ETV Bharat / entertainment

'ফেডারেশনের ভাবা উচিত...', পরিচালক-টেকনিসিয়ান দ্বন্দ্বে বললেন দেব - Dev on Rahool Mukherjee - DEV ON RAHOOL MUKHERJEE

Dev Reacts on Rahool Mukherjee Issue: রাহুল মুখোপাধ্যায়কে নিয়ে সংঘাত বেড়েই চলেছে ৷ যার জন্য টালিগঞ্জে কার্যত অচলাবস্থা ৷ ঘাটালে বৃক্ষরোপণ কর্মসূচিতে এসে দেব বলেন, "চার গুণ টাকা চাওয়ার দিন শেষ ৷ এটা ফেডারেশনেরও ভাবা উচিত !"

Dev Reacts on Rahool Mukherjee Issue
পরিচালক-টেকনিসিয়ান দ্বন্দ্বে দেব (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 29, 2024, 9:56 PM IST

ঘাটাল, 29 জুলাই: একগুচ্ছ কর্মসূচি নিয়ে ঘাটাল ও পাঁশকুড়াতে এসে ইন্ডাস্ট্রি নিয়ে মত প্রকাশ করলেন দীপক অধিকারী ওরফে দেব। ইন্ডাস্ট্রি নিয়ে তিনি বলেন, "ফেডারেশনেরও ভাবা উচিত ৷ কারণ, এখন চারগুণ টাকা চাইলে বাইরের প্রোডিউসাররা আর কোনও সিনেমা বা ওয়েব সিরিজ করতে আসবে না এই বাংলায় ৷ তাতে ক্ষতি বাংলা ইন্ডাস্ট্রি এবং অভিনেতা-অভিনেত্রীদের।"

ফেডারেশনের ভাবা উচিত, বললেন দেব (ইটিভি ভারত)

নির্বাচনে জেতার পর একগুচ্ছ কর্মসূচি নিয়ে সোমবার ঘাটালে হাজির হন এই লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেব। ঘাটালের সাংসদ দীপক অধিকারী আজ প্রথমে দাসপুরে দলীয় কর্মসূচি সারেন এবং বৃক্ষরোপণ করেন ৷ তারপর সেখান থেকে তিনি যান বিদ্যাসাগরের জন্মস্থান বীরসিংহ গ্রামে ৷ বিদ্যাসাগরের 134তম প্রয়াণ দিবসে তিনি তাঁর গলায় মালা দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন ৷ পরে প্রশাসনিক বৈঠক করতে যান ঘাটালের মহকুমা শাসকের কার্যালয়ে।

সেখানে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "ঘাটালের মাস্টার প্ল্যান নিয়ে কাজ এগোচ্ছে । জমি পরিমাপের কাজ শেষ ৷ এরপর জমি অধিগ্রহণের কাজ শুরু হবে ।" এছাড়াও তিনি টলিউডের চলা সমস্যা নিয়ে বলেন, "এই সমস্যা ফেডারেশনের প্রত্যেকের । কিছু নিয়ম রয়েছে, যেগুলি বাদ দিতে হবে। বাইরে থেকে কোনও প্রোডিউসার এলে, তাঁদের কাছে চার গুণ অর্থ দাবি করা হয় ৷ সে ক্ষেত্রে ক্ষতিটা প্রত্যেকের ৷ বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ কমে যাচ্ছে ৷ তাই ফেডারেশনের ভাবা উচিত ।" তিনি আশা করছেন, আগামিকাল বিকেলের মধ্যে সমস্যা সমাধান হয়ে যাবে ৷ যদি সমস্যার সমাধান না-হয় তাতে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষতি।

উল্লেখ্য, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টলিপাড়ার সমস্যায় সরাসরি হস্তক্ষেপ করতে নারাজ ৷ উলটে কলাকুশলীরা নিজেরাই সমস্যা মিটিয়ে নেবেন বলে সোমবার জানান তিনি। টেকনিসিয়ান এবং পরিচালকদের মধ্যে সমস্যা বা জটিলতা বাড়ার সম্ভাবনা তেমন নেই বলেও আশা প্রকাশ করেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান ।

ইগো ছেড়ে শুটিং শুরুর বার্তা পরিচালকদের, সরকারি হস্তক্ষেপের দাবি

ঘাটাল, 29 জুলাই: একগুচ্ছ কর্মসূচি নিয়ে ঘাটাল ও পাঁশকুড়াতে এসে ইন্ডাস্ট্রি নিয়ে মত প্রকাশ করলেন দীপক অধিকারী ওরফে দেব। ইন্ডাস্ট্রি নিয়ে তিনি বলেন, "ফেডারেশনেরও ভাবা উচিত ৷ কারণ, এখন চারগুণ টাকা চাইলে বাইরের প্রোডিউসাররা আর কোনও সিনেমা বা ওয়েব সিরিজ করতে আসবে না এই বাংলায় ৷ তাতে ক্ষতি বাংলা ইন্ডাস্ট্রি এবং অভিনেতা-অভিনেত্রীদের।"

ফেডারেশনের ভাবা উচিত, বললেন দেব (ইটিভি ভারত)

নির্বাচনে জেতার পর একগুচ্ছ কর্মসূচি নিয়ে সোমবার ঘাটালে হাজির হন এই লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেব। ঘাটালের সাংসদ দীপক অধিকারী আজ প্রথমে দাসপুরে দলীয় কর্মসূচি সারেন এবং বৃক্ষরোপণ করেন ৷ তারপর সেখান থেকে তিনি যান বিদ্যাসাগরের জন্মস্থান বীরসিংহ গ্রামে ৷ বিদ্যাসাগরের 134তম প্রয়াণ দিবসে তিনি তাঁর গলায় মালা দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন ৷ পরে প্রশাসনিক বৈঠক করতে যান ঘাটালের মহকুমা শাসকের কার্যালয়ে।

সেখানে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "ঘাটালের মাস্টার প্ল্যান নিয়ে কাজ এগোচ্ছে । জমি পরিমাপের কাজ শেষ ৷ এরপর জমি অধিগ্রহণের কাজ শুরু হবে ।" এছাড়াও তিনি টলিউডের চলা সমস্যা নিয়ে বলেন, "এই সমস্যা ফেডারেশনের প্রত্যেকের । কিছু নিয়ম রয়েছে, যেগুলি বাদ দিতে হবে। বাইরে থেকে কোনও প্রোডিউসার এলে, তাঁদের কাছে চার গুণ অর্থ দাবি করা হয় ৷ সে ক্ষেত্রে ক্ষতিটা প্রত্যেকের ৷ বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ কমে যাচ্ছে ৷ তাই ফেডারেশনের ভাবা উচিত ।" তিনি আশা করছেন, আগামিকাল বিকেলের মধ্যে সমস্যা সমাধান হয়ে যাবে ৷ যদি সমস্যার সমাধান না-হয় তাতে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষতি।

উল্লেখ্য, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টলিপাড়ার সমস্যায় সরাসরি হস্তক্ষেপ করতে নারাজ ৷ উলটে কলাকুশলীরা নিজেরাই সমস্যা মিটিয়ে নেবেন বলে সোমবার জানান তিনি। টেকনিসিয়ান এবং পরিচালকদের মধ্যে সমস্যা বা জটিলতা বাড়ার সম্ভাবনা তেমন নেই বলেও আশা প্রকাশ করেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান ।

ইগো ছেড়ে শুটিং শুরুর বার্তা পরিচালকদের, সরকারি হস্তক্ষেপের দাবি

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.