা ধর্ষণ কাণ্ড নয়, পরবর্তী সময় ঘটে যাওয়া সমস্ত ধর্ষণের প্রতি সোচ্চার প্রতিবাদ এই ছবি। আশা করি দর্শকদের এই ছবির ট্রেলার ভালো লাগবে।"
এর আগে যখন ছবির চরিত্রদের লুক প্রথম প্রকাশ্যে আসে তখন পরিচালক জানিয়েছিলেন, 1990 সালে বানতলায় তিন জন মহিলাকে ধর্ষণ করে নির্মম হত্যা করা হয়। কিন্তু প্রমাণের অভাব, আর রাজনৈতিক চাপে সঠিক বিচার পায় না এই ধর্ষণ কাণ্ডের মূলে থাকা আসল অপরাধীরা। বানতলা ধর্ষণ কাণ্ডের ফাইল তো চাপা পড়ে যায়, কিন্তু জায়গার নাম গুলো বদলাতে থাকলেও, ধর্ষণের নৃশংসতা কমে না কিছুতেই। এই ছবি মানুষকে আর একবার ভাবাবে।
ছবির কাহিনি, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনা সবেরই দায়িত্বে রয়েছেন কিংশুক দে। ক্যামেরায় রয়েছেন শুভদীপ নস্কর। ছবির সৃজণশীল পরিচালনা ও পোশাক পরিকল্পনা করেছেন সংযুক্তা দেব রায়। ছবির সম্পাদনা করছেন অমিত নস্কর। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন মুমতাজ সরকার, বিদীপ্তা চক্রবর্তী, কিঞ্জল নন্দ, তানিকশা রায়, অভিরূপ চৌধুরী, দেবপ্রসাদ হালদার, দীপক হালদার, প্রমুখ। ছবিতে গান গেয়েছেন নচিকেতা চক্রবর্তী, পাপন, ও লগ্নজিতা চক্রবর্তী।
মিনু পারেখ ও নিলেশ পারেখ নিবেদিত ব্লুবেরিজ এন্টারটেনমেন্ট- এর ছবি ' দ্য রেড ফাইলস' ছবির অফিসিয়াল ট্রেলার। 1990 সালে বানতলা ধর্ষণ কাণ্ডের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই ছবি। এই ছবির কণ্ঠ সঙ্গীতে থাকছেন নচিকেতা চক্রবর্তী ও সংগীত পরিচালক সৌম্য ঋত স্বয়ং।
আরও পড়ুন
1. মিঠুনকে সঙ্গে নিয়েই নতুন ছবির কাজে ব্যস্ত রাজ চক্রবর্তী
2. পোস্টঅফিসে কর্মীদের অশ্রাব্য কথা? ফের বিতর্কের মুখে রূপঙ্কর বাগচি
3. 'রবিনসন স্ট্রিট হরর স্টোরি: মিথ ভার্সেস রিয়েলিটি' নিয়ে একান্ত আড্ডায় কমলেশ্বর মুখোপাধ্যায়