ETV Bharat / entertainment

'প্রেম ছিল, টেকেনি ৷ তাই বলে জীবন এগোবে না?...' সোহিনী-শোভনকে কটাক্ষের কড়া জবাব দীপ্সিতার - sohini Shovan Wedding - SOHINI SHOVAN WEDDING

Dipsita on Sohini-Shovan Wedding: একটা না বলা রূপকথার গল্প পরিণতি পেয়েছে সোমবার ৷ শোভন গঙ্গোপাধ্যায় ও সোহিনী সরকারের বিয়ের ছবি সামনে আসতে অনেকে যেমন শুভেচ্ছা জানিয়েছেন, অনেকে আবার সমালোচনাও করেছেন ৷ "আগে প্রেম ছিল, সেটা টেকেনি ৷ তা বলে কী জীবন এগোবে না?" কড়া বার্তা দিলেন শোভনের মাসতুতো বোন তথা সিপিএম নেত্রী দীপ্সিতা ধর ৷

Sohini Weds Shovan
শোভন-সোহিনীর বিয়েতে দীপ্সিতা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 18, 2024, 3:00 PM IST

হায়দরাবাদ, 18 জুলাই: উলটো রথের দিন একসঙ্গে জীবনের নয়া অধ্যায় শুরু করেছেন গায়ক শোভন গঙ্গোপাধ্যায় ও অভিনেত্রী সোহিনী সরকার ৷ কাছের বন্ধু ও পরিবারের আত্মীয়দের নিয়ে নিরালায় জমে উঠেছিল বিয়ের আসর ৷ গত একবছর সম্পর্কে থাকাকালীন শোভন-সোহিনীকে প্রকাশ্যে রা কাটতে দেখা যায়নি ৷ অথচ চারহাত এক হতেই সোশাল মিডিয়ায় ট্রল হতে হচ্ছে টলিউডের গায়ক-নায়িকা জুটিকে ৷ কারণটা অবশ্যই দু'জনের পুরনো প্রেম ৷

তবে সেই ট্রলের যোগ্য জবাব দিলেন শোভনের মাসতুতো বোন, সোহিনীর ননদিনী তথা সিপিএম নেত্রী দীপ্সিতা ধর ৷ পাশাপাশি ইটিভি ভারতকে জানালেন, ছিমছাম এই বিয়েতে তিনি কেমন মজা করেছেন ৷ দীপ্সিতা বলেন, "আমাদের তিন ভাই-বোনের মধ্যে প্রথম বিয়ে ৷ শুরু থেকেই এই বিয়ে নিয়ে ভীষণ উত্তেজনা কাজ করেছে ৷ ইন্টিমেট ওয়েডিং ছিল ৷ তাই যতটুকু নিয়ম-আচার মানার সেটা কাছের লোকেদের সঙ্গে নিয়ে সুন্দর করে কাটানো হয়েছে ৷" গায়ে হলুদের দিন সোহিনীর নির্দেশ মতো হলুদ রঙের শাড়ি পরেছিলেন দীপ্সিতা ৷ সেই ছবিও বাম নেত্রী শেয়ার করেছেন সোশাল মিডিয়ায় ৷

Sohini Weds Shovan
দীপ্সিতা ধরের দেওয়া উপহার সোহিনী-শোভনকে (ইটিভি ভারত)

এই প্রসঙ্গে বলেন, "আসলে নির্দেশ কিছু ছিল না ৷ আমি বেশিরভাগ সময় লাল শাড়ি পরি ৷ আর বিয়েবাড়িতে গায়ে হলুদে হলুদ শাড়ি পরার একটা রেওয়াজ রয়েছে ৷ তাই আমিও হলুদ শাড়ি পরেছিলাম ৷" এরপরেই ইটিভি ভারতের তরফে তাঁকে শোভন-সোহিনীর বিয়েতে ট্রলিং নিয়ে প্রশ্ন করা হয় ৷ কীভাবে তাঁরা সামলালেন সবকিছু? দীপ্সিতা বলেন, "ওরা দুজনেই ভীষণ ম্যাচিওর ৷ ফলে কী কে বলল, তাতে কোনও পার্থক্য আসেনি ৷ এমন তো কত হয় ৷ একটা সময়ে কারও সঙ্গে প্রেম ছিল ৷ এখন সেই প্রেম নেই ৷ তাহলে কী জীবন এগোবে না?"

তিনি বলেন, "2024 সালে দাঁড়িয়ে যারা এই ধরনের বিষয়ে কটূক্তি করেন বা মাথা ঘামান, তাদের আয়নায় নিজেদের মুখ দেখা উচিত ৷ কবে মালদার মন্টু, কলকাতার কেষ্টর সঙ্গে প্রেম ছিল, তা নিয়ে এখন কেন ভাবা হবে ৷ ওরা দুজনেই অনেক কম বয়সে খ্যাতি বা জনপ্রিয়তা অর্জন করেছে ৷ ফলে সমালোচনা কীভাবে হ্যান্ডেল করতে হয় ওরা জানে ৷ সবচেয়ে বড় বিষয়, দু'টো মানুষ ভালোবেসে একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছে, এর থেকে ভালো আর কিছু হতে পারে না ৷"

প্রসঙ্গত, বুধবার ছিল শোভন-সোহিনীর বৌভাত ৷ সেই ছবি সোহিনী শেয়ার করেন নিজের ইনস্টা হ্যান্ডেলে ৷ ক্যাপশনে লেখেন, "আগলে রাখব যত্নে থাকব ৷" পাশাপাশি বিয়েতে দীপ্সিতার দেওয়া উপহারের ছবি শেয়ার করেন তাঁরা ৷ দেখা যায়, ঘরোয়া বৌভাতে নবদম্পতি একটি ফটোফ্রেম ধরে আছেন ৷ সেখানে ফুটে উঠেছে শোভন-সোহিনীর মুখ ৷ তবে সেই আঁকা ছবিটা দীপ্সিতার নয় ৷ ছবিটি বানিয়েছেন সৌরিন দাস ৷ সেই নামও ট্যাগ করা ছবিতে ৷ বাওয়ালির ফার্মহাউজে বিয়ে করেন শোভন-সোহিনী ৷ 15 জুলাই সন্ধেয় হয় রেজিস্ট্রি ম্যারেজ, আংটি বদল থেকে শুরু করে মালা বদল এবং সিঁদুর দান ৷

হায়দরাবাদ, 18 জুলাই: উলটো রথের দিন একসঙ্গে জীবনের নয়া অধ্যায় শুরু করেছেন গায়ক শোভন গঙ্গোপাধ্যায় ও অভিনেত্রী সোহিনী সরকার ৷ কাছের বন্ধু ও পরিবারের আত্মীয়দের নিয়ে নিরালায় জমে উঠেছিল বিয়ের আসর ৷ গত একবছর সম্পর্কে থাকাকালীন শোভন-সোহিনীকে প্রকাশ্যে রা কাটতে দেখা যায়নি ৷ অথচ চারহাত এক হতেই সোশাল মিডিয়ায় ট্রল হতে হচ্ছে টলিউডের গায়ক-নায়িকা জুটিকে ৷ কারণটা অবশ্যই দু'জনের পুরনো প্রেম ৷

তবে সেই ট্রলের যোগ্য জবাব দিলেন শোভনের মাসতুতো বোন, সোহিনীর ননদিনী তথা সিপিএম নেত্রী দীপ্সিতা ধর ৷ পাশাপাশি ইটিভি ভারতকে জানালেন, ছিমছাম এই বিয়েতে তিনি কেমন মজা করেছেন ৷ দীপ্সিতা বলেন, "আমাদের তিন ভাই-বোনের মধ্যে প্রথম বিয়ে ৷ শুরু থেকেই এই বিয়ে নিয়ে ভীষণ উত্তেজনা কাজ করেছে ৷ ইন্টিমেট ওয়েডিং ছিল ৷ তাই যতটুকু নিয়ম-আচার মানার সেটা কাছের লোকেদের সঙ্গে নিয়ে সুন্দর করে কাটানো হয়েছে ৷" গায়ে হলুদের দিন সোহিনীর নির্দেশ মতো হলুদ রঙের শাড়ি পরেছিলেন দীপ্সিতা ৷ সেই ছবিও বাম নেত্রী শেয়ার করেছেন সোশাল মিডিয়ায় ৷

Sohini Weds Shovan
দীপ্সিতা ধরের দেওয়া উপহার সোহিনী-শোভনকে (ইটিভি ভারত)

এই প্রসঙ্গে বলেন, "আসলে নির্দেশ কিছু ছিল না ৷ আমি বেশিরভাগ সময় লাল শাড়ি পরি ৷ আর বিয়েবাড়িতে গায়ে হলুদে হলুদ শাড়ি পরার একটা রেওয়াজ রয়েছে ৷ তাই আমিও হলুদ শাড়ি পরেছিলাম ৷" এরপরেই ইটিভি ভারতের তরফে তাঁকে শোভন-সোহিনীর বিয়েতে ট্রলিং নিয়ে প্রশ্ন করা হয় ৷ কীভাবে তাঁরা সামলালেন সবকিছু? দীপ্সিতা বলেন, "ওরা দুজনেই ভীষণ ম্যাচিওর ৷ ফলে কী কে বলল, তাতে কোনও পার্থক্য আসেনি ৷ এমন তো কত হয় ৷ একটা সময়ে কারও সঙ্গে প্রেম ছিল ৷ এখন সেই প্রেম নেই ৷ তাহলে কী জীবন এগোবে না?"

তিনি বলেন, "2024 সালে দাঁড়িয়ে যারা এই ধরনের বিষয়ে কটূক্তি করেন বা মাথা ঘামান, তাদের আয়নায় নিজেদের মুখ দেখা উচিত ৷ কবে মালদার মন্টু, কলকাতার কেষ্টর সঙ্গে প্রেম ছিল, তা নিয়ে এখন কেন ভাবা হবে ৷ ওরা দুজনেই অনেক কম বয়সে খ্যাতি বা জনপ্রিয়তা অর্জন করেছে ৷ ফলে সমালোচনা কীভাবে হ্যান্ডেল করতে হয় ওরা জানে ৷ সবচেয়ে বড় বিষয়, দু'টো মানুষ ভালোবেসে একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছে, এর থেকে ভালো আর কিছু হতে পারে না ৷"

প্রসঙ্গত, বুধবার ছিল শোভন-সোহিনীর বৌভাত ৷ সেই ছবি সোহিনী শেয়ার করেন নিজের ইনস্টা হ্যান্ডেলে ৷ ক্যাপশনে লেখেন, "আগলে রাখব যত্নে থাকব ৷" পাশাপাশি বিয়েতে দীপ্সিতার দেওয়া উপহারের ছবি শেয়ার করেন তাঁরা ৷ দেখা যায়, ঘরোয়া বৌভাতে নবদম্পতি একটি ফটোফ্রেম ধরে আছেন ৷ সেখানে ফুটে উঠেছে শোভন-সোহিনীর মুখ ৷ তবে সেই আঁকা ছবিটা দীপ্সিতার নয় ৷ ছবিটি বানিয়েছেন সৌরিন দাস ৷ সেই নামও ট্যাগ করা ছবিতে ৷ বাওয়ালির ফার্মহাউজে বিয়ে করেন শোভন-সোহিনী ৷ 15 জুলাই সন্ধেয় হয় রেজিস্ট্রি ম্যারেজ, আংটি বদল থেকে শুরু করে মালা বদল এবং সিঁদুর দান ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.