ETV Bharat / entertainment

'চড়' খাওয়াই প্রথম নয়, বলিউডে কঙ্গনা আর বিতর্ক যেন সমার্থক - KANGANA RANAUT

author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 6, 2024, 9:31 PM IST

Bollywood 'Queen' Kangana and her controversies: বৃহস্পতিবার চণ্ডীগড় বিমানবন্দরে মহিলা সিআইএসএফ জওয়ানের হাতে কষিয়ে 'চড়' খেলেন কঙ্গনা ৷ তোলপাড় সোশাল মিডিয়ায় ৷ তৎপর পুলিশ-প্রশাসন ৷ জোড়ালো হচ্ছে বিতর্ক ৷ তবে কুইন কঙ্গনা যে বিতর্কের আর এক নাম, তা অনেকেই বলে থাকেন ৷ একনজরে ফিরে দেখা যাক, কঙ্গনার জীবনের সেরা পাঁচ বিতর্কিত মুহূর্ত ৷

Bollywood 'Queen' Kangana
কন্ট্রোভার্সির 'রানি' বলিউডের কঙ্গনা (ইটিভি ভারত)

হায়দরাবাদ, 6 জুন: বলিউড কুইন কঙ্গনা ও কন্ট্রোভার্সি যেন একে অপরের পরিপূরক ৷ কঙ্গনা মুখ খুললেই বিতর্ক। আবার কঙ্গনা যেখানে পা রাখেন সেখানেও কিছু না কিছু বিতর্ক তৈরি হয়ে যায় ৷ বৃহস্পতিবার বিমানবন্দরে অভিনেত্রী তথা মান্ডিতে জয়ী বিজেপি প্রার্থী কঙ্গনাকে 'চড়' মারার ঘটনা নতুন করে আলোড়ন তুলেছে ৷ ইতিমধ্যেই বিমানবন্দরে কর্মরত মহিলা সিআইএসএফ কর্মীকে সাসপেন্ড করা হয়েছে ৷ এমনকী, তাঁর বিরুদ্ধে এইআইআরও দায়ের করা হয়েছে ৷ তবে যদি একটু পিছন ফিরে তাকানো যায়, দেখা যাবে কঙ্গনা বিতর্কের সরণীর অনেক বাঁক পেরিয়েছেন ৷

করণ জোহর ও নেপোটিজম- কফি উইথ করণ শোয়ে, শেষবার দেখা যায় কঙ্গনা রানাওয়াতকে ৷ যেখানে সইফ আলি খানের সঙ্গে করণ জোহরের শোয়ে, খোদ পরিচালককেই বলিউডে নেপোটিজম কারিগর বলে আখ্যা দেন কঙ্গনা ৷ বলা বাহুল্য, কঙ্গনার এই মন্তব্য়ের রেশ আজও চলে আসছে ৷ করণ জোহর 'বলিউড মাফিয়া'র যে তকম কুইনের কাছ থেকে পেয়েছেন, বিতর্কের সেই জল গড়িয়ে চলেছে আজও ৷

1947 ও দেশ স্বাধীন- অভিনেত্রীর আরও একটি মন্তব্য ঝড় তুলেছিল নেটদুনিয়ায় ৷ থালাইভি অভিনেত্রী দেশের স্বাধীনতা প্রসঙ্গে এমন মন্তব্য় করেন যা সকলকে বাকরুদ্ধ করে দেয় ৷ 2021 সালে আয়োজিত এক সামিটে, অভিনেত্রী বলেছিলেন, "1947 সালে আমরা যে স্বাধীনতা পেয়েছিলাম সেটা আসলে ভিক্ষা ছিল ৷ ভারতবাসী আসল স্বাধীনতা পেয়েছে 2014 সালে ৷" বলা বাহুল্য, নরেন্দ্র মোদি লোকসভা নির্বাচনে জিতে প্রধানমন্ত্রী হিসাবে দিল্লির মসনদে বসেন ৷ সেটাই বোঝাতে গিয়ে অভিনেত্রী কঙ্গনা দেশের জন্য যাঁরা প্রাণ দিয়েছেন, আত্মবলিদান দিয়েছেন, তাঁদের পরোক্ষভাবে অপমান করে বসেন ৷ যা নিয়ে কম বিতর্ক হয়নি ৷

ফিল্মফেয়ার কমিটির বিরুদ্ধে ক্ষোভ- বিগত কয়েক বছর ধরেই ফিল্মফেয়ার পুরস্কার অনুষ্ঠানে দেখা যায় না অভিনেত্রীকে ৷ এমনকী, তিনি ফিল্মফেয়ার কমিটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও হুমকি দিয়েছিলেন ৷ ইন্সটাগ্রাম স্টোরিতে নিজের মন্তব্য প্রকাশ করেন কঙ্গনা ৷ তিনি লেখেন, "2014 সাল থেকে আমি অনৈতিক, দুর্নীতিগ্রস্ত ফিল্মফেয়ারকে ব্যান করেছি ৷ তারপর থেকে তাদের অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানো হচ্ছে ৷ এমনকী, আমাকে থালাইভি ছবির জন্য পুরস্কারও দিতে চাওয়া হয়েছে ৷"

হৃত্বিক রোশন ও সম্পর্কের টানাপোড়েন- কঙ্গনা ও হৃত্বিক রোশনের সম্পর্ক নিয়ে কম জলঘোলা হয়নি ৷ খবরের শিরোনামে ছিল কঙ্গনা-হৃত্বিকের সম্পর্ক নিয়ে বিতর্ক ও কাদা ছোড়াছুড়ি ৷ কঙ্গনা দাবি করেছিলেন, 'ক্রিশ' ছবির শুটিংয়ের সময় তাঁদের দুজনের মধ্যে রোমান্টিক কেমিষ্ট্রি তৈরি হয়েছিল ৷ সেটা শুধু ক্যামেরার সামনে নয়, ক্যামেরার পিছনেও ৷ এরপর যখন কঙ্গনা হৃত্বিকের সঙ্গে ভালোবাসার সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন তখন অস্বীকার করেন হৃত্বিক ৷ এমনকী, হৃত্বিক কী কী মেইল করেছেন, কীভাবে বিবাহ বিচ্ছেদের পর সম্পর্কে থাকতে চেয়েছেন, ইত্যাদি বিষয়ও প্রকাশ্যে আনেন কুইন ৷

মুম্বইয়ের সঙ্গে পাকিস্তানের তুলনা- 2020 সালে কঙ্গনা আরও একটি বিতর্কিত মন্তব্যের জন্য আইনি নোটিশ পেয়েছিলেন ৷ তিনি বলেছিলেন, "বলিউডের মাফিয়াদের থেকে মুম্বই পুলিশ অনেক বেশি খোঁচা দেয় ৷" এরপর তিনি মুম্বইকে পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা করেন ৷ এই ঘটনা ঝড় তোলে সর্বত্র ৷ এমনকী, জড়িয়ে পড়েন মহারাষ্ট্রের তৎকালীন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেও ৷

এবার ঘটল, কঙ্গনাকে চড় মারার মতো ঘটনা ৷ আগে তিনি শুধুমাত্র একজন অভিনেত্রী-প্রযোজক-পরিচালক ছিলেন ৷ এখন তিনি হিমাচল প্রদেশের মান্ডিতে জয়ের পর পার্লামেন্টের নির্বাচিত সদস্য হতে চলেছেন ৷ এই ঘটনাপ্রবাহ কতদূর যায়, সেটাই দেখার ৷

হায়দরাবাদ, 6 জুন: বলিউড কুইন কঙ্গনা ও কন্ট্রোভার্সি যেন একে অপরের পরিপূরক ৷ কঙ্গনা মুখ খুললেই বিতর্ক। আবার কঙ্গনা যেখানে পা রাখেন সেখানেও কিছু না কিছু বিতর্ক তৈরি হয়ে যায় ৷ বৃহস্পতিবার বিমানবন্দরে অভিনেত্রী তথা মান্ডিতে জয়ী বিজেপি প্রার্থী কঙ্গনাকে 'চড়' মারার ঘটনা নতুন করে আলোড়ন তুলেছে ৷ ইতিমধ্যেই বিমানবন্দরে কর্মরত মহিলা সিআইএসএফ কর্মীকে সাসপেন্ড করা হয়েছে ৷ এমনকী, তাঁর বিরুদ্ধে এইআইআরও দায়ের করা হয়েছে ৷ তবে যদি একটু পিছন ফিরে তাকানো যায়, দেখা যাবে কঙ্গনা বিতর্কের সরণীর অনেক বাঁক পেরিয়েছেন ৷

করণ জোহর ও নেপোটিজম- কফি উইথ করণ শোয়ে, শেষবার দেখা যায় কঙ্গনা রানাওয়াতকে ৷ যেখানে সইফ আলি খানের সঙ্গে করণ জোহরের শোয়ে, খোদ পরিচালককেই বলিউডে নেপোটিজম কারিগর বলে আখ্যা দেন কঙ্গনা ৷ বলা বাহুল্য, কঙ্গনার এই মন্তব্য়ের রেশ আজও চলে আসছে ৷ করণ জোহর 'বলিউড মাফিয়া'র যে তকম কুইনের কাছ থেকে পেয়েছেন, বিতর্কের সেই জল গড়িয়ে চলেছে আজও ৷

1947 ও দেশ স্বাধীন- অভিনেত্রীর আরও একটি মন্তব্য ঝড় তুলেছিল নেটদুনিয়ায় ৷ থালাইভি অভিনেত্রী দেশের স্বাধীনতা প্রসঙ্গে এমন মন্তব্য় করেন যা সকলকে বাকরুদ্ধ করে দেয় ৷ 2021 সালে আয়োজিত এক সামিটে, অভিনেত্রী বলেছিলেন, "1947 সালে আমরা যে স্বাধীনতা পেয়েছিলাম সেটা আসলে ভিক্ষা ছিল ৷ ভারতবাসী আসল স্বাধীনতা পেয়েছে 2014 সালে ৷" বলা বাহুল্য, নরেন্দ্র মোদি লোকসভা নির্বাচনে জিতে প্রধানমন্ত্রী হিসাবে দিল্লির মসনদে বসেন ৷ সেটাই বোঝাতে গিয়ে অভিনেত্রী কঙ্গনা দেশের জন্য যাঁরা প্রাণ দিয়েছেন, আত্মবলিদান দিয়েছেন, তাঁদের পরোক্ষভাবে অপমান করে বসেন ৷ যা নিয়ে কম বিতর্ক হয়নি ৷

ফিল্মফেয়ার কমিটির বিরুদ্ধে ক্ষোভ- বিগত কয়েক বছর ধরেই ফিল্মফেয়ার পুরস্কার অনুষ্ঠানে দেখা যায় না অভিনেত্রীকে ৷ এমনকী, তিনি ফিল্মফেয়ার কমিটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও হুমকি দিয়েছিলেন ৷ ইন্সটাগ্রাম স্টোরিতে নিজের মন্তব্য প্রকাশ করেন কঙ্গনা ৷ তিনি লেখেন, "2014 সাল থেকে আমি অনৈতিক, দুর্নীতিগ্রস্ত ফিল্মফেয়ারকে ব্যান করেছি ৷ তারপর থেকে তাদের অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানো হচ্ছে ৷ এমনকী, আমাকে থালাইভি ছবির জন্য পুরস্কারও দিতে চাওয়া হয়েছে ৷"

হৃত্বিক রোশন ও সম্পর্কের টানাপোড়েন- কঙ্গনা ও হৃত্বিক রোশনের সম্পর্ক নিয়ে কম জলঘোলা হয়নি ৷ খবরের শিরোনামে ছিল কঙ্গনা-হৃত্বিকের সম্পর্ক নিয়ে বিতর্ক ও কাদা ছোড়াছুড়ি ৷ কঙ্গনা দাবি করেছিলেন, 'ক্রিশ' ছবির শুটিংয়ের সময় তাঁদের দুজনের মধ্যে রোমান্টিক কেমিষ্ট্রি তৈরি হয়েছিল ৷ সেটা শুধু ক্যামেরার সামনে নয়, ক্যামেরার পিছনেও ৷ এরপর যখন কঙ্গনা হৃত্বিকের সঙ্গে ভালোবাসার সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন তখন অস্বীকার করেন হৃত্বিক ৷ এমনকী, হৃত্বিক কী কী মেইল করেছেন, কীভাবে বিবাহ বিচ্ছেদের পর সম্পর্কে থাকতে চেয়েছেন, ইত্যাদি বিষয়ও প্রকাশ্যে আনেন কুইন ৷

মুম্বইয়ের সঙ্গে পাকিস্তানের তুলনা- 2020 সালে কঙ্গনা আরও একটি বিতর্কিত মন্তব্যের জন্য আইনি নোটিশ পেয়েছিলেন ৷ তিনি বলেছিলেন, "বলিউডের মাফিয়াদের থেকে মুম্বই পুলিশ অনেক বেশি খোঁচা দেয় ৷" এরপর তিনি মুম্বইকে পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা করেন ৷ এই ঘটনা ঝড় তোলে সর্বত্র ৷ এমনকী, জড়িয়ে পড়েন মহারাষ্ট্রের তৎকালীন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেও ৷

এবার ঘটল, কঙ্গনাকে চড় মারার মতো ঘটনা ৷ আগে তিনি শুধুমাত্র একজন অভিনেত্রী-প্রযোজক-পরিচালক ছিলেন ৷ এখন তিনি হিমাচল প্রদেশের মান্ডিতে জয়ের পর পার্লামেন্টের নির্বাচিত সদস্য হতে চলেছেন ৷ এই ঘটনাপ্রবাহ কতদূর যায়, সেটাই দেখার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.