ETV Bharat / entertainment

বিপাকে আল্লু অর্জুন! তেলেগু অভিনেতার বিরুদ্ধে নির্বাচনী বিধি লঙ্ঘনের অভিযোগ - Allu Arjun - ALLU ARJUN

Allu Arjun: অভিনেতা আল্লু অর্জুনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ ৷ 13 মে ভোট প্রচারের শেষ দিনে সমর্থন জানাতে অন্ধ্রপ্রদেশের নান্দিয়ালে তাঁর বন্ধু এবং বিধায়ক শিল্পা রবির বাড়িতে গিয়েছিলেন। অভিনেতাকে দেখতে ভিড় জমে যায় এলাকায় ৷ বিধায়ক ও অভিনেতার বিরুদ্ধে নির্বাচনী বিধি লঙ্ঘনের মামলা করা হয়েছে ।

Allu Arjun
বিপাকে আল্লু অর্জুন (ছবি- আইএএনএস)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 12, 2024, 2:30 PM IST

হায়দরাবাদ, 12 মে: পুষ্পারাজকে কি তবে ঝুঁকতে হল ! সোমবার চতুর্থ দফায় তেলেঙ্গানায় নির্বাচন ৷ তার আগে বিপাকে 'পুষ্পারাজ' আল্লু অর্জুন ৷ থানায় অভিযোগ দায়ের তেলুগু নায়কের বিরুদ্ধে ৷ শনিবার ওয়াইএসআরসিপি দলের এমএলএ শিল্পা রবির বাড়িতে গিয়েছিলেন অভিনেতা আল্লু অর্জুন ৷ সেখানেই তাঁকে দেখতে ভিড় জমে যায় ৷ নির্বাচনের 48 ঘণ্টা আগে লোকলসভা কেন্দ্রের রির্টানিং অফিসারের অনুমতি না নিয়ে বিধায়কের বাড়িতে যাওয়াতেই অভিনেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের হল ৷

আগামিকাল, সোমবার অন্ধ্রপ্রদেশের 25টি লোকসভা আসনে ভোট ৷ শনিবার ছিল প্রচারের শেষ দিন ৷ এই কেন্দ্রের বিধায়ক শিল্পা রবি ৷ নান্দিয়াল থেকে তিনি ফের প্রার্থী হয়েছেন ৷ তাঁরই ঘনিষ্ট বন্ধু আল্লু অর্জুন ৷ তাঁর সঙ্গে দেখা করতে এবং তাঁকে সমর্থন জানাতে বিধায়ক শিল্পা রবির বাড়িতে গিয়েছিলেন টলি অভিনেতা । সেই সময়ে স্থানীয় মানুষজন জানতে পারেন শিল্পার বাড়িতে আল্লুর আগমনের কথা ৷ প্রিয় অভিনেতাকে এক ঝলক দেখতে বিধায়কের বাসভবনের বাইরে ভিড় জমান তাঁরা। ভিড়ে জমে যায় নির্বাচনী এলাকায় ৷ ফ্যানেদের আশা মেটাতে আল্লু তাঁর স্ত্রী স্নেহা রেড্ডি, শিল্পা রবি এবং পরিবারের অন্য সদস্যদের সঙ্গে 'পুষ্পা, পুষ্পা' উচ্চারণ করে বারান্দায় পৌঁছন ৷ শিল্পা রবি, ওরফে সিঙ্গারেড্ডি রবিচন্দ্র কিশোর রেড্ডি ওয়াইএসআরসিপি-র হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৷

এদিকে নির্বাচনের 48 ঘণ্টা আগে ভিড় জমে যাওয়ায় আল্লু অর্জুনের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ উঠেছে ৷ ভারতীয় দণ্ডবিধির 188 ধারায় স্থানীয় টু টাউন থানায় অভিযোগ দায়ের করা হয়েছে (একজন সরকারি আধিকারিক দ্বারা সঠিকভাবে প্রচারিত আদেশের অবাধ্যতা)। নির্বাচনী বিধিভঙ্গের 144 ধারা এবং এপি পুলিশ আইনের 31 নম্বর ধারায় টলি অভিনেতা এবং ওয়াইএসআরসিপি বিধায়কের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ।

অন্যদিকে একটি সোশ্যাল মিডিয়া পোস্টে, আল্লু অর্জুন নান্দিয়ালের লোকদের তাঁদের স্বাগত জানানোর জন্য প্রশংসা করেছেন। তিনি শিল্পা রবিকে তাঁর আতিথেয়তার জন্য প্রশংসা করেন। "নির্বাচন এবং তারপরেও আমি আপনাদের শুভকামনা জানাই। আপনাদের জন্য আমার অটুট ভালবাসা এবং সমর্থন রয়েছে," তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন ৷ শিল্পা রবিও সোশাল মিডিয়ায় ভিড়ের দিকে আল্লু অর্জুনের সঙ্গে একটি ভিডিয়ো শেয়ার করেছেন ৷ সেখানেই নির্বাচনী সৌভাগ্য কামনা করতে নান্দিয়ালে যাত্রা করার জন্য অভিনেতার প্রশংসা করেছেন তিনি ।

আরও পড়ুন:

  1. আবার শুরু পুষ্পা রাজ, শ্রীজাতর লেখনীতে 'দ্য রুলে'র প্রথম গান মুক্তি বাংলাতেও
  2. কথামতো ভক্তদের বার্থডে গিফট আল্লুর, 'পুষ্পা 2' টিজারে উচ্ছ্বসিত অনুরাগীরা

হায়দরাবাদ, 12 মে: পুষ্পারাজকে কি তবে ঝুঁকতে হল ! সোমবার চতুর্থ দফায় তেলেঙ্গানায় নির্বাচন ৷ তার আগে বিপাকে 'পুষ্পারাজ' আল্লু অর্জুন ৷ থানায় অভিযোগ দায়ের তেলুগু নায়কের বিরুদ্ধে ৷ শনিবার ওয়াইএসআরসিপি দলের এমএলএ শিল্পা রবির বাড়িতে গিয়েছিলেন অভিনেতা আল্লু অর্জুন ৷ সেখানেই তাঁকে দেখতে ভিড় জমে যায় ৷ নির্বাচনের 48 ঘণ্টা আগে লোকলসভা কেন্দ্রের রির্টানিং অফিসারের অনুমতি না নিয়ে বিধায়কের বাড়িতে যাওয়াতেই অভিনেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের হল ৷

আগামিকাল, সোমবার অন্ধ্রপ্রদেশের 25টি লোকসভা আসনে ভোট ৷ শনিবার ছিল প্রচারের শেষ দিন ৷ এই কেন্দ্রের বিধায়ক শিল্পা রবি ৷ নান্দিয়াল থেকে তিনি ফের প্রার্থী হয়েছেন ৷ তাঁরই ঘনিষ্ট বন্ধু আল্লু অর্জুন ৷ তাঁর সঙ্গে দেখা করতে এবং তাঁকে সমর্থন জানাতে বিধায়ক শিল্পা রবির বাড়িতে গিয়েছিলেন টলি অভিনেতা । সেই সময়ে স্থানীয় মানুষজন জানতে পারেন শিল্পার বাড়িতে আল্লুর আগমনের কথা ৷ প্রিয় অভিনেতাকে এক ঝলক দেখতে বিধায়কের বাসভবনের বাইরে ভিড় জমান তাঁরা। ভিড়ে জমে যায় নির্বাচনী এলাকায় ৷ ফ্যানেদের আশা মেটাতে আল্লু তাঁর স্ত্রী স্নেহা রেড্ডি, শিল্পা রবি এবং পরিবারের অন্য সদস্যদের সঙ্গে 'পুষ্পা, পুষ্পা' উচ্চারণ করে বারান্দায় পৌঁছন ৷ শিল্পা রবি, ওরফে সিঙ্গারেড্ডি রবিচন্দ্র কিশোর রেড্ডি ওয়াইএসআরসিপি-র হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৷

এদিকে নির্বাচনের 48 ঘণ্টা আগে ভিড় জমে যাওয়ায় আল্লু অর্জুনের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ উঠেছে ৷ ভারতীয় দণ্ডবিধির 188 ধারায় স্থানীয় টু টাউন থানায় অভিযোগ দায়ের করা হয়েছে (একজন সরকারি আধিকারিক দ্বারা সঠিকভাবে প্রচারিত আদেশের অবাধ্যতা)। নির্বাচনী বিধিভঙ্গের 144 ধারা এবং এপি পুলিশ আইনের 31 নম্বর ধারায় টলি অভিনেতা এবং ওয়াইএসআরসিপি বিধায়কের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ।

অন্যদিকে একটি সোশ্যাল মিডিয়া পোস্টে, আল্লু অর্জুন নান্দিয়ালের লোকদের তাঁদের স্বাগত জানানোর জন্য প্রশংসা করেছেন। তিনি শিল্পা রবিকে তাঁর আতিথেয়তার জন্য প্রশংসা করেন। "নির্বাচন এবং তারপরেও আমি আপনাদের শুভকামনা জানাই। আপনাদের জন্য আমার অটুট ভালবাসা এবং সমর্থন রয়েছে," তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন ৷ শিল্পা রবিও সোশাল মিডিয়ায় ভিড়ের দিকে আল্লু অর্জুনের সঙ্গে একটি ভিডিয়ো শেয়ার করেছেন ৷ সেখানেই নির্বাচনী সৌভাগ্য কামনা করতে নান্দিয়ালে যাত্রা করার জন্য অভিনেতার প্রশংসা করেছেন তিনি ।

আরও পড়ুন:

  1. আবার শুরু পুষ্পা রাজ, শ্রীজাতর লেখনীতে 'দ্য রুলে'র প্রথম গান মুক্তি বাংলাতেও
  2. কথামতো ভক্তদের বার্থডে গিফট আল্লুর, 'পুষ্পা 2' টিজারে উচ্ছ্বসিত অনুরাগীরা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.