ETV Bharat / entertainment

সরকারি হাসপাতালে পরিষেবা নিয়ে মিথ্যা বলছেন কাঞ্চন, ফুঁসে উঠলেন কনীনিকা - Kanchan Mullick

Koneenica Banerjee on Kanchan Mullick: ঋত্বিক চক্রবর্তী, দেবলীনা দত্তের পর এবার কাঞ্চন মল্লিকের কথায় গর্জে উঠলেন অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায় ৷ যে অজুহাত সামনে রেখে সরকারি কর্মচারীদের নিয়ে বেফাঁস মন্তব্য কাঞ্চনের, তার সত্যতা সামনে আনলেন কনীনিকা ৷

Koneenica Banerjee on Kanchan Mullick
কাঞ্চনের বিরুদ্ধে তোপ কনীনিকার (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Sep 3, 2024, 3:09 PM IST

হায়দরাবাদ, 3 সেপ্টেম্বর: আরজি কর কাণ্ডে সরকারী কর্মচারীদের উদ্দেশ্যে লাগামহীন মন্তব্য করেন অভিনেতা কাঞ্চন মল্লিক ৷ সরকারি হাসপাতালে পরিষেবা বন্ধ নিয়ে ভিডিয়ো বার্তায় বন্ধুর মাতৃহারা শোকের কথাও সামনে আনেন ৷ কিন্তু তৃণমূল নেতার কথা ফুৎকারে উড়িয়ে দেন অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায় ৷ সরকারি হাসপাতালে পরিষেবা নিয়ে কাঞ্চন সঠিক কথা বলছেন না বলে ভিডিয়ো বার্তায় গর্জে উঠলেন অভিনেত্রী কনীনিকা ৷

সোমবার রাতে ক্ষমা চেয়ে ভিডিয়ো বার্তা দেন কাঞ্চন ৷ তা মঙ্গলবার সকালে দেখেন কনীনিকা ৷ তারপরেই প্রতিবাদ জানাতে ফেসবুক লাইভে আসেন তিনি ৷ সেখানে কাঞ্চনের বক্তব্য উড়িয়ে দেন অভিনেত্রী ৷ তিনি লাইভে বলেন, "কাঞ্চন দা খুব কাছের একটা মানুষ ৷ তাঁকে দেখে আমি বড় হয়েছি ৷ তাই দেখলাম যখন সে একটা ভুল তথ্য দিচ্ছে তখন আমার মনে হল লাইভে এসে এই কথাগুলো বলা খুব দরকার ৷ আমার মা বিগত ছয়মাস ধরে অসুস্থ ৷ জানি না কী হবে ৷ তিনি একটি সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ৷ আমার পরিবারের কেউ না কেউ রোজ মাকে দেখতে হাসপাতালে যাচ্ছি ৷ হ্যাঁ, জুনিয়র চিকিৎসকরা আরজি কর কাণ্ডের প্রতিবাদে ধরনায় নেমেছেন ৷ কিন্তু সিনিয়র চিকিৎসকরা প্রচুর পরিশ্রম করছেন৷"

তিনি আরও বলেন, "চিকিৎসকরা একজোট হয়ে প্রতিবাদ করছেন, করুন না ৷ যদি কেউ বলে থাকেন সরকারি হাসপাতালে চিকিৎসা হচ্ছে না তাহলে আমি বলব সেটা মিথ্যা কথা ৷ সিনিয়র চিকিৎসকরা যেভাবে খাটছেন তা বলার নয় ৷ মধ্যরাতেও কোনও সমস্যা হলে আমার মাকে তাঁরা দেখে যাচ্ছেন ৷ আমি কৃতজ্ঞ ৷ চিকিৎসা সাধারণ মানুষ পাচ্ছেন না, এটা আমি বিশ্বাস করি না ৷ কারণ আমি নিজে এই প্রতিবাদ আন্দোলনের মধ্যে ওপিডিতে দাঁড়িয়ে ডাক্তার দেখিয়েছি আমার মায়ের জন্যই ৷"

এরপর কনীনিকা বলেন, "এই যে তথ্য দেওয়া হয়েছে কোনও মানুষ গিয়েছেন চিকিৎসা পান নি, সেটা ঠিক নয় ৷ তিনি হয়তো সঠিক রাস্তা দিয়ে যাননি ৷ তাই চিকিৎসা পাননি ৷ যাঁরা বড় বড় এমএলএ, এমপি তাঁদের তো এমনই সোর্স বেশি ৷ আমরা তো সাধারণ মানুষ ৷ আমাদের তো কোনও সোর্সই নেই ৷ আমাদের তো ওঁদেরকেই ফোন করতে হয় একটা বেডের জন্য ৷ তাই তাঁরাই যখন ফুল তথ্য দেয় এবং সাধারণ মানুষ সেই স্রোতে বইতে শুরু করে সেটা কিন্তু ঠিক নয় ৷"

এরপর অভিনেত্রী সন্দীপ ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে মুখ খোলেন ৷ তিনি বলেন, "দয়া করে উৎফুল্ল হবেন না ৷ উনি দুর্নীতির কারণে গ্রেফতার হয়েছেন ৷ অনেকদিন হয়ে গেল ৷ এখনও নির্যাতিতার বিচার হয়নি ৷ তাই বিচার হোক এটাই চাই ৷ সিবিআই তদন্ত করছে ৷ দোষীরা দ্রুত শাস্তি পাক এটাই চাই ৷ ন্যায় আমরা পাবই ৷" শুধু তাই নয় এদিন কনীনিকা একহাত নেন ট্রোলারদেরও ৷ তিনি বলেন, "সারাক্ষণ ট্রোল করলেই জীবন চলে না ৷ তোমাদের সাহস থাকলে রাস্তায় নামো, লড়াই করো ৷ ভয় দেখিয়ে কিছু হবে না ৷ আপনাদের মতো ট্রোলারদের জীবনে কোনও কাজ নেই ৷ হতাশায় ভোগেন বলে লোকের পিছনে পড়ে আছেন ৷ তাই মুখ বন্ধ করুন ৷ এখন আর চুপ করে থাকার সময় নয় ৷"

হায়দরাবাদ, 3 সেপ্টেম্বর: আরজি কর কাণ্ডে সরকারী কর্মচারীদের উদ্দেশ্যে লাগামহীন মন্তব্য করেন অভিনেতা কাঞ্চন মল্লিক ৷ সরকারি হাসপাতালে পরিষেবা বন্ধ নিয়ে ভিডিয়ো বার্তায় বন্ধুর মাতৃহারা শোকের কথাও সামনে আনেন ৷ কিন্তু তৃণমূল নেতার কথা ফুৎকারে উড়িয়ে দেন অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায় ৷ সরকারি হাসপাতালে পরিষেবা নিয়ে কাঞ্চন সঠিক কথা বলছেন না বলে ভিডিয়ো বার্তায় গর্জে উঠলেন অভিনেত্রী কনীনিকা ৷

সোমবার রাতে ক্ষমা চেয়ে ভিডিয়ো বার্তা দেন কাঞ্চন ৷ তা মঙ্গলবার সকালে দেখেন কনীনিকা ৷ তারপরেই প্রতিবাদ জানাতে ফেসবুক লাইভে আসেন তিনি ৷ সেখানে কাঞ্চনের বক্তব্য উড়িয়ে দেন অভিনেত্রী ৷ তিনি লাইভে বলেন, "কাঞ্চন দা খুব কাছের একটা মানুষ ৷ তাঁকে দেখে আমি বড় হয়েছি ৷ তাই দেখলাম যখন সে একটা ভুল তথ্য দিচ্ছে তখন আমার মনে হল লাইভে এসে এই কথাগুলো বলা খুব দরকার ৷ আমার মা বিগত ছয়মাস ধরে অসুস্থ ৷ জানি না কী হবে ৷ তিনি একটি সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ৷ আমার পরিবারের কেউ না কেউ রোজ মাকে দেখতে হাসপাতালে যাচ্ছি ৷ হ্যাঁ, জুনিয়র চিকিৎসকরা আরজি কর কাণ্ডের প্রতিবাদে ধরনায় নেমেছেন ৷ কিন্তু সিনিয়র চিকিৎসকরা প্রচুর পরিশ্রম করছেন৷"

তিনি আরও বলেন, "চিকিৎসকরা একজোট হয়ে প্রতিবাদ করছেন, করুন না ৷ যদি কেউ বলে থাকেন সরকারি হাসপাতালে চিকিৎসা হচ্ছে না তাহলে আমি বলব সেটা মিথ্যা কথা ৷ সিনিয়র চিকিৎসকরা যেভাবে খাটছেন তা বলার নয় ৷ মধ্যরাতেও কোনও সমস্যা হলে আমার মাকে তাঁরা দেখে যাচ্ছেন ৷ আমি কৃতজ্ঞ ৷ চিকিৎসা সাধারণ মানুষ পাচ্ছেন না, এটা আমি বিশ্বাস করি না ৷ কারণ আমি নিজে এই প্রতিবাদ আন্দোলনের মধ্যে ওপিডিতে দাঁড়িয়ে ডাক্তার দেখিয়েছি আমার মায়ের জন্যই ৷"

এরপর কনীনিকা বলেন, "এই যে তথ্য দেওয়া হয়েছে কোনও মানুষ গিয়েছেন চিকিৎসা পান নি, সেটা ঠিক নয় ৷ তিনি হয়তো সঠিক রাস্তা দিয়ে যাননি ৷ তাই চিকিৎসা পাননি ৷ যাঁরা বড় বড় এমএলএ, এমপি তাঁদের তো এমনই সোর্স বেশি ৷ আমরা তো সাধারণ মানুষ ৷ আমাদের তো কোনও সোর্সই নেই ৷ আমাদের তো ওঁদেরকেই ফোন করতে হয় একটা বেডের জন্য ৷ তাই তাঁরাই যখন ফুল তথ্য দেয় এবং সাধারণ মানুষ সেই স্রোতে বইতে শুরু করে সেটা কিন্তু ঠিক নয় ৷"

এরপর অভিনেত্রী সন্দীপ ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে মুখ খোলেন ৷ তিনি বলেন, "দয়া করে উৎফুল্ল হবেন না ৷ উনি দুর্নীতির কারণে গ্রেফতার হয়েছেন ৷ অনেকদিন হয়ে গেল ৷ এখনও নির্যাতিতার বিচার হয়নি ৷ তাই বিচার হোক এটাই চাই ৷ সিবিআই তদন্ত করছে ৷ দোষীরা দ্রুত শাস্তি পাক এটাই চাই ৷ ন্যায় আমরা পাবই ৷" শুধু তাই নয় এদিন কনীনিকা একহাত নেন ট্রোলারদেরও ৷ তিনি বলেন, "সারাক্ষণ ট্রোল করলেই জীবন চলে না ৷ তোমাদের সাহস থাকলে রাস্তায় নামো, লড়াই করো ৷ ভয় দেখিয়ে কিছু হবে না ৷ আপনাদের মতো ট্রোলারদের জীবনে কোনও কাজ নেই ৷ হতাশায় ভোগেন বলে লোকের পিছনে পড়ে আছেন ৷ তাই মুখ বন্ধ করুন ৷ এখন আর চুপ করে থাকার সময় নয় ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.