ETV Bharat / entertainment

নন্দনে শুরু ফরাসি ফিল্ম ফেস্টিভ্যাল, উদ্বোধনে অনিল-অনুরাগ

French Film Festival at Nandan: আজ থেকে শুরু হতে চলেছে ফরাসি চলচ্চিত্র উৎসব ৷ নন্দনে ফ্রান্সের একাধিক ছবি তুলে ধরা হবে কলকাতার দর্শকদের জন্য ৷ সঙ্গে থাকছে বেশ কিছু আইকনিক বাংলা ছবিও ৷

Etv Bharat
নন্দন
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 16, 2024, 1:35 PM IST

কলকাতা, 16 ফেব্রুয়ারি: কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর এবার কল্লোলিনী কলকাতা সাক্ষী থাকতে চলেছে 'ফরাসি চলচ্চিত্র উৎসব'-এর ৷ প্রথমবার শুরু হওয়া এই সিনে উৎসবে সামিল হতে প্রস্তুত চলচ্চিত্রপ্রেমীরাও ৷ শুক্রবার অর্থাৎ আজ থেকে শুরু হচ্ছে ফরাসি চলচ্চিত্র উৎসব ৷ এই উৎসবে ফরাসি ছবির পাশাপাশি জায়গা করে নিয়েছে বাংলা ছবি 'অন্তর্জলি যাত্রা', 'পদাতিক', 'আগন্তুক', ' তাহাদের কথা', 'পদ্মানদীর মাঝি', 'আগন্তুক', 'উত্তরণ'-এর মতো আইকনিক ছবিও ৷

আজ নন্দন হলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে হাজির থাকবেন বলিউড তারকা অনিল কাপুর, পরিচালক অনুরাগ কাশ্যপ, টলিকুইন ঋতুপর্ণা সেনগুপ্ত, অঞ্জন দত্ত, গৌতম ঘোষ-সহ আরও অনেকে। কলকাতায় ফরাসী চলচ্চিত্র উৎসবের প্রধান উদ্যোক্তা আলিয়াঁজ় ফ্রঁসে। এই চলচ্চিত্র উৎসব চলবে 24 ফেব্রুয়ারি পর্যন্ত। এই চলচ্চিত্র উৎসবের জন্য যে উপদেষ্টামণ্ডলী গঠিত হয়েছে, তাতে রয়েছেন কলকাতার সিনে-শিল্পোদ্যোগী প্রীতিময় চক্রবর্তী।

যেহেতু ফরাসি চলচ্চিত্র উৎসবের এটি প্রথম বছর, তাই কোনও প্রতিযোগিতা থাকছে না এবার। শুধুই ছবি দেখার পালা। প্রসঙ্গত, গত বছরের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনের সময় শহরে এসেছিলেন অনিল কাপুর। তখনই তাঁকে ফরাসি চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে আসার জন্য আমন্ত্রণ জানানো হয়। তিনি সেদিনই প্রাথমিক কথা দেন। সেই কথা রেখেছেন 'মিস্টার ইন্ডিয়া'।

জানা গিয়েছে, এই উৎসবে ভারতীয় এবং ফরাসি সিনেমার মেলবন্ধন হবে। মালয়ালম চলচ্চিত্রনির্মাতা কারুণের তৈরি ছবি ‘পিরাভি’ কান এবং ভেনিস চলচ্চিত্র উৎসবে পুরস্কার পেয়েছে। অনুরাগের ‘কেনেডি’ ছবিটি কান চলচ্চিত্র উৎসবে দর্শকদের কাছে প্রশংসিত হয়। সেটির স্পেশাল স্ক্রিনিং হবে কলকাতায়। প্রতিটি ছবি এই ফেস্টিভ্যালে দেখানো হবে বলে জানানো হয়েছে । এ ছাড়াও যেসব বাংলা ছবি 'কান চলচ্চিত্র উৎসব'-এ পুরষ্কৃত হয়েছে সেগুলিও দেখানো হবে কলকাতায় আয়োজিত 'ফরাসি চলচ্চিত্র উৎসব'-এ ৷

আরও পড়ুন:

1. ফ্রেঞ্চ ফেস্টিভ্যালের কারণে নন্দনে জায়গা পেল না 'পারিয়া', আশাহত পরিচালক

2. বন্যপ্রাণ শিকারের সত্য ঘটনা নিয়ে আসছে 'পোচার', ট্রেলার লঞ্চে নজর কাড়লেন প্রযোজক আলিয়া

3. বদলাচ্ছে ভালোবাসার সমীকরণ, সেই গল্পই শোনাবে 'লাভ সেক্স অউর ধোকা 2'; কবে ?

কলকাতা, 16 ফেব্রুয়ারি: কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর এবার কল্লোলিনী কলকাতা সাক্ষী থাকতে চলেছে 'ফরাসি চলচ্চিত্র উৎসব'-এর ৷ প্রথমবার শুরু হওয়া এই সিনে উৎসবে সামিল হতে প্রস্তুত চলচ্চিত্রপ্রেমীরাও ৷ শুক্রবার অর্থাৎ আজ থেকে শুরু হচ্ছে ফরাসি চলচ্চিত্র উৎসব ৷ এই উৎসবে ফরাসি ছবির পাশাপাশি জায়গা করে নিয়েছে বাংলা ছবি 'অন্তর্জলি যাত্রা', 'পদাতিক', 'আগন্তুক', ' তাহাদের কথা', 'পদ্মানদীর মাঝি', 'আগন্তুক', 'উত্তরণ'-এর মতো আইকনিক ছবিও ৷

আজ নন্দন হলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে হাজির থাকবেন বলিউড তারকা অনিল কাপুর, পরিচালক অনুরাগ কাশ্যপ, টলিকুইন ঋতুপর্ণা সেনগুপ্ত, অঞ্জন দত্ত, গৌতম ঘোষ-সহ আরও অনেকে। কলকাতায় ফরাসী চলচ্চিত্র উৎসবের প্রধান উদ্যোক্তা আলিয়াঁজ় ফ্রঁসে। এই চলচ্চিত্র উৎসব চলবে 24 ফেব্রুয়ারি পর্যন্ত। এই চলচ্চিত্র উৎসবের জন্য যে উপদেষ্টামণ্ডলী গঠিত হয়েছে, তাতে রয়েছেন কলকাতার সিনে-শিল্পোদ্যোগী প্রীতিময় চক্রবর্তী।

যেহেতু ফরাসি চলচ্চিত্র উৎসবের এটি প্রথম বছর, তাই কোনও প্রতিযোগিতা থাকছে না এবার। শুধুই ছবি দেখার পালা। প্রসঙ্গত, গত বছরের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনের সময় শহরে এসেছিলেন অনিল কাপুর। তখনই তাঁকে ফরাসি চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে আসার জন্য আমন্ত্রণ জানানো হয়। তিনি সেদিনই প্রাথমিক কথা দেন। সেই কথা রেখেছেন 'মিস্টার ইন্ডিয়া'।

জানা গিয়েছে, এই উৎসবে ভারতীয় এবং ফরাসি সিনেমার মেলবন্ধন হবে। মালয়ালম চলচ্চিত্রনির্মাতা কারুণের তৈরি ছবি ‘পিরাভি’ কান এবং ভেনিস চলচ্চিত্র উৎসবে পুরস্কার পেয়েছে। অনুরাগের ‘কেনেডি’ ছবিটি কান চলচ্চিত্র উৎসবে দর্শকদের কাছে প্রশংসিত হয়। সেটির স্পেশাল স্ক্রিনিং হবে কলকাতায়। প্রতিটি ছবি এই ফেস্টিভ্যালে দেখানো হবে বলে জানানো হয়েছে । এ ছাড়াও যেসব বাংলা ছবি 'কান চলচ্চিত্র উৎসব'-এ পুরষ্কৃত হয়েছে সেগুলিও দেখানো হবে কলকাতায় আয়োজিত 'ফরাসি চলচ্চিত্র উৎসব'-এ ৷

আরও পড়ুন:

1. ফ্রেঞ্চ ফেস্টিভ্যালের কারণে নন্দনে জায়গা পেল না 'পারিয়া', আশাহত পরিচালক

2. বন্যপ্রাণ শিকারের সত্য ঘটনা নিয়ে আসছে 'পোচার', ট্রেলার লঞ্চে নজর কাড়লেন প্রযোজক আলিয়া

3. বদলাচ্ছে ভালোবাসার সমীকরণ, সেই গল্পই শোনাবে 'লাভ সেক্স অউর ধোকা 2'; কবে ?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.