কলকাতা, 6 অগস্ট: অবশেষে মধুরেণ সমাপয়েৎ ! মঙ্গলবারই ফ্লোরে ফিরছেন রাহুল মুখোপাধ্যায়। এসভিএফ-এর আসন্ন পুজোর ছবি 'প্রোডাকশন নম্বর 171'-এর পরিচালক হিসেবেই থাকছেন রাহুল ৷ দক্ষিণ কলকাতার স্টুডিয়োতে আজ সকাল থেকে শুরু শুটিং ৷ থাকবেন অনির্বাণ ভট্টাচার্য-সহ অন্যান্যরা ৷ তবে, এদিন শুটিংয়ে থাকবেন না প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ৷
কৌশিক গঙ্গোপাধ্যায় সোমবার সান্ধ্যায় বৈঠক শেষে বলেন, "30 জুলাই রাজ্যের মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন রাহুল পরিচালক হিসেবে কাজ করবেন। তাঁর কথাই শেষ। এর উপরে আর কোনও কথা থাকতে পারে না।" ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস আগেই জানিয়েছিলেন, রাহুলের সঙ্গে টেকনিশিয়ানদের কাজ করার বিষয়টি নিয়ে কথা বলে জানাবেন তিনি। কথা রেখেছেন। সোমবার টেকনিশিয়ানদের সঙ্গে বৈঠক করার পর রাতে বিবৃতি পেশ করে তিনি জানান, রাহুল মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করবেন টেকনিশিয়ানরা। মঙ্গল থেকেই কাজ শুরু। রাহুলের সঙ্গে অসহযোগিতার সিদ্ধান্ত তুলে নেওয়া হল।
ফেডারেশনের তরফে বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে যে, "গুপি শুটিং করার জন্য রাহুল মুখোপাধ্যায়কে ডিরেক্টর্স গিল্ড-এর সুপারিশ অনুযায়ী ফেডারেশনের এক্সিকিউটিভ কমিটি জুলাই মাসের 20 তারিখ থেকে তিন মাসের জন্য নন কো-অপারেশন অনুমোদন করে। গত 30 জুলাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসের সঙ্গে কথা বলেন এবং কিছু পরামর্শ দেন। তিনি সকলের অভিভাবক। তাই তাঁর পরামর্শকে গুরুত্ব ও সম্মান দিয়ে রাহুল মুখোপাধ্যায়ের উপর থেকে অসহযোগিতার সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়া হল।"
বিবৃতিতে আরও লেখা রয়েছে, "রাহুলের বিষয়ে গত মে মাসের 5 তারিখে ফেডারেশনের 55তম বার্ষিক সাধারণ সভায় (ফেডারেশনের অন্তর্ভুক্ত 26টি গিল্ডের সভাপতি, সম্পাদক ও কাউন্সিল সদস্য) সার্বিক ঐক্যমতের ভিত্তিতে অসহযোগিতার সিদ্ধান্ত গৃহীত হয়। তাই এই বিষয়টি পুনরায় জরুরি ভিত্তিক সাধারণ সভা করে, ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হবে এটাই ইসি কমিটিতে স্থির হয়।"
ফেডারেশনের প্রায় সাড়ে আট হাজার কলাকুশলীর কথা ভেবে এবং ভারতবর্ষ এবং বিদেশের কাছে বাংলার বিরুদ্ধে অপপ্রচার ও কুৎসা বন্ধ করতে গুপি শুটিং বন্ধের আবেদন জানিয়েছেন স্বরূপ বিশ্বাস।