ETV Bharat / entertainment

প্রকাশ্যে 'মার্ডার মুবারক' টিজার, কবে-কোথায় দেখতে পাবেন সাসপেন্স-থ্রিলার; জানালেন নির্মাতারা - মার্ডার মুবারক

Murder Mubarak Teaser: প্রকাশ্যে এসেছে 'মার্ডার মুবারক' সিরিজের টিজার ৷ হোমি আদাজানিয়া পরিচালিত সিরিজে রয়েছেন একাধিক তারকা ৷ কবে থেকে দেখা যাবে এই সিরিজ?

Etv Bharat
প্রকাশ্যে 'মার্ডার মুবারক' টিজার
author img

By PTI

Published : Feb 5, 2024, 4:18 PM IST

নয়াদিল্লি, 5 ফেব্রুয়ারি: খুন-রহস্যের মোড়কে লুকিয়ে আততায়ী। সন্দেহে একাধিক ব্যক্তির বিরুদ্ধে ৷ ওটিটি'র পর্দায় আসতে চলেছে মাল্টিস্টারার সিরিজ 'মার্ডার মুবারক' ৷ অনুজা চৌহানের জনপ্রিয় উপন্যাস 'ক্লাব ইউ টু ডেথ' অবলম্বনে তৈরি হতে চলেছে এই সিরিজ ৷ নেটফ্লিক্সে 15 মার্চ থেকেই এই সিরিজ স্ট্রিমিং হবে বলে জানা গিয়েছে ৷

মার্ডার মিস্ট্রিকে ঘিরে রয়েছে সাসপেন্স, কমেডি ও রোমান্স ৷ সেখানে বিভিন্ন চরিত্রে দেখা যাবে সারা আলি খান, বিজয় বর্মা, ডিম্পল কাপাডিয়া, করিশ্মা কাপুর, সঞ্জয় কাপুর, তিসকা চোপড়া ও সুহেল নাইয়ারকে ৷ সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে পঙ্কজ ত্রিপাঠীকে ৷ সেখানে তাঁকে পুলিশের ভূমিকায় দেখা গেলেও থাকবে একাটধিক টুইস্ট ৷

পরিচালক হোমি আদাজানিয়া বলেন, "মার্ডার মুবারক সত্যিই দর্শকদের ভালো লাগবে ৷ এই সিরিজ সিনেমার জগতের একাধিক তারকা কে দেখা যাবে একসঙ্গে ৷ থাকছেন বিভিন্ন জেনারেশনের তারকারাও ৷" এর আগে হোমি পরিচালনা করেছেন 'ককটেল' বা 'ফাইন্ডিং ফ্যানি'র মতো ছবি ৷ ছবির প্রযোজনায় ম্যাডডক ফিল্মসের দীনেশ ভিজন ৷ তিনি জানিয়েছেন, এর আগে ম্যাডডক নেটফ্লিক্সের সঙ্গে যৌথভাবে কাজ করেছেন ৷ 'মিমি', 'চোর নিকাল কে ভাগা' ও 'দশভি' ইতিমধ্যেই দর্শক দরবারে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে ৷

নেটফ্লিক্স ইন্ডিয়ার রুচিকা কাপুর শেখের মতে 'মার্ডার মুবারক' সিরিজটি সাসপেন্স ও কমেডির অনবদ্য মেলবন্ধন ৷ তিনি বলেন, "একাধিক তারকাদের মেলবন্ধনে এই সিরিজের গল্প দর্শকদের আকৃষ্ট করবে ৷ ম্যাডডক ফিল্মসের সঙ্গে যৌথভাবে বিনোদনের জন্য আর একটি গল্প আনতে পেরে ভালো লাগছে ৷ এই ধরনের গল্পের সাক্ষী আগে কখনও থাকেনি দর্শক তা নিঃসন্দেহে বলা যায় ৷" উল্লেখ্য, সিরিজের স্ক্রিন প্লে ও সংলাপ লিখেছেন সুপ্রতীম সেনগুপ্ত ও গজল ধালিওয়াল ৷ 15 মার্চ থেকে নেটফ্লিক্সে স্ট্রিমিং হবে 'মার্ডার মুবারক' ৷

আরও পড়ুন:

1. গ্র্যামির আসরে বিশাল নাটক, তিনটি পুরস্কার জেতার পরেই গ্রেফতার কিলার মাইক

2. গ্র্যামির মঞ্চে ফের ভারতীয় সঙ্গীতের জয়, শঙ্কর মহাদেবন-জাকির হুসেনের ঝুলিতে সেরার শিরোপা

3. জাকির হুসেনের ঝুলিতে তিনটি গ্র্যামি, সঙ্গীতের সর্বোচ্চ সম্মান স্ত্রী'কে উৎসর্গ শঙ্কর মহাদেবনের

নয়াদিল্লি, 5 ফেব্রুয়ারি: খুন-রহস্যের মোড়কে লুকিয়ে আততায়ী। সন্দেহে একাধিক ব্যক্তির বিরুদ্ধে ৷ ওটিটি'র পর্দায় আসতে চলেছে মাল্টিস্টারার সিরিজ 'মার্ডার মুবারক' ৷ অনুজা চৌহানের জনপ্রিয় উপন্যাস 'ক্লাব ইউ টু ডেথ' অবলম্বনে তৈরি হতে চলেছে এই সিরিজ ৷ নেটফ্লিক্সে 15 মার্চ থেকেই এই সিরিজ স্ট্রিমিং হবে বলে জানা গিয়েছে ৷

মার্ডার মিস্ট্রিকে ঘিরে রয়েছে সাসপেন্স, কমেডি ও রোমান্স ৷ সেখানে বিভিন্ন চরিত্রে দেখা যাবে সারা আলি খান, বিজয় বর্মা, ডিম্পল কাপাডিয়া, করিশ্মা কাপুর, সঞ্জয় কাপুর, তিসকা চোপড়া ও সুহেল নাইয়ারকে ৷ সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে পঙ্কজ ত্রিপাঠীকে ৷ সেখানে তাঁকে পুলিশের ভূমিকায় দেখা গেলেও থাকবে একাটধিক টুইস্ট ৷

পরিচালক হোমি আদাজানিয়া বলেন, "মার্ডার মুবারক সত্যিই দর্শকদের ভালো লাগবে ৷ এই সিরিজ সিনেমার জগতের একাধিক তারকা কে দেখা যাবে একসঙ্গে ৷ থাকছেন বিভিন্ন জেনারেশনের তারকারাও ৷" এর আগে হোমি পরিচালনা করেছেন 'ককটেল' বা 'ফাইন্ডিং ফ্যানি'র মতো ছবি ৷ ছবির প্রযোজনায় ম্যাডডক ফিল্মসের দীনেশ ভিজন ৷ তিনি জানিয়েছেন, এর আগে ম্যাডডক নেটফ্লিক্সের সঙ্গে যৌথভাবে কাজ করেছেন ৷ 'মিমি', 'চোর নিকাল কে ভাগা' ও 'দশভি' ইতিমধ্যেই দর্শক দরবারে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে ৷

নেটফ্লিক্স ইন্ডিয়ার রুচিকা কাপুর শেখের মতে 'মার্ডার মুবারক' সিরিজটি সাসপেন্স ও কমেডির অনবদ্য মেলবন্ধন ৷ তিনি বলেন, "একাধিক তারকাদের মেলবন্ধনে এই সিরিজের গল্প দর্শকদের আকৃষ্ট করবে ৷ ম্যাডডক ফিল্মসের সঙ্গে যৌথভাবে বিনোদনের জন্য আর একটি গল্প আনতে পেরে ভালো লাগছে ৷ এই ধরনের গল্পের সাক্ষী আগে কখনও থাকেনি দর্শক তা নিঃসন্দেহে বলা যায় ৷" উল্লেখ্য, সিরিজের স্ক্রিন প্লে ও সংলাপ লিখেছেন সুপ্রতীম সেনগুপ্ত ও গজল ধালিওয়াল ৷ 15 মার্চ থেকে নেটফ্লিক্সে স্ট্রিমিং হবে 'মার্ডার মুবারক' ৷

আরও পড়ুন:

1. গ্র্যামির আসরে বিশাল নাটক, তিনটি পুরস্কার জেতার পরেই গ্রেফতার কিলার মাইক

2. গ্র্যামির মঞ্চে ফের ভারতীয় সঙ্গীতের জয়, শঙ্কর মহাদেবন-জাকির হুসেনের ঝুলিতে সেরার শিরোপা

3. জাকির হুসেনের ঝুলিতে তিনটি গ্র্যামি, সঙ্গীতের সর্বোচ্চ সম্মান স্ত্রী'কে উৎসর্গ শঙ্কর মহাদেবনের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.