ETV Bharat / entertainment

কটাক্ষের মুখে মিমির উইকেন্ড প্ল্যান! বাংলাদেশ নিয়ে মন্তব্য কেন নয়; প্রশ্ন নেটিজেনদের - MIMI FACES BACKLASH - MIMI FACES BACKLASH

Mimi Chakraborty Weekend Plan: কাজের ব্যস্ততা শেষে নিজের উইকেন্ড প্ল্যান করে নিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী ৷ কেমন কাটবে, কার সঙ্গে কাটবে, সেই ছবিও সোশাল মিডিয়ায় শেয়ার করেন যাদবপুরের প্রাক্তন সাংসদ ৷ তারপরেই কটাক্ষের শিকার হলেন সোশাল মিডিয়ায় ৷

Mimi Chakraborty weekend Plan
অভিনেত্রী মিমি চক্রবর্তী (সোশাল মিডিয়া)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 20, 2024, 5:09 PM IST

হায়দরাবাদ, 20 জুলাই: একের পর এক ছবি নিয়ে বিগত কয়েক মাস ধরে ব্যস্ত রয়েছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী ৷ আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে 'আলাপ' ৷ এরপর ওপার বাংলার অভিনেতা শাকিব খানের সঙ্গে 'তুফান' ছবিতে মিমির অভিনয় প্রশংসিত হয়েছে ৷ ছবির প্রোমোশন ছাড়াও হাতে ছিল নতুন সিরিজের শুটিং ৷ সব মিলিয়ে বেশ ব্য়স্ত শিডিউল ছিল মিমির ৷ অবশেষে একান্ত যাপন ৷ প্রাণের চেয়ে প্রিয় পোষ্য সারমেয়দের সঙ্গে এখন সময় কাটাচ্ছেন অভিনেত্রী ৷ তারই কিছু ঝলক ভাইরাল সোশাল মিডিয়ায় ৷

শনিবার সোশাল মিডিয়ায় বেশ কিছু ছবি পোস্ট করে জানান, কীভাবে তিনি সপ্তাহান্তে কীভাবে সময় কাটাবেন ৷ মিমি জানালেন, তিনি সময় কাটাবেন তাঁর প্রিয় পোষ্য তথা ছানাপোনাদের সঙ্গে ৷ প্রিয় সারমেয়দের সঙ্গে আদুরে সময় কাটানোর ছবিগুলি সামনে আসতেই তা ছড়িয়ে পড়ে নেটপাড়ায় ৷ ঝিরঝিরে বৃষ্টিতে মিমিকে দেখা গেল সাইবেরিয়ান হাস্কি থেকে শুরু করে ল্যাব্রেডর, সকলের সঙ্গে মত্ত তিনি ৷ আর তারাও মিমির চোখমুখ চেটে আদরে ভরিয়ে দিচ্ছে ৷ সেই ছবি দেখে অনেক অনুরাগী কিউট বললেও, অনেকে আবার সমালোচনাও করেছেন ৷

রাইহান রফি পরিচালিত ও শাকিব খান অভিনীত 'তুফান' বাংলাদেশের পাশাপাশি মুক্তি পায় ভারতেও ৷ কলকাতায় ছবির প্রোমোশনে মিমির পাশাপাশি উপস্থিত ছিলেন শাকিবও ৷ ফলে শাকিবের মতো ওপার বাংলাতে মিমি এখন বেশ জনপ্রিয় ৷ তবে বর্তমানে বাংলাদেশে কোটা বাতিলের দাবিতে ছাত্র আন্দোলনে যেভাবে উত্তাল হয়েছে, তা নিয়ে একটি বাক্যও খরচ করেননি অভিনেত্রী ৷

ফলে অনেক নেটিজেন তাঁর কমেন্ট বক্সে গিয়ে কটাক্ষ করেছেন ৷ কেন মিমি বাংলাদেশের অবস্থা নিয়ে, সেখানকার পড়ুয়াদের নিয়ে কোনও কথা বলছেন না, তা নিয়ে অনেকেই সমালোচনা করেছেন ৷ প্রসঙ্গত, 'তুফান' ছবির কাজ সেরে ওয়েব সিরিজ 'ডাইনি' নিয়ে ব্যস্ত ছিলেন মিমি ৷ সম্প্রতি সেই সিরিজের কাজও শেষ হয়েছে ৷

হায়দরাবাদ, 20 জুলাই: একের পর এক ছবি নিয়ে বিগত কয়েক মাস ধরে ব্যস্ত রয়েছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী ৷ আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে 'আলাপ' ৷ এরপর ওপার বাংলার অভিনেতা শাকিব খানের সঙ্গে 'তুফান' ছবিতে মিমির অভিনয় প্রশংসিত হয়েছে ৷ ছবির প্রোমোশন ছাড়াও হাতে ছিল নতুন সিরিজের শুটিং ৷ সব মিলিয়ে বেশ ব্য়স্ত শিডিউল ছিল মিমির ৷ অবশেষে একান্ত যাপন ৷ প্রাণের চেয়ে প্রিয় পোষ্য সারমেয়দের সঙ্গে এখন সময় কাটাচ্ছেন অভিনেত্রী ৷ তারই কিছু ঝলক ভাইরাল সোশাল মিডিয়ায় ৷

শনিবার সোশাল মিডিয়ায় বেশ কিছু ছবি পোস্ট করে জানান, কীভাবে তিনি সপ্তাহান্তে কীভাবে সময় কাটাবেন ৷ মিমি জানালেন, তিনি সময় কাটাবেন তাঁর প্রিয় পোষ্য তথা ছানাপোনাদের সঙ্গে ৷ প্রিয় সারমেয়দের সঙ্গে আদুরে সময় কাটানোর ছবিগুলি সামনে আসতেই তা ছড়িয়ে পড়ে নেটপাড়ায় ৷ ঝিরঝিরে বৃষ্টিতে মিমিকে দেখা গেল সাইবেরিয়ান হাস্কি থেকে শুরু করে ল্যাব্রেডর, সকলের সঙ্গে মত্ত তিনি ৷ আর তারাও মিমির চোখমুখ চেটে আদরে ভরিয়ে দিচ্ছে ৷ সেই ছবি দেখে অনেক অনুরাগী কিউট বললেও, অনেকে আবার সমালোচনাও করেছেন ৷

রাইহান রফি পরিচালিত ও শাকিব খান অভিনীত 'তুফান' বাংলাদেশের পাশাপাশি মুক্তি পায় ভারতেও ৷ কলকাতায় ছবির প্রোমোশনে মিমির পাশাপাশি উপস্থিত ছিলেন শাকিবও ৷ ফলে শাকিবের মতো ওপার বাংলাতে মিমি এখন বেশ জনপ্রিয় ৷ তবে বর্তমানে বাংলাদেশে কোটা বাতিলের দাবিতে ছাত্র আন্দোলনে যেভাবে উত্তাল হয়েছে, তা নিয়ে একটি বাক্যও খরচ করেননি অভিনেত্রী ৷

ফলে অনেক নেটিজেন তাঁর কমেন্ট বক্সে গিয়ে কটাক্ষ করেছেন ৷ কেন মিমি বাংলাদেশের অবস্থা নিয়ে, সেখানকার পড়ুয়াদের নিয়ে কোনও কথা বলছেন না, তা নিয়ে অনেকেই সমালোচনা করেছেন ৷ প্রসঙ্গত, 'তুফান' ছবির কাজ সেরে ওয়েব সিরিজ 'ডাইনি' নিয়ে ব্যস্ত ছিলেন মিমি ৷ সম্প্রতি সেই সিরিজের কাজও শেষ হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.