লস অ্যাঞ্জেলেস, 31 মার্চ: 27 বছরেই থামল পথচলা ৷ বাইক দুর্ঘটনায় মৃত্যু হল 'চিলিং অ্যাডভেঞ্চারস অফ সাব্রিনা' খ্যাত তরুণ অভিনেতা চান্স পারডোমোর ৷ মৃত্যুর জন্য দায়ী অভিনেতা নিজেই, এক বিবৃতিতে এমনটাই জানিয়েছেন প্রতিনিধিরা। 'জেন ভি' সিরিজেও পারডোমোর অভিনয় প্রশংসিত হয় ৷
অভিনেতার প্রতিনিধিদের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, "শিল্পের প্রতি অনুরাগ এবং জীবনে ভালো কিছু করার খিদে অভিনেতাকে যারা চিনতেন তারা সকলেই অনুভব করেছিলেন ৷ তিনি তাদের মধ্যেই বেঁচে থাকবেন যাদের সবচেয়ে বেশি ভালোবাসতেন। আমরা পরিবারের গোপনীয়তার বিষয়টিকে সম্মান করার জন্য সকলকে অনুরোধ করব ৷ কারণ তারা তাদের প্রিয় সন্তান এবং ভাইয়ের মৃত্যুতে শোকে মুহ্যমান ৷"
নেটফ্লিক্স সিরিজ 'চিলিং অ্যাডভেঞ্চারস অফ সাব্রিনা'তে সাব্রিনার (কাইরানান শিপকা) তুতো ভাই অ্যামব্রোস স্পেলম্যানের ভূমিকায় অভিনয় করেছিলেন পারডোমো ৷ এই চরিত্রই তাঁকে খ্যাতি এনে দিয়েছিল। অভিনেতা সম্প্রতি 'জেন ভি' ও প্রাইম ভিডিয়োর 'দ্য বয়েজ' এর স্পিনঅফে অভিনয় করেছেন ৷ এই সিরিজে তিনি আন্দ্রে অ্যান্ডারসনের চরিত্রে অভিনয় করেছিলেন ৷ সেখানে গডলকিন ইউনিভার্সিটির একজন জনপ্রিয় ছাত্রের ভূমিকায় অভিনয় করেন তিনি ৷
সিরিজের প্রযোজকরা একটি বিবৃতিতে লিখেছেন,"আমরা যারা চান্সকে চিনতাম এবং যারা তার সঙ্গে কাজ করেছি তারা সকলেই জানি যে, ও একজন মনোমুগ্ধকর এবং সর্বদা হাস্যোজ্জ্বল মানুষ ছিল ৷ প্রবল ইচ্ছেশক্তি ছিল তাঁর ৷ অবিশ্বাস্যভাবে প্রতিভাবান অভিনয়শিল্পী এবং অন্য সব কিছুর চেয়ে বেশি সে একজন খুব দয়ালু ও সুন্দর মনের মানুষ ছিল । সে ছিল, করল এভাবে তাঁখে নিয়ে লেখার কোনো মানে হয় না । আমরা চান্সের পরিবারের জন্য খুবই দুঃখিত এবং আমরা আমাদের বন্ধু ও সহকর্মীকে হারিয়ে শোকাহত । আজ রাতে আপনার প্রিয়জনকে জড়িতে থাকুন ৷"
'জেন ভি'র প্রযোজক সনি পিকচার্স টেলিভিশন এবং এমজিএম স্টুডিয়ো পৃথক বিবৃতিতে জানিয়েছে, চান্স পারডোমোর আকস্মিক মৃত্যুতে জেনারেল ভি পরিবার বিধ্বস্ত। আমাজন এমজিএম স্টুডিও এবং সনি পিকচার্স টেলিভিশন এই কঠিন সময়ে চান্সের পরিবারের এবং যারা তাঁকে ভালোবাসে তাদের সকলের প্রতি সমবেদনা জানাচ্ছে ।"
ছোট পর্দা ছাড়াও রুপোলি পর্দায় নিজের অভিনয় দিয়ে মানুষের মন জয় করেছেন পারডোমো ৷ আফটার ফিল্ম ফ্র্যাঞ্চাইজিতে দেখা গিয়েছে তাঁকে । এছাড়া 'মিডসোমার মার্ডারস', 'কিল্ড বাই মাই ডেট'-এর মতো ছবিতে তিনি অভিনয়সত্ত্বার ছাপ রেখেছিলেন ৷ 'কিল্ড বাই মাই ডেট'-এর জন্য 'বাফটা' নমিনেশনও পেয়েছিলেন পারডোমা ৷
(সংবাদ সংস্থা-পিটিআই)
আরও পড়ুন: