ETV Bharat / entertainment

বোনের প্রতি যত্নশীল দীপিকা, মুম্বই বিমানবন্দরে নজর কাড়লেন শীত-পোশাকের ফ্যাশনে - দীপিকা পাড়ুকোন

Deepika Padukone Jets off with Sister Anisha: দীপিকা পাড়ুকোনকে মুম্বই বিমানবন্দরে তাঁর বোন আনিশার সঙ্গে দেখা গেল ৷ শীতের পোশাকে দীপিকার ফ্যাশন সবার নজর কেড়েছে ৷ পাশাপাশি দেখা গিয়েছে বোনের প্রতি তিনি কতটা যত্নশীল ৷

EI SAMAY
EI SAMAY
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 8, 2024, 1:54 PM IST

হায়দরাবাদ, 8 ফেব্রুয়ারি: বর্তমানে হৃত্বিক রোশনের সঙ্গে তাঁর সাম্প্রতিক ছবি ফাইটারের সাফল্য উপভোগ করছেন বলিউডের অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ৷ শুধু অভিনয়ই নয়, তাঁর অনবদ্য ড্রেসিং সেন্সও তাঁকে বলিউডের অন্যতম সফল অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করার পেছনে অন্যতম কারণ । সম্প্রতি তাঁকে বোন আনিশা পাড়ুকোনের সঙ্গে দেখা গেল মুম্বই বিমানবন্দরে ৷ মার্জিত শীত-পোশাকে তাঁকে অনবদ্য দেখাচ্ছিল ৷ পাশাপাশি দেখা গেল, বোনের প্রতি যথেষ্ট যত্নশীল বলিউডের মস্তানি ৷

দীপিকা পাড়ুকোন এবং আনিশা পাড়ুকোন ভারতীয় ব্যাডমিন্টনের কিংবদন্তি খেলোয়াড় প্রকাশ পাড়ুকোনের কন্যা । তাঁদের দু'জনের মধ্যে মনের বাঁধন যে বড়ই অটুট, তা বিভিন্ন সময় প্রকাশ্যে এসেছে ৷ বিভিন্ন পাবলিক ইভেন্টে একসঙ্গে দেখা যায় দুই বোনকে ৷ সোমবার সকালে মুম্বই বিমানবন্দরেও তাঁরা ধরা দিলেন ক্যামেরার সামনে ৷ দু'জনকেই বেশ সুন্দর দেখাচ্ছিল ।

ওম শান্তি ওম অভিনেত্রীকে বিমানবন্দরে শীতকালীন পোশাকে দেখা গিয়েছে । তিনি একটি সাদা রঙের হাই নেকের উপর পরেছিলেন চেকার্ড ওভারকোট ৷ আর সঙ্গে ছিল হালকা নীল ডেনিম । নজর কেড়েছে তাঁর হেয়ারস্টাইল ও মেকআপও ৷ আঁটোসাটো ও মার্জিত একটি লুক আনতে সব চুল টেনে একটি খোঁপা করেছিলেন দীপিকা ৷ খুব সামান্য এই হেয়ারস্টাইলেও অসমান্য রূপে ধরা দেন তিনি ৷ আর তাঁর স্টাইলিং-কে পূর্ণতা দিয়েছে বাদামি রোদচশমা ও কালো বুট ৷

অন্যদিকে, দীপিকা পাড়ুকোনের বোন আনিশা পাড়ুকোনকে দারুণ মানিয়েছে সবুজ রঙের জাম্পসুটে । বিমানবন্দরের টার্মিনালে প্রবেশের সময় বোনকে পথ দেখিয়ে এগিয়ে নিয়ে যেতে দেখা গিয়েছে দীপিকাকে ৷ বেশ যত্নশীল দিদি তিনি ৷ জওয়ান অভিনেত্রীর এ দিনের পোশাকের প্রশাংসায় পঞ্চমুখ তাঁর অনুরাগীরা ৷ কর্মক্ষেত্রের দিকে নজর দিলে দেখা যায়, পিকু স্টারের ঝুলিতে রয়েছে প্রভাসের বিপরীতে একটি সাই-ফাই অ্যাকশন থ্রিলার ফিল্ম কালকি 2898 এডি ।

আরও পড়ুন:

  1. ছবির প্রিমিয়ারে যাওয়ার পথে হার্ট অ্যাটাক, প্রয়াত অভিনেতা রুবেল
  2. শিকাগো বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেতা হিসেবে পুরস্কৃত প্রসেনজিৎ
  3. ছোট্টবেলার প্রেমে ইতি, 11 বছরের বিবাহিত জীবন কাটিয়ে বিচ্ছেদের পথে এশা-ভরত !

হায়দরাবাদ, 8 ফেব্রুয়ারি: বর্তমানে হৃত্বিক রোশনের সঙ্গে তাঁর সাম্প্রতিক ছবি ফাইটারের সাফল্য উপভোগ করছেন বলিউডের অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ৷ শুধু অভিনয়ই নয়, তাঁর অনবদ্য ড্রেসিং সেন্সও তাঁকে বলিউডের অন্যতম সফল অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করার পেছনে অন্যতম কারণ । সম্প্রতি তাঁকে বোন আনিশা পাড়ুকোনের সঙ্গে দেখা গেল মুম্বই বিমানবন্দরে ৷ মার্জিত শীত-পোশাকে তাঁকে অনবদ্য দেখাচ্ছিল ৷ পাশাপাশি দেখা গেল, বোনের প্রতি যথেষ্ট যত্নশীল বলিউডের মস্তানি ৷

দীপিকা পাড়ুকোন এবং আনিশা পাড়ুকোন ভারতীয় ব্যাডমিন্টনের কিংবদন্তি খেলোয়াড় প্রকাশ পাড়ুকোনের কন্যা । তাঁদের দু'জনের মধ্যে মনের বাঁধন যে বড়ই অটুট, তা বিভিন্ন সময় প্রকাশ্যে এসেছে ৷ বিভিন্ন পাবলিক ইভেন্টে একসঙ্গে দেখা যায় দুই বোনকে ৷ সোমবার সকালে মুম্বই বিমানবন্দরেও তাঁরা ধরা দিলেন ক্যামেরার সামনে ৷ দু'জনকেই বেশ সুন্দর দেখাচ্ছিল ।

ওম শান্তি ওম অভিনেত্রীকে বিমানবন্দরে শীতকালীন পোশাকে দেখা গিয়েছে । তিনি একটি সাদা রঙের হাই নেকের উপর পরেছিলেন চেকার্ড ওভারকোট ৷ আর সঙ্গে ছিল হালকা নীল ডেনিম । নজর কেড়েছে তাঁর হেয়ারস্টাইল ও মেকআপও ৷ আঁটোসাটো ও মার্জিত একটি লুক আনতে সব চুল টেনে একটি খোঁপা করেছিলেন দীপিকা ৷ খুব সামান্য এই হেয়ারস্টাইলেও অসমান্য রূপে ধরা দেন তিনি ৷ আর তাঁর স্টাইলিং-কে পূর্ণতা দিয়েছে বাদামি রোদচশমা ও কালো বুট ৷

অন্যদিকে, দীপিকা পাড়ুকোনের বোন আনিশা পাড়ুকোনকে দারুণ মানিয়েছে সবুজ রঙের জাম্পসুটে । বিমানবন্দরের টার্মিনালে প্রবেশের সময় বোনকে পথ দেখিয়ে এগিয়ে নিয়ে যেতে দেখা গিয়েছে দীপিকাকে ৷ বেশ যত্নশীল দিদি তিনি ৷ জওয়ান অভিনেত্রীর এ দিনের পোশাকের প্রশাংসায় পঞ্চমুখ তাঁর অনুরাগীরা ৷ কর্মক্ষেত্রের দিকে নজর দিলে দেখা যায়, পিকু স্টারের ঝুলিতে রয়েছে প্রভাসের বিপরীতে একটি সাই-ফাই অ্যাকশন থ্রিলার ফিল্ম কালকি 2898 এডি ।

আরও পড়ুন:

  1. ছবির প্রিমিয়ারে যাওয়ার পথে হার্ট অ্যাটাক, প্রয়াত অভিনেতা রুবেল
  2. শিকাগো বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেতা হিসেবে পুরস্কৃত প্রসেনজিৎ
  3. ছোট্টবেলার প্রেমে ইতি, 11 বছরের বিবাহিত জীবন কাটিয়ে বিচ্ছেদের পথে এশা-ভরত !
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.