ETV Bharat / entertainment

ডিভোর্সী মেয়ে মানেই শ্লীলতাহানি-হয়রানির অধিকার পেয়ে যাওয়া! বিস্ফোরক মধুমিতা - MADHUMITA SARCAR - MADHUMITA SARCAR

Madhumita On Trolled Subject: পান থেকে চুন খসলেই মেয়েদেরকে নিয়ে চর্চা-ট্রোলড শুরু হয় সর্বত্র ৷ আর ডিভোর্স হলে ওঠে চরিত্র নিয়েও প্রশ্ন ৷ ঘুণ ধরা সমাজে সেই সকল চিন্তাধারীদের শনিবার একহাত নিলেন অভিনেত্রী মধুমিতা সরকার ৷

Madhumita On Trolled Subject
মধুমিতা সরকার (সোশাল মিডিয়া)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Sep 7, 2024, 5:25 PM IST

হায়দরাবাদ, 7 সেপ্টেম্বর: বিপাকে পড়েছেন অভিনেত্রী মধুমিতা সরকার ৷ তিনি নাকি, যাই করছেন তাতেই সমালোচনার মুখে পড়ছেন ৷ এমতাবস্থায় ট্রোলারদের সোশাল মিডিয়ায় বিস্ফোরক জবাব দিলেন চিনি অভিনেত্রী ৷ শনিবার ভিডিয়ো বার্তায় স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, সমাজ ও সোশাল পুলিশদের নজরদারিকে ভয় পান না তিনি ৷

এদিন ভিডিয়ো বার্তায় মধুমিতা প্রথম ইংরাজি কথা বলা শুরু করেন ৷ প্রথমদিকে ভিডিয়োর বিষয় বোঝা না গেলেও ধীরে ধীরে তা স্পষ্ট হয় ৷ তিনি বলেন, "আমি এখন ইংরাজিতে কথা বলছি ৷ এই দেখে অনেকে প্রশ্ন করবেন বাংলায় কথা বলতে অসুবিধা কোথায়? আবার স্পষ্ট বাংলায় কথা বললে আমার অবাঙালি যাঁরা বন্ধু আছেন তাঁরা অভিযোগ করবেন যে কিছুই বুঝতে পারছেন না ৷ শাড়ি পরে ছবি দিলে বলবে সারাদিন ছোট ছোট পোশাকর পরে এখন আবার শাড়ি পড়েছে ৷"

এরপর অভিনেত্রী আরও বলেন, "আমি যদি জোরে কথা বলি তা নিয়ে লোকে মন্তব্য করবে ৷ বলবে ওভার অ্যাকটিং করছি৷ আবার যদি আস্তে কথা বলি তাহলে বলবে ন্যাকামি করছি ৷ পুজো করলে বলা হবে নাটক করছি ৷ আসলে মহিলাদের সব সময় কটাক্ষ করা হয় ৷"

মধুমিতা এদিন আরও বলেন, "একজন ডিভোর্সী কেন হাওয়ান করছে তা নিয়ে লোকে প্রশ্ন তুলবে ৷ তারমানে পুজোও করতে পারব না ৷ আসলে আমরা মহিলা, আমাদের সবসময় জাজ করা হবে ৷ আর তারপর একটা ডিভোর্সী মেয়ে, একা মেয়ে, যদি কাল আমাকে কেউ টাচ করে, শ্লীলতাহানি করে বা হয়রান করে তাহলে সেটা করাই যায় ৷ কারণ সে ডিভোর্সী, একা থাকে ৷ তাই অধিকার তৈরি হয়ে যায় ৷" অভিনেত্রীর এই বার্তায় প্রতিক্রিয়া জানিয়েছেন অলিভিয়া, দর্শনা বণিক, সায়ন্তনী গুহঠাকুরতা ৷

হায়দরাবাদ, 7 সেপ্টেম্বর: বিপাকে পড়েছেন অভিনেত্রী মধুমিতা সরকার ৷ তিনি নাকি, যাই করছেন তাতেই সমালোচনার মুখে পড়ছেন ৷ এমতাবস্থায় ট্রোলারদের সোশাল মিডিয়ায় বিস্ফোরক জবাব দিলেন চিনি অভিনেত্রী ৷ শনিবার ভিডিয়ো বার্তায় স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, সমাজ ও সোশাল পুলিশদের নজরদারিকে ভয় পান না তিনি ৷

এদিন ভিডিয়ো বার্তায় মধুমিতা প্রথম ইংরাজি কথা বলা শুরু করেন ৷ প্রথমদিকে ভিডিয়োর বিষয় বোঝা না গেলেও ধীরে ধীরে তা স্পষ্ট হয় ৷ তিনি বলেন, "আমি এখন ইংরাজিতে কথা বলছি ৷ এই দেখে অনেকে প্রশ্ন করবেন বাংলায় কথা বলতে অসুবিধা কোথায়? আবার স্পষ্ট বাংলায় কথা বললে আমার অবাঙালি যাঁরা বন্ধু আছেন তাঁরা অভিযোগ করবেন যে কিছুই বুঝতে পারছেন না ৷ শাড়ি পরে ছবি দিলে বলবে সারাদিন ছোট ছোট পোশাকর পরে এখন আবার শাড়ি পড়েছে ৷"

এরপর অভিনেত্রী আরও বলেন, "আমি যদি জোরে কথা বলি তা নিয়ে লোকে মন্তব্য করবে ৷ বলবে ওভার অ্যাকটিং করছি৷ আবার যদি আস্তে কথা বলি তাহলে বলবে ন্যাকামি করছি ৷ পুজো করলে বলা হবে নাটক করছি ৷ আসলে মহিলাদের সব সময় কটাক্ষ করা হয় ৷"

মধুমিতা এদিন আরও বলেন, "একজন ডিভোর্সী কেন হাওয়ান করছে তা নিয়ে লোকে প্রশ্ন তুলবে ৷ তারমানে পুজোও করতে পারব না ৷ আসলে আমরা মহিলা, আমাদের সবসময় জাজ করা হবে ৷ আর তারপর একটা ডিভোর্সী মেয়ে, একা মেয়ে, যদি কাল আমাকে কেউ টাচ করে, শ্লীলতাহানি করে বা হয়রান করে তাহলে সেটা করাই যায় ৷ কারণ সে ডিভোর্সী, একা থাকে ৷ তাই অধিকার তৈরি হয়ে যায় ৷" অভিনেত্রীর এই বার্তায় প্রতিক্রিয়া জানিয়েছেন অলিভিয়া, দর্শনা বণিক, সায়ন্তনী গুহঠাকুরতা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.