ETV Bharat / entertainment

'বিচার চেয়ে রাস্তায় নামতে হচ্ছে, ছিঃ!' প্রতিবাদী দেবলীনা-কিঞ্জল - RG Kar rape and murder Case

author img

By ETV Bharat Entertainment Team

Published : Aug 28, 2024, 4:44 PM IST

kolkata Doctor Rape and Murder case: সময় বয়ে যাচ্ছে ৷ শুধু মিলছে না ন্যায়বিচার ৷ সত্যের খোঁজে ও আরজি কর ঘটনায় নির্যাতিতার ন্যায় চেয়ে বুধবারও রাস্তায় প্রতিবাদ মিছিল ৷ সামিল অভিনেত্রী দেবলীনা দত্ত, চিকিৎসক-অভিনেতা কিঞ্জল নন্দ ৷

kolkata Doctor Rape and Murder case
প্রতিবাদ মিছিলে দেবলীনা-কিঞ্জল (ইটিভি ভারত)

কলকাতা, 28 অগস্ট: আরজি কর কাণ্ডে কেটে গিয়েছে 19 দিন ৷ এখনও নির্যাতিতা বিচার পাননি ৷ ন্যায়ের আশায় পথ চেয়ে রয়েছেন নির্যাতিতার পরিবার ৷ রাজপথে চলছে প্রতিবাদ আন্দোলন ৷ এই অবস্থায় সকলের দাবি একটাই, ধর্ষকদের চরম শাস্তি দেওয়া হোক ৷ একই দাবিতে বুধবার শ্যামবাজার থেকে ধর্মতলা অবধি গণ মিছিলের ডাক দেয় 'ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট'। সামনের সারিতে হাঁটলেন অভিনেত্রী দেবলীনা দত্ত, চিকিৎসক-অভিনেতা কিঞ্জল নন্দ ৷

নির্যাতিতার বিচার চেয়ে মিছিলে দেবলীনা-কিঞ্জল (ইটিভি ভারত)

এদিন দেবলীনা বলেন, "ভয়াবহ ধর্ষণ-খুনের মতো ঘটনা ঘটে গেল এখনও কোনও বিচার হল না ৷ এর জন্য রাস্তায় নামতে হয়েছে ৷ ছিঃ ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি আমরা করছি না ৷ আমরা ন্যায় চাই ৷ এটাই একমাত্র দাবি৷" এই প্রসঙ্গে টলিপাড়ায় নারী সুরক্ষা নিয়েও মুখ খোলেন অভিনেত্রী ৷

তিনি বলেন, "যাঁদের এখনও মনে হচ্ছে এই আন্দোলন থেমে যাবে, তাঁরা ভুল ভাবছেন ৷ আমরা এর শেষ দেখে ছাড়ব ৷ জনগণকে বোকা ভাবার কারণ নেই ৷ আমার সঙ্গে বাউন্সার থাকে না ৷ তাও আমি রাস্তায় নামছি ৷ কারণ রাতে ঘুম হচ্ছে না৷ যতদিন ন্যায়বিচার পাচ্ছি না ততদিন এই আন্দোলন চলবে৷ জুনিয়র ডাক্তার কাজে ফিরতে চাইছেন ৷ জাস্টিস পেলেই সকলে কাজে ফিরবে ৷ কেউ তো শখ করে আন্দোলন করছে না ৷"

অভিনেতা তথা চিকিৎসক কিঞ্জল নন্দ বলেন, "অনেকদিন ধরে এই আন্দোলন চলছে ৷ এটার একটা বিচার হোক ৷ আমারাও কাজে ফিরতে চাই ৷ অনেক রোগী আমাদের ফেরার অপেক্ষায় রয়েছেন ৷ আজ এই ঘটনা আরজি করে ঘটেছে ৷ কাল অন্য কোথাও হতে পারে ৷ যাদের এমন মানসিকতা রয়েছে তাদের বিরুদ্ধ কড়া শাস্তি আনতে হবে ৷ সিস্টেমে বদল আনতে হবে ৷ এমন শাস্তি আনা হোক, যাতে ধর্ষকরা ভয় পায় ৷ তাছাড়া আমরা কখনই মুখ্যমন্ত্রীর পদত্যাগের কথাও বলছি না ৷ আমরা এই মুহূর্তে শুধু তদন্ত চাই আর বিচার চাই।"

এদিনের মিছিলে সুদূর মথুরা থেকে সাইকেল চালিয়ে বিচারের দাবিতে হাজির হয়েছেন জনৈক ব্যক্তি। তিনি কয়েকদিন আগেই আরজি কর হাসপাতালে পৌঁছে গিয়েছেন ৷ তাঁরও দাবি একটাই, এই ধরনের জঘন্য ঘটনার বিচার চাই ৷

কলকাতা, 28 অগস্ট: আরজি কর কাণ্ডে কেটে গিয়েছে 19 দিন ৷ এখনও নির্যাতিতা বিচার পাননি ৷ ন্যায়ের আশায় পথ চেয়ে রয়েছেন নির্যাতিতার পরিবার ৷ রাজপথে চলছে প্রতিবাদ আন্দোলন ৷ এই অবস্থায় সকলের দাবি একটাই, ধর্ষকদের চরম শাস্তি দেওয়া হোক ৷ একই দাবিতে বুধবার শ্যামবাজার থেকে ধর্মতলা অবধি গণ মিছিলের ডাক দেয় 'ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট'। সামনের সারিতে হাঁটলেন অভিনেত্রী দেবলীনা দত্ত, চিকিৎসক-অভিনেতা কিঞ্জল নন্দ ৷

নির্যাতিতার বিচার চেয়ে মিছিলে দেবলীনা-কিঞ্জল (ইটিভি ভারত)

এদিন দেবলীনা বলেন, "ভয়াবহ ধর্ষণ-খুনের মতো ঘটনা ঘটে গেল এখনও কোনও বিচার হল না ৷ এর জন্য রাস্তায় নামতে হয়েছে ৷ ছিঃ ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি আমরা করছি না ৷ আমরা ন্যায় চাই ৷ এটাই একমাত্র দাবি৷" এই প্রসঙ্গে টলিপাড়ায় নারী সুরক্ষা নিয়েও মুখ খোলেন অভিনেত্রী ৷

তিনি বলেন, "যাঁদের এখনও মনে হচ্ছে এই আন্দোলন থেমে যাবে, তাঁরা ভুল ভাবছেন ৷ আমরা এর শেষ দেখে ছাড়ব ৷ জনগণকে বোকা ভাবার কারণ নেই ৷ আমার সঙ্গে বাউন্সার থাকে না ৷ তাও আমি রাস্তায় নামছি ৷ কারণ রাতে ঘুম হচ্ছে না৷ যতদিন ন্যায়বিচার পাচ্ছি না ততদিন এই আন্দোলন চলবে৷ জুনিয়র ডাক্তার কাজে ফিরতে চাইছেন ৷ জাস্টিস পেলেই সকলে কাজে ফিরবে ৷ কেউ তো শখ করে আন্দোলন করছে না ৷"

অভিনেতা তথা চিকিৎসক কিঞ্জল নন্দ বলেন, "অনেকদিন ধরে এই আন্দোলন চলছে ৷ এটার একটা বিচার হোক ৷ আমারাও কাজে ফিরতে চাই ৷ অনেক রোগী আমাদের ফেরার অপেক্ষায় রয়েছেন ৷ আজ এই ঘটনা আরজি করে ঘটেছে ৷ কাল অন্য কোথাও হতে পারে ৷ যাদের এমন মানসিকতা রয়েছে তাদের বিরুদ্ধ কড়া শাস্তি আনতে হবে ৷ সিস্টেমে বদল আনতে হবে ৷ এমন শাস্তি আনা হোক, যাতে ধর্ষকরা ভয় পায় ৷ তাছাড়া আমরা কখনই মুখ্যমন্ত্রীর পদত্যাগের কথাও বলছি না ৷ আমরা এই মুহূর্তে শুধু তদন্ত চাই আর বিচার চাই।"

এদিনের মিছিলে সুদূর মথুরা থেকে সাইকেল চালিয়ে বিচারের দাবিতে হাজির হয়েছেন জনৈক ব্যক্তি। তিনি কয়েকদিন আগেই আরজি কর হাসপাতালে পৌঁছে গিয়েছেন ৷ তাঁরও দাবি একটাই, এই ধরনের জঘন্য ঘটনার বিচার চাই ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.