ETV Bharat / entertainment

আইটেম গানে 'তুফান' তুললেন মিমি, ঘুম উড়ল শাকিবের - Laage Ura Dhura Song - LAAGE URA DHURA SONG

Mimi-Shakib Laage Ura Dhura Song: সিনেমা জগতে 25 বছর সম্পূর্ণ করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা শাকিব খান ৷ আসছে তাঁর নতুন ছবি 'তুফান' ৷ অ্যাকশন-ড্রামায় ভরপুর ছবিতে শাকিবের বিপরীতে দেখা যাবে মিমি চক্রবর্তীকে ৷ সম্প্রতি সামনে এসেছে ছবির নতুন আইটেম গান ৷

Laage Ura Dhura Song
'তুফান' ছবির নতুন গান (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 29, 2024, 4:26 PM IST

কলকাতা, 29 মে: বাংলাদেশের সুপারস্টার শাকিব খান দেখতে দেখতে বিনোদন দুনিয়ায় সম্পন্ন করলেন 25 বছর ৷ দু'যুগের বেশি সময় কাটিয়ে রূপোলি পর্দায় তিনি উপহার দিয়েছেন একাধিক হিট ছবি ৷ এবার মুক্তির অপেক্ষায় চোরকি এবং এসভিএফ প্রযোজিত দুই বাংলার ছবি 'তুফান' ৷ প্রকাশ্যে এসেছে নতুন গান 'লাগে উরা ধুরা' ৷ মিমি-শাকিবের অনস্ক্রিন কেমিষ্ট্রি জমে উঠেছে সোশাল মিডিয়ায় ৷

Laage Ura Dhura Song
অভিনেতা শাকিব খান-মিমি চক্রবর্তী (ইটিভি ভারত)

ঈদ-উল-আজহা-য় ছবিটি মুক্তি পাওয়ার কথা সারা দেশে। দিনকয়েক আগে এই গানের সামান্য ঝলক সামনে আসে। এদিন পৌনে তিন মিনিটের এই গানে নাচের জাদু ছড়িয়েছেব শাকিব খান এবং মিমি চক্রবর্তী। দেখা মিলল গানের সঙ্গীত পরিচালক প্রীতম হাসানেরও। শেষ দৃশ্য ‘কাট’ নিয়ে হাজির হলেন স্বয়ং পরিচালক রায়হান রাফি। গানের কথা লিখেছেন রাসেল মাহমুদ ও শরিফউদ্দিন। সংগীতায়োজন করেছেন প্রীতম হাসান। তাঁর সঙ্গে গানটি গেয়েছেন দেবশ্রী অন্তরা।

শ্রীবল্লির সঙ্গে রোম্যান্টিক মুডে পুষ্পা, প্রেম-বন্ধুত্বের অফস্ক্রিন কেমিস্ট্রি ধরা পড়ল নতুন গানে

জানা গিয়েছে, একজন গ্যাংস্টারের গল্প নিয়ে তৈরি হয়েছে ‘তুফান’। যেখানে উঠে আসবে নব্বই দশকের চিত্র। সে সময়ের এক নামকরা গ্যাংস্টারের কাহিনি নিয়েই এগিয়ে যাবে সিনেমা। ছবিতে শাকিব খানের বিপরীতে রয়েছেন ঢাকার মাসুমা রহমান নাবিলা ও কলকাতার মিমি চক্রবর্তী। একটি বিশেষ চরিত্রে রয়েছেন চঞ্চল চৌধুরী।

Laage Ura Dhura Song
আসছে নতুন ছবি 'তুফান' (ইটিভি ভারত)

উল্লেখ্য, কিছুদিন আগেই মুক্তি পেয়েছে প্রেমেন্দু চাকী পরিচালিত বাংলা ছবি 'আলাপ' ৷ মিমি চক্রবর্তী ও আবির চট্টোপাধ্যায় অভিনীত এই ছবি দর্শক মহলে সাড়া ফেলে ৷ এবার তাঁক দেখা যাবে শাকিবের বিপরীতে ৷ অন্যদিকে, 2023 সালে শাকিবের দুটি ছবি 'প্রিয়তমা' ও 'লিডার' মুক্তি পেয়েছে ৷ এবার এপার বাংলা-ওপার বাংলায় মিমি-শাকিবের রসায়ন কতটা 'তুফান' তোলে তা বলবে সময় ৷

প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটির প্রথম শ্যুটিঙেই ছিল ফুলশয্যার দৃশ্য ! তারপর...

কলকাতা, 29 মে: বাংলাদেশের সুপারস্টার শাকিব খান দেখতে দেখতে বিনোদন দুনিয়ায় সম্পন্ন করলেন 25 বছর ৷ দু'যুগের বেশি সময় কাটিয়ে রূপোলি পর্দায় তিনি উপহার দিয়েছেন একাধিক হিট ছবি ৷ এবার মুক্তির অপেক্ষায় চোরকি এবং এসভিএফ প্রযোজিত দুই বাংলার ছবি 'তুফান' ৷ প্রকাশ্যে এসেছে নতুন গান 'লাগে উরা ধুরা' ৷ মিমি-শাকিবের অনস্ক্রিন কেমিষ্ট্রি জমে উঠেছে সোশাল মিডিয়ায় ৷

Laage Ura Dhura Song
অভিনেতা শাকিব খান-মিমি চক্রবর্তী (ইটিভি ভারত)

ঈদ-উল-আজহা-য় ছবিটি মুক্তি পাওয়ার কথা সারা দেশে। দিনকয়েক আগে এই গানের সামান্য ঝলক সামনে আসে। এদিন পৌনে তিন মিনিটের এই গানে নাচের জাদু ছড়িয়েছেব শাকিব খান এবং মিমি চক্রবর্তী। দেখা মিলল গানের সঙ্গীত পরিচালক প্রীতম হাসানেরও। শেষ দৃশ্য ‘কাট’ নিয়ে হাজির হলেন স্বয়ং পরিচালক রায়হান রাফি। গানের কথা লিখেছেন রাসেল মাহমুদ ও শরিফউদ্দিন। সংগীতায়োজন করেছেন প্রীতম হাসান। তাঁর সঙ্গে গানটি গেয়েছেন দেবশ্রী অন্তরা।

শ্রীবল্লির সঙ্গে রোম্যান্টিক মুডে পুষ্পা, প্রেম-বন্ধুত্বের অফস্ক্রিন কেমিস্ট্রি ধরা পড়ল নতুন গানে

জানা গিয়েছে, একজন গ্যাংস্টারের গল্প নিয়ে তৈরি হয়েছে ‘তুফান’। যেখানে উঠে আসবে নব্বই দশকের চিত্র। সে সময়ের এক নামকরা গ্যাংস্টারের কাহিনি নিয়েই এগিয়ে যাবে সিনেমা। ছবিতে শাকিব খানের বিপরীতে রয়েছেন ঢাকার মাসুমা রহমান নাবিলা ও কলকাতার মিমি চক্রবর্তী। একটি বিশেষ চরিত্রে রয়েছেন চঞ্চল চৌধুরী।

Laage Ura Dhura Song
আসছে নতুন ছবি 'তুফান' (ইটিভি ভারত)

উল্লেখ্য, কিছুদিন আগেই মুক্তি পেয়েছে প্রেমেন্দু চাকী পরিচালিত বাংলা ছবি 'আলাপ' ৷ মিমি চক্রবর্তী ও আবির চট্টোপাধ্যায় অভিনীত এই ছবি দর্শক মহলে সাড়া ফেলে ৷ এবার তাঁক দেখা যাবে শাকিবের বিপরীতে ৷ অন্যদিকে, 2023 সালে শাকিবের দুটি ছবি 'প্রিয়তমা' ও 'লিডার' মুক্তি পেয়েছে ৷ এবার এপার বাংলা-ওপার বাংলায় মিমি-শাকিবের রসায়ন কতটা 'তুফান' তোলে তা বলবে সময় ৷

প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটির প্রথম শ্যুটিঙেই ছিল ফুলশয্যার দৃশ্য ! তারপর...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.